
হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের
জামালপুর সংবাদদাতাজামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে আব্দুল মান্নান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) দিবাগত রাত ১টায় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানী পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল মান্নান একই ইউনিয়নের বালিঝুরি পলাশতলা গ্রামের মৃত নাদের হোসেনের ছেলে। রাতেই তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানিয়েছেন, দুই দিন ধরে ভারতের সীমান্ত পেরিয়ে পাহাড় ডিঙিয়ে বাংলাদেশে ঢুকে সীমান্তবর্তী সাতানী পাড়াসহ আশপাশের এলাকায় ফসল নষ্ট করছিল বন্য হাতির দল। সাতানী পাড়াসহ আশপাশের গ্রামবাসীরা দল বেঁধে রাত জেগে ফসল পাহারা দিচ্ছিলেন। রাত ১টার দিকে বন্য হাতির দল লোকালয়ে নামার খবর পেয়ে লাঠি, পটকা ও মশালসহ হাতি তাড়ানোর নানা সরঞ্জাম নিয়ে এগিয়ে যান গ্রামবাসী। বন্য হাতির দল গ্রামবাসীদের ধাওয়া দিলে কাঁদায় পা আটকে পড়ে যান কৃষক আব্দুল মান্নান। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জামালপুর/সেলিম আব্বাস/রফিক
from Risingbd Bangla News https://ift.tt/2L9eo7g
0 comments:
Post a Comment