
লকডাউন পরিস্থিতিতেও ইয়াবা কারবারিরা থেমে নেই
নিজস্ব প্রতিবেদককরোনায় লকডাউন পরিস্থিতিতেও চট্টগ্রামে ইয়াবা কারবারিরা থেমে নেই। তারা মালামাল পরিবহনের নামে গাড়ি নিয়ে ইয়াবা কারবারে নেমেছে।
চট্টগ্রাম জেলার পটিয়ার চক্রশালা এলাকায় একটি মিনি ট্রাকে অভিযান চালিয়ে ১১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। মঙ্গলবার (৫ মে) রাতে এই গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামুন মিয়া (২৫), আব্দুল মান্নান (৩০) এবং মোঃ রিপন (৩৫)
চট্টগ্রামস্থ র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, পটিয়া চক্রশালা এলাকায় মিনি ট্রাকে করে অভিনব কায়দায় পাচারের সময় ১১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবা গ্রেপ্তারকৃতদের মধ্যে মামুন মিয়ার পায়ে কৌশলে স্কচট্যাপ দিয়ে পেচিয়ে রাখা হয়েছিল।ইয়াবা পাচারে ব্যবহৃত মিনি ট্রাকও আটক করা হয়েছে। আটককৃতরা পেশাদার মাদক পাচারকারী। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম/রেজাউল/টিপু
from Risingbd Bangla News https://ift.tt/3djpEcZ
0 comments:
Post a Comment