
করোনায় মৃতদের স্মরণে আমেরিকায় পতাকা অর্ধনমিত রাখার আদেশ
আন্তর্জাতিক ডেস্কআমেরিকায় কোভিড-১৯ রোগে মৃত্যু এক লাখের কাছাকাছি পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের স্মরণে আগামী তিন দিন দেশের পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিলেন।
এক টুইটার পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘করোনাভাইরাসের কারণে মারা যাওয়া আমেরিকানদের স্মরণে আগামী তিনদিন সব প্রশাসনিক বিল্ডিং ও জাতীয় স্মৃতিস্তম্ভের পতাকা অর্ধনমিত রাখতে যাচ্ছি আমি।’
বিরোধী দল ডেমোক্রেটিকের শীর্ষ নেতাদের অনুরোধে এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। বৃহস্পতিবার সকালে হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার মার্কিন প্রেসিডেন্টের কাছে একটি চিঠি পাঠান। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু এক লাখে পৌঁছালে পতাকা অর্ধনমিত রাখার আদেশ দিতে তাকে অনুরোধ করা হয়। তার কয়েক সপ্তাহ আগে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও একই পরামর্শ দেন ট্রাম্পকে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, করোনা যুদ্ধে সেবা দিতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের সম্মানে সোমবারও পতাকা অর্ধনমিত থাকবে।
এখন পর্যন্ত আমেরিকায় করোনায় মৃত্যু হয়েছে ৯৩ হাজারের বেশি।
ঢাকা/ফাহিম
from Risingbd Bangla News https://ift.tt/36jm1le
0 comments:
Post a Comment