
গাছ থেকে পড়ে কিশোর নিহত
পঞ্চগড় সংবাদদাতাপঞ্চগড়ে আমগাছ থেকে পড়ে তানভীর হোসেন (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হাওড়াপাড়া এলাকায় ওই কিশোরের নানার বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
তানভীর বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ঝলঝলি বানিয়াপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের আমগাছে উঠলে ডাল ভেঙে গাছ সংলগ্ন বাঁশের বেড়ার ওপর পড়ে যায় তানভীর। বেড়ার বাঁস তানভীরের পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পঞ্চগড়/নাঈম/রফিক
from Risingbd Bangla News https://ift.tt/3gpWBqK
0 comments:
Post a Comment