
শেখ হাসিনাকে ভুটানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
নিউজ ডেস্কপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
শনিবার (২৩ মে) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে টেলিফোন করেন ভূটানের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ভুটানের প্রধানমন্ত্রী রাত ৭টা ৫৫ মিনিটে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
প্রেস সচিব বলেন, প্রায় ১৫ মিনিটের আলাপে শেখ হাসিনাও ভুটানের প্রধানমন্ত্রী এবং সে দেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
ইহসানুল করিম বলেন, ভুটানের প্রধানমন্ত্রী সুপার সাইক্লোন আম্পানে ক্ষয়-ক্ষতির খোঁজ খবর নেন এবং প্রাণহানিতে সমবেদনা জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করা এবং আম্পানে ক্ষয়-ক্ষতিতে সমবেদনা প্রকাশ করায় তাকে ধন্যবাদ জানান।
প্রেস সচিব আরও বলেন, দুই নেতার আলোচনায় চলমান করোনাভাইরাস পরিস্থিতও স্থান পায়।
এসএম
from Risingbd Bangla News https://ift.tt/2ZzchBU
0 comments:
Post a Comment