
ঘোড়াঘাটে তুচ্ছ ঘটনায় লাঠির আঘাতে মৃত্যু
হিলি (দিনাজপুর) সংবাদদাতাদিনাজপুরের ঘোড়াঘাটে ড্রেন নির্মাণ করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে।
নিহতের নাম রুমুন মিয়া (৩১)। ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকার কুলআনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ মে) সন্ধ্যায় রুমুনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
তিনি জানান, আগের দিন বিকেলে উপজেলার রানীগঞ্জ কুলআনন্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রুমুন মিয়ার সাথে একই এলাকার প্রতিপক্ষ গোলজারের ছেলে লাবু মিয়ার সাথে ড্রেন নির্মাণ নিয়ে বাকবিতণ্ডা হয়।এক পর্যায়ে লাবু মিয়া রুমুন মিয়াকে লাঠি দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ঘোড়াঘাট ওসমানপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে রুমুনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোসলেম/টিপু
from Risingbd Bangla News https://ift.tt/2X0UHF8
0 comments:
Post a Comment