One can get information of Technology, Online income info, Health, Entertainment, Cooking & Recipe, Bye & Sale, Sports, Education, Exclusive news and many more in single bundle. ভান্ডার 24 থেকে আপনি পাচ্ছেন টেকনোলজি ইনফরমেশন, অনলাইনে ইনকাম ইনফরমেশন, হেলথ, এন্টারটেইনমেন্ট, কুকিং & রেসিপি, কেনা বেচা, স্পোর্টস, এডুকেশন, এক্সক্লুসিভ নিউজ ও আরো অনেক কিছু |

Tuesday, June 30, 2020

উদয় হাকিমের উপস্থাপনায় লাইভ শো ‘ত্রিবেণী’

উদয় হাকিমের উপস্থাপনায় লাইভ শো ‘ত্রিবেণী’

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক ও করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের উপস্থাপনায় শুরু হচ্ছে নতুন লাইভ শো ‘ত্রিবেণী’।  দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে নিয়মিত প্রচার হবে ব্যতিক্রমী এই আয়োজন।  গান, কথা আর কবিতা হচ্ছে এ অনুষ্ঠানের উপজীব্য।

রাইজিংবিডি ডটকমের ফেসবুক পেজ থেকে লাইভ অথবা ফেসবুক প্রিমিয়ার হিসেবে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।

প্রসঙ্গত বিনোদন, শিল্প-সাহিত্য, খেলাধুলা, করপোরেট ও প্রযুক্তিক্ষেত্রে তারকা ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত লাইভ শো’র আয়োজন করছে পোর্টালটি।  উদয় হাকিম এ সংবাদমাধ্যমটির উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।  করোনা দুর্যোগের সময় দর্শক-শ্রোতা ও পাঠকদের বিনোদনের জন্য এ আয়োজন ত্রিবেণী।

আজ বুধবার (১ জুলাই) রাত ১০টায় প্রচারিত হবে ত্রিবেণীর প্রথম পর্ব।  এতে অতিথি হিসেবে থাকছেন টাঙ্গাইলের শিল্পী সবুজ বাঙালি।

উদয় হাকিম বলেন, দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ছড়িয়ে থাকা প্রতিভাবান শিল্পীদের নিয়ে রাইজিংবিডির এই বিশেষ আয়োজন ত্রিবেণী।  এখানে যেমন তারকা শিল্পীরা থাকবেন, তেমনি থাকবেন প্রতিভাবান নবীণরাও।  নবীণ-প্রবীণের মেলবন্ধন হবে এ অনুষ্ঠানের মাধ্যমে।

সরাসরি রাইজিংবিডির স্টুডিওতে অথবা অনলাইনে যারা এই অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন এই ইমেইলে sahitto.risingbd@gmail.com।  অনুষ্ঠানটি লাইভ দেখা যাবে https://www.facebook.com/DailyrisingbdOnlineNEWS/ এই পেজে।

 

ঢাকা/সাইফ



from Risingbd Bangla News https://ift.tt/3dJ6VaI
Share:

সম্ভাব্য অনিশ্চিত

সম্ভাব্য অনিশ্চিত

আসমা উল হুসনা নাঈমী

ঠিক বসন্তের মাঝামাঝি

এই চৈতালী হাওয়ায়,

দিগন্ত বিস্তৃত হলদে মাঠ আর আলো ঝলমলে কচি পাতার ঝিকমিকে দুপুরে,

একমনে ভেবে যাচ্ছি,

তেমন কিছু কি হবে আমাদের?

এভাবেই হেসে খেলে, ঝগড়ায় আর অভিমানে টিকে থাকব আমরা,

ঠিক যেমনটা চলছে।

 

শীতের শেষে শুকনো পাতার মড়মড়ে বিকেলটা এমনই থাকবে,

আসছে শরৎে এভাবেই কাশফুলগুলো হাওয়ায় লুটোপুটি খাবে,

উদাস কিশোর ঠিক এমন করেই মোহিত দৃষ্টি হানবে এই শুভ্রতার সৌন্দর্যে,

কিংবা আগামী পূর্ণিমায়! চাঁদটা হবে আরো গোল,

সুকান্তের অতৃপ্ত ক্ষুধার ঝলসানো রুটির ন্যায়!

 

প্রাণবন্ত অসুখ আরও মৃত্যুর হাহাকার?

বালাই ষাট! আমাদের কাছে ঘেঁষবেনা কখনো,

তারা চিরকালই টিভি আর সকালের ধোঁয়া ওঠা গরম কাগজই সীমাবদ্ধ যে!

আমরা তাদের এভাবেই উড়িয়ে দেব হাসিতে-ঠাট্টায়,

 

আমরাই দূর থেকে নিরাপদ দর্শকের বেশে টলমল চোখে হিসেব কষতে বসব,

এশিয়া ছাড়িয়ে ইউরোপে বা আমেরিকায়

সে কতটা তাণ্ডব চালালো!

 

আবারও স্কুল-কলেজে অ্যাসেম্বলি শুরু হবে,

ইউনিভার্সিটির বন্ধুরা মিলে আড্ডা জমাব আমরাই!

পৈশাচিক আনন্দে স্বার্থপরতা এসে কড়া নাড়বে আমাদের দরোজায়,

আমরাও ভাববো, যাক! বাঁচা গেলো,

অথবা,

এমনতো হতেই পারে।

 

আমাদের ঠাট্টায় উড়িয়ে দেওয়া হাসিমুখ মুছে যাবে,

না দেখা এই মরণবাণ থেকে রেহাই পেলাম না আর!

চিকিৎসার অভাবে অথবা অনাহারে ধুঁকে ধুঁকে মরতে হবে? 

কিংবা, পরিশেষে শেষ শিশুটাও মাতৃহীন হবে!

 

হয়তো আমাদের এই সাধের পৃথিবীতে আকাশ তখনও নীল,

পেঁজা তুলোর মতো মেঘ উড়ছে আকাশজুড়ে, বাধাহীন-

কোকিলটাও কি ডেকে যাবে একটানা?

 

লক্ষ্মীপেঁচা কি তখন দিনের বেলা দেখা যাবে? কে জানে,

মানুষের ভীত গর্তে লুকোনো শিয়াল হাঁটবে মধ্য দুপুরে নির্জন নিরুপদ্রব রাস্তায়,

শ্যেন চোখের বিলুপ্তপ্রায় শকুনও খাবারের গন্ধে নেমে আসবে ডাঙায়,

যেখানে পড়ে থাকবে নিথর মৃতদেহ-

আপনার বা আমার।

কবি: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।

 

ইবি/হাকিম মাহি



from Risingbd Bangla News https://ift.tt/3dOZxL9
Share:

‘ঢাবির শতবর্ষের উপহার হোক ডিজিটালাইজেশন’

‘ঢাবির শতবর্ষের উপহার হোক ডিজিটালাইজেশন’

ইকবাল আজাদ

গণিতে স্থানীয় মান হিসেবে প্রতিটি স্থানের প্রথম সংখ্যাটি সমান গুরুত্ব বহন করে। যেমন, এককের এক, দশকের দশ। তেমনি শতকের স্থানে একশত। ক্রীড়া জগতে শতকের মানের জুড়ি নেই। ব্যাটসম্যান একটা শতক হাঁকালো কিংবা বোলার বেধড়ক মার খেয়ে শতরান খরচ করলো। উভয়ই পত্রিকার হেডলাইনে জায়গা করে নেবে। পাশাপাশি কোনো মানুষের শতবছর আয়ুতে তাকে অনেকটা ভাগ্যবানের চোখে দেখা হয়। কোনো প্রতিষ্ঠানের শতবর্ষ পেরুলে তাকে বিভিন্ন উপাধিতে ডাকা হয়। বাংলাদেশে একাধিক শতবর্ষী স্কুল-কলেজ থাকলেও নেই কোনো বিশ্ববিদ্যালয়।

১৯২১ সালে প্রতিষ্ঠিত হওয়া দেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বছরের পহেলা জুলাই বিশ্বের শতবর্ষী বিশ্ববিদ্যালয়ের দলে যোগ দিতে যাচ্ছে দেশ সেরা এই বিদ্যাপীঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে পদার্পণ উপলক্ষে আধুনিক ভাষা ইনস্টিটিউটের ৫ জন শিক্ষার্থী নিজেদের ক্যাম্পাস নিয়ে তাদের ভিন্ন ভিন্ন মনোভাব জানিয়েছেন। নিজেদের আশা-আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন। স্বপ্নবিলাসী, আশাবাদী এসব শিক্ষার্থীদের কথাগুলো তুলে ধরা হলো। 

লালিত স্বপ্নের বাস্তব জয়

বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তাসনীম তামান্না।  তিনি বলেন, প্রতিটি মানুষের একেকটা স্বপ্নের সিঁড়ি থাকে। যার প্রতিটি ধাপে ধাপে সজ্জিত থাকে কাঙ্ক্ষিত লক্ষ্য। স্বপ্নই মানুষকে জীবনের গতিপথে চলার তাড়না যোগায়। বর্তমান থেকে একধাপ পেছনে গেলে, আমরা সেই স্বপ্নের সিঁড়িতে ওঠার প্রত্যেকটি ধাপের স্মৃতি মাঝে-সাঝেই রোমন্থন করি। আমি তখন কলেজের ১ম বর্ষে পড়ি। স্বপ্নের সেই পরিপুষ্ট বীজটি গ্রোত্থিত করে দিয়েছিলেন আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক কল্পনা রাণী রায়।  উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় কাটানো জীবনের মূল্যবান সময়ের কথা বলে বলে আমার সুপ্ত লালিত স্বপ্নকে প্রতিনিয়তই জাগ্রত করতেন।

প্রতিদিন পড়ার চেয়ে উনার ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কথাগুলো আকুলিত হয়ে শুনতাম ঘণ্টার পর ঘণ্টা! তাঁর মুখে উচ্চারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা শুনেই ভালোবেসে বুকের গহীনে জায়গা দিয়েছিলাম অদেখা তীর্থস্থানতুল্য ভালোবাসাকে। সেদিন মনেপ্রাণে প্রতিজ্ঞা করেছিলাম যে, আমার সুপ্ত স্বপ্নকে সঠিক পরিচর্যা এবং পরিশ্রমের আদলে সত্যি করার এক্ষুণি মোক্ষম সময়। তারপরের কথা আর না বললেই নয়! স্বপ্নের সিঁড়িতে একধাপ একধাপ করে শত চড়াই-উৎরাই পেরিয়ে স্বপ্নকে বাস্তবায়নে সক্ষম হয়েছি। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগে পড়াশোনা করছি। শেষ করতে চাই পৃথিবীখ্যাত একটি উক্তির মাধ্যমে। এ পি জে আব্দুল কালাম বলেছেন,

‘স্বপ্ন সেটা নয় যেটা মানুষ

ঘুমিয়ে ঘুমিয়ে দেখে;

স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা,

মানুষকে ঘুমাতে দেয় না।’

শতবর্ষে শপথ হোক মানসিকতার পরিবর্তন

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তারিফুল ইসলাম।  তিনি বলেন, ১৯২১ সালে যে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করেছিল অখণ্ড ভারতবর্ষের পূর্ববঙ্গে, সময়ের পরিক্রমায় সেই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে ওঠেছিল একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে তার আগে এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে অনস্বীকার্য অবদান। দেশের জন্য এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সবাই কম-বেশি জানে, তাই এই প্রতিষ্ঠানটি যখন শতবর্ষে পা দিতে যাচ্ছে, তখন আলোচনা ইতিহাস নিয়ে না করে একটু দৃষ্টিপাত করতে চাই আমাদের সমসাময়িক মানসিকতার উপর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশ ও জাতির প্রতি আমাদের কর্তব্যের উপর।

প্রথমত, ভর্তি পরীক্ষার সময়কাল থেকেই আমাদের একরকমের বাজে মানসিকতা তৈরি করে দেওয়া হয় এটা বলে যে, ‘বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় না বা বিশ্ববিদ্যালয়ে কোনো পড়াশুনা নেই’ কেউ কেউ এই উক্তিটি মগজে এমনভাবে ধারণ করে, স্কুল-কলেজে সেরা হলেও বিশ্ববিদ্যালয়ে এসে পাশ করতে টানাটানি লেগে যায়। যখন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে প্রধান কর্তব্য হল পড়াশুনা করা এবং নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা, তখন অনেক শিক্ষার্থীকেই দেখা যায় রঙিন দুনিয়ায় বেহুশ হয়ে পড়ে থাকতে। এই শিক্ষার্থীদের যখন হঠাৎ হুশ হয়, তখন আর খুব বেশি কিছু করার থাকে না।

দ্বিতীয়ত, প্রথম বা দ্বিতীয় বর্ষের কাউকে যখন আমরা ডিপার্টমেন্টের পড়াশুনা কিংবা জীবনের তাগিদে চাকরির জন্য পড়াশুনায় মনোযোগ দিতে দেখি, আমরা তাকে ‘আতেল’ ট্যাগ দিয়ে দেয় অথচ যে প্রতিষ্ঠানটি একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে সে প্রতিষ্ঠানটি থেকে রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন ‘আতেল’ বা ‘পণ্ডিত’ বের হবে-তাই কি স্বাভাবিক নয়?

তৃতীয়ত, ‘শিক্ষক পড়াতে পারেন না’ এই অভিযোগখানা আমরা হরহামেশা করে থাকি। কিন্তু, কোনো ক্লাসের আগে এবং পরে ঐ বিষয় নিয়ে পড়াশুনা করা যে আমাদের দায়িত্ব, এই জিনিসটা নিয়ে আমরা একটু শব্দও করি না। আমাদের সবকিছুর দায়ভার চাপানোর জন্য শিক্ষক তথা বিশ্ববিদ্যালয় প্রশাসন তো আছেনই।

ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষায় চাই দায়িত্বশীল আচরণ

বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ১ম বর্ষের  শিক্ষার্থী নাফিসা তাবাসসুম মিথিলা। তিনি বলেন, স্বপ্নটা এত পথ ঘুরে হাতের মুঠোয় এসে ধরা তো দিলো, তাও আবার সেই মাহেন্দ্রক্ষণে-যখন ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁর শতবর্ষে পদার্পণ করতে চলেছে, তখন নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছিল। শতবর্ষ পূর্তি নিয়েও কত জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল মনে! ভেবেছিলাম, কত ঘটা করে পালন হবে এ ‘জন্মদিন’, আমি তার সাক্ষী হব! কিন্তু নিয়তি তো তা হতে দিলো না। এই ‘করোনা’ কালে এহেন জনসমাগম ঘটানো উদযাপনের কোনো সুযোগই নেই।

১ম বর্ষের শিক্ষার্থী হিসেবে আমার ক্যাম্পাস জীবন মোটে ৩ মাসের। তাই তেমন উল্লেখযোগ্য কোনো স্মৃতি হয়তো তৈরি হয়নি এখনও, তবে স্বপ্নের এই ক্যাম্পাসটার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে ইতোমধ্যেই। করোনা পরিস্থিতিতে ক্যাম্পাস বন্ধ থাকায় তাই অনুভবও করছি ক্যাম্পাসের শূন্যতা।

উন্নত হোক গবেষণা খাত

বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী কাওছার আহমেদ। তিনি বলেন, ‘সত্যের জয় সুনিশ্চিত’ এই নীতিবাক্যকে সামনে রেখে বাঙালি জাতির আলোকবর্তিকা, স্বর ও সুরের প্রতীক, জ্ঞান-বিজ্ঞান ও মুক্তবুদ্ধি চর্চার উর্বর ক্ষেত্র, সব অধিকার আদায়ের আন্দোলনের সূতিকাগার, জাতির বিবেক হিসেবে স্বীকৃত অদম্য ও অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কালের পরিক্রমায় পদার্পণ করল শততম বছরে।

সেই ১৯২১ সালের পহেলা জুলাই থেকে পথচলা শুরু করা এই বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত নিরবচ্ছিন্ন গতিতে সৃষ্টি করে চলেছে একের পর এক অমর কাব্য। এই সুদীর্ঘ পথচলায় যেমন অনেক ইতিহাসের সাক্ষী হয়েছে এই বিশ্ববিদ্যালয় তেমন জন্মও দিয়েছে অসংখ্য ইতিহাসের।

যুগের সাথে তাল মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ ও সমাজের বিকাশ, অগ্রগতিতে অবদান রাখা উজ্জ্বল সারথীদের প্রস্তুত করে চলেছে। প্রতিবছর এখান থেকে বের হচ্ছে মানসম্পন্ন গ্র্যাজুয়েট, যারা দেশের প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে রাখছে অসামান্য অবদান।

ডিজিটাল ঢাবি হোক শতবর্ষের উপহার

বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইসরাত জাফরীন। তিনি বলেন, বাংলাদেশের সাথে যে প্রতিষ্ঠানের নামটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালের জুলাই মাসে অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর সময়ের গতিপথ ধরে সামনে এগিয়েছে। ক্রমান্বয়ে দশক, যুগ, অর্ধশত বছর ইত্যাদি ধাপ পেরিয়ে এসেছে। এ বছরের পহেলা জুলাই দেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে শতবর্ষে পদার্পণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

কতশত মানুষের হাজারটা স্বপ্নের উত্থান-পতনের সাক্ষী হয়ে আছে এই শতবর্ষী প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে, তা হলো এখানকার সবার মেলবন্ধন। কোনো বিপদে পড়লে সিনিয়র ভাইয়া-আপু থেকে শুরু করে ক্লাসমেট, জুনিয়র সবাই যেভাবে এগিয়ে আসে, তা সত্যিই অবাক করার মতো। এই প্রতিষ্ঠান আমাকে দিয়েছে কিছু বন্ধুসুলভ শিক্ষক, প্রাণের বন্ধুবান্ধব এবং নিজেকে প্রতিষ্ঠিত করার একটা প্ল্যাটফর্ম। মনের গহীনে স্বপ্ন ছিল ঢাবি পরিবারের সাথে নিজেকে যুক্ত করার আর তা করতে পেরেছি। সেই হিসেবে বলতে গেলে প্রাপ্তির ঝুলি কিন্তু কম নয়।

শতবর্ষে ঢাবির কাছে আমার চাওয়া, প্রশাসনিক-একাডেমিকসহ সব কাজ ডিজিটাল অটোমেশনের আওতায় আনা। ডিজিটাল এই যুগে ঢাবির ডিজিটাইজেশন জরুরি। পাশাপাশি আবাসন সংকট নিরসন করে সব শিক্ষার্থীর জন্য সুষ্ঠু আবাসনের ব্যবস্থা করা। এটাই হোক শিক্ষার্থীদের জন্য ঢাবির শতবর্ষের উপহার।

 

ঢাবি/হাকিম মাহি



from Risingbd Bangla News https://ift.tt/3iieR6a
Share:

করোনায় মৃতদের স্মরণে কোভিড-ট্রি

করোনায় মৃতদের স্মরণে কোভিড-ট্রি

জুনাইদ আল হাবিব

বিষণ্ন এক সময় পাড়ি দিচ্ছে মানবসমাজ। পৃথিবীজুড়েই আজ স্বজন হারানোর হাহাকার। করোনাসৃষ্ট মহামারি রোধে যারা আপ্রাণ চেষ্টা করছেন তাদের বলা হচ্ছে ‘করোনা যোদ্ধা’। এই তালিকায় চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ রয়েছেন। অনেকেই দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হচ্ছেন। অনেকে মারা যাচ্ছেন। তাদের স্মরণে এবং পৃথিবীতে বাসযোগ্য পরিবেশ ফিরিয়ে আনতে বৃক্ষরোপণ করছে সামাজিক সংগঠন ‘স্বপ্ন-৩০’। এই গাছগুলোর তারা নাম দিয়েছেন ‘কোভিড-ট্রি’। 

গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে বরিশালের বাবুগঞ্জ থেকে শুরু হয়েছে কোভিড ট্রি রোপণ কার্যক্রম। খুলনা, পিরোজপুর, মাদারীপুর জেলায়ও বৃক্ষ রোপণের কথা ভাবছে সংগঠনটি। যেখানেই গাছগুলো রোপণ করা হোক, এর ফল বিতরণ করা হবে দুস্থ অসহায়দের মধ্যে। এ কারণে সংগঠনটি প্রাথমিকভাবে ফলদ বৃক্ষ রোপণ করছে। 

সংগঠনের প্রতিষ্ঠাতা লিও নিয়ায মাসুদ রাইজিংবিডিকে বলেন, ‘আমাদের পরিকল্পনা করোনায় প্রত্যেক মৃত ব্যক্তির জন্য একটি করে গাছ লাগাব। কিন্তু এটি ব্যয়বহুল। ইতোমধ্যে চারশ গাছ লাগিয়েছি।’ করোনা প্রতিরোধে যাদের রয়েছে বিশেষ অবদান তাদেরকেও স্মরণ করবে স্বপ্ন ৩০। এ কারণে পেশা ভাগ করে সেইসব করোনা যোদ্ধাদের স্মরণেও বৃক্ষরোপণ করা হবে জানিয়ে নিয়ায মাসুদ বলেন, ‘চিকিৎসকরাই এখন রিয়েল হিরো। তাদের অবদান ভুলবার নয়। যে সব চিকিৎসক করোনা রোগীর চিকিৎসা করতে গিয়ে মারা গেছেন তাদের নামে প্রথমে বৃক্ষ রোপণ করবো।’

গাছগুলো রোপণ করা হচ্ছে সংগঠনের সদস্যদের পরিচিতদের জমিতে। যাতে সেগুলোর ক্ষতি না হয়। সঠিকভাবে বেড়ে উঠতে পারে। বন বিভাগ থেকেও এ ব্যাপারে গাছ দিয়ে সহযোগিতা করা হচ্ছে বলে জানা গেছে।  

বৃক্ষ রোপণের মূল উদ্দেশ্য প্রসঙ্গে নিয়ায মাসুদ বলেন, ‘পরিবেশ বাঁচানোটাই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এর মাধ্যমে করোনায় মৃতদের স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করা। আমরা এই অঞ্চলের প্রতিটি গ্রামকে একটি মডেল বানাতে চাই। তারপর আমাদের এই কার্যক্রম ছড়িয়ে দিতে চাই দেশব্যাপী।’

স্বপ্ন ৩০ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কাজ পরিচালনা করে। বৃক্ষ রোপণ এর অন্যতম। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রায়ই হয়। সংগঠনটি মনে করে গাছ এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে কিছুটা হলেও রক্ষা করে। এছাড়া পরিবেশগত হুমকি তো রয়েছেই। তাছাড়া দেশের মানুষের পুষ্টি চাহিদা মেটাতেও ফলদ বৃক্ষের প্রয়োজন রয়েছে। ২০৩০ সাল পর্যন্ত এভাবে বৃক্ষ রোপণ করতে চান বলে জানান নিয়ায মাসুদ খান। 

 

ঢাকা/তারা



from Risingbd Bangla News https://ift.tt/2ZsAO9Z
Share:

প্রথম টেস্টে নেই রুট, অধিনায়ক স্টোকস

প্রথম টেস্টে নেই রুট, অধিনায়ক স্টোকস

ক্রীড়া ডেস্ক

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নেই ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। নিয়মিত অধিনায়কের পরিবর্তে বেন স্টোকসকে অধিনায়ক করা হয়েছে।

করোনা প্রাদুর্ভাবের পর আগামী ৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজ ও ইংল‌্যান্ডের ম‌্যাচ দিয়ে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সাউদাম্পটনে দুই দল সাদা পোশাকে ব‌্যাট-বলের যুদ্ধে নামবে। এরপর ম‌্যানচেস্টারে আরও দুটি টেস্ট খেলবে তারা।

ইসিবি জানিয়েছে, পারিবারিক কারণে ‍রুট প্রথম টেস্টে খেলবে না। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর রুটকে সাতদিন আইসোলেশনে থাকতে হবে। এরপর দলের সঙ্গে যোগ দিতে পারবেন মিডল অর্ডার ব‌্যাটসম‌্যান।

পেস অলরাউন্ডার স্টোকসের দায়িত্ব বাড়ছে। ব্যাটিং, বোলিংয়ের সাথে এবার অধিনায়কত্ব। এর আগে স্যার ইয়ান বোথাম ও অ্যান্ড্রু ফ্লিনটফ এ দায়িত্ব পালন করলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে স্টোকস বাড়তি দায়িত্বকে দেখছেন ইতিবাচক দৃষ্টিতে,‘অধিনায়কত্ব সব সময়ই ইতিবাচক দৃষ্টিতে দেখতে চাই।’

বিশাল এ দায়িত্ব পালনের পাওয়ার মধ‌্য দিয়ে আরেকটি ইতিহাসও তৈরি করতে যাচ্ছেন স্টোকস। এর আগে ঘরোয়া ক্রিকেটে কখনো লিস্ট এ ম‌্যাচ, প্রথম শ্রেণির ম‌্যাচ বা টি-টোয়েন্টি ম‌্যাচেও দায়িত্ব পালন করেননি স্টোকস। ইংল‌্যান্ডের শেষ ৫০ বছরের ইতিহাসে এমনটা হয়নি কখনো। তবে কেভিন পিটারসেন ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন কোনো অভিজ্ঞতা ছাড়াই।

টেস্টে ইংল‌্যান্ডের হয়ে ব‌্যাটিং ওপেন করবেন ডম সিবলে ও রোরি বার্নস। তিনে ব‌্যাটিং করবেন জো ডেনলি। রুটের জায়গায় আসবেন ড‌্যান লরেন্স। ১৬ ও ২৪ জুলাই পরের দুটি টেস্ট ম্যাচ শুরু হবে। তিন টেস্ট হবে দর্শক শূন্য স্টেডিয়ামে ও জীবাণুমুক্ত পরিবেশে।

 

ঢাকা/ইয়াসিন



from Risingbd Bangla News https://ift.tt/2VAdNRp
Share:

সিল্ক স্মিতা: ঝলমলে তারার মৃত্যু রহস্য

সিল্ক স্মিতা: ঝলমলে তারার মৃত্যু রহস্য

বিনোদন ডেস্ক

ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম আলোচিত অভিনেত্রী সিল্ক স্মিতা। একের পর এক সাহসী এবং খোলামেলা দৃশ্যে অভিনয় করে দর্শকের মাঝে বেশ সাড়া জাগিয়েছিলেন। নিজেকে ‘সেক্স সিম্বল’ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন খুব অল্প সময়ে। তবে তার জীবনের গল্পটা সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়।

সিল্ক স্মিতার প্রকৃত নাম বিজয়ালক্ষ্মী বাড়লাপতি। জন্ম ভারতের অন্ধ্রপ্রদেশে। আর্থিক অনটনের কারণে চতুর্থ শ্রেণিতেই লেখপড়া বন্ধ হয়ে যায়। ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতেন। তাকে সিনেমায় নিয়ে আসেন পরিচালক বিনু চক্রবর্তী। নাম বদলে রাখেন স্মিতা।

১৯৭৮ সালে কন্নড় ভাষার ‘বেড়ি’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী। পরের বছর ‘বেদিকাচক্রম’ সিনেমার মাধ্যমে রাতারাতি আলোচনায় চলে আসেন। এই সিনেমায় তার চরিত্রের নাম ছিল সিল্ক। এরপর থেকেই ‘সিল্ক স্মিতা’ নামে তিনি পরিচিতি পান। 

আবেদনময়ী হওয়ায় ১৭ বছরের অভিনয় ক্যারিয়ারে ৪৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন সিল্ক স্মিতা। কমল হাসান-শ্রীদেবী অভিনীত হিন্দি সিনেমা ‘সাদমা’তেও তাকে দেখা গেছে।

আইটেম গানে দারুণ জনপ্রিয় ছিলেন সিল্ক।  ‘বেদিকাচক্রম’, ‘জাস্টিস রাজা’, ‘কিরাথাম’, ‘আন্থম’,  ‘মাফিয়া’, ‘লকআপ ডেথ’, ‘জেন্টলম্যান সিকিউরিটি’, ‘কার্মা’ প্রভৃতি সিনেমায় কোমর দুলিয়ে দর্শক হৃদয় জয় করেছেন। তার জনপ্রিয়তা এতোটাই তুঙ্গে ওঠে যে, প্রতিদিন তিন শিফটে কাজ করতে হয়েছে। প্রতিটি আইটেম গানের জন্য নিতেন ৫০ হাজার রুপি। যা সে সময়ের জন্য সর্বোচ্চ। দক্ষিণী সিনেমার সুপারস্টাররা পর্যন্ত তার সিনেমায় একটি আইটেম গানের জন্য সিল্কের কাছে ধর্না দিতেন। এই তালিকায় রজনীকান্ত, কমল হাসান, চিরঞ্জীবীও আছেন।

এতো আলো ঝলমল যার জীবন, সে কিন্তু ব্যক্তি জীবনে আত্মকেন্দ্রীক ছিলেন। বন্ধুর সংখ্যা ছিল হাতে গোনা। অল্পতেই রেগে যেতেন। সরাসরি কথা বলতে পছন্দ করতেন। এজন্য অনেকে তাকে অহঙ্কারী মনে করতেন। তবে তিনি সময় মতো শুটিং সেটে হাজির হতেন। ছিলেন দায়িত্বশীল। তবে ভক্তদের কাছে তিনি ছিলেন শিশুসুলভ।

সিল্কের হাতে যখন অঢেল টাকা এবং ইন্ডাস্ট্রিতে দারুণ প্রভাব তখনই তিনি সিদ্ধান্ত নেন নিজেই প্রযোজক হবেন। প্রথম দুই সিনেমা প্রযোজনা করতে গিয়ে প্রচুর অর্থ খরচ করে ফেলেন তিনি। কিন্তু সেগুলো বক্স অফিস ব্যর্থ হয়। মনে মনে জেদি হয়ে ওঠেন সিল্ক। শুরু করেন তৃতীয় সিনেমা। কিন্তু এবার টাকায় টান পড়ে। ফলে সিনেমাটা আর শেষ করতে পারেননি। এতে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন। আর্থিক অনটনে বিষণ্ন হয়ে পড়েন।

১৯৯৬ সালের ২৩ সেপ্টেম্বর আত্মহত্যা করেন সিল্ক। নিজ বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে দক্ষিণী ইন্ডাস্ট্রি। জানা যায়, মৃত্যুর কারণ হিসেবে একটি সুইসাইড নোট লেখে গিয়েছিলেন তিনি। সেখানে তিনি লেখেন, একের পর এক জীবনে ব্যর্থতা এবং হতাশার কারণে মৃত্যুকেই মুক্তির পথ হিসেবে বেছে নিয়েছেন তিনি।

কিন্তু প্রশ্ন হলো, সিল্কের ক্যারিয়ার তখনও সচল ছিলো। অভিনয়ের অফারও পাচ্ছিলেন। তাহলে হঠাৎ এতোটা বিষণ্ন কেন হলেন তিনি? মূল কারণ আজও অজানা।

২০১১ সালে সিল্ক স্মিতার জীবন অবলম্বনে মিলন লুথিয়া নির্মাণ করেন ‘দ্য ডার্টি পিকচার’। হিন্দি ভাষার এই সিনেমাটিতে সিল্কের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন বিদ্যা বালান। সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তা পায়।

 

ঢাকা/মারুফ/তারা



from Risingbd Bangla News https://ift.tt/2Zu4FyU
Share:

পানিবন্দিদের সহায়তা দিতে সরকারকে জিএম কাদেরের আহবান

পানিবন্দিদের সহায়তা দিতে সরকারকে জিএম কাদেরের আহবান

জ্যেষ্ঠ প্রতিবেদক

উত্তরাঞ্চলের পানিবন্দিদের সহায়তা দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন  জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বুধবার (১ জুলাই) রাজধানীর উত্তরার বাসা থেকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

জিএম কাদের বলেন, করোনাভাইরাসের কারণে দেশবাসী এমনিতেই পর্যুদস্ত।  দুঃসময় কাটাচ্ছে মানুষ।  ভয়-ভীতি ও অর্থনৈতিক মন্দায় সবাই অস্থির।  এমন দুঃসময়ে নতুনভাবে আরও একটি সমস্যা দেখা দিয়েছে তা হলো উত্তরবঙ্গের সবগুলি নদ-নদীর পানি বেড়েছে।  তিস্তা ও ধরলা নদীর পানি অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।  এ কারণে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, চরাঞ্চল ডুবে গেছে।

তিনি বলেন, উত্তরাঞ্চলের গরিব মানুষগুলোর কষ্ট হচ্ছে।  পানিবন্দি মানুষের মাঝে খাদ্যের অভাব, চিকিৎসার অভাব দেখা দিয়েছে, মাথা গোজার ঠাঁইয়ের জন্য ছোটাছুটি করছেন তারা।

‘আমি মনে করি করোনার কারণে আমরা পানিবন্দি দুর্গত মানুষদের দূরে সরিয়ে রাখতে পারি না।  উত্তরাঞ্চলের পানিবন্দি মানুষের জন্য আমাদের চিন্তা করতে হবে,’ বলেন কাদের।

সরকারি সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার যেনো পানিবন্দি মানুষের পাঁশে দাড়ায় এবং যথাযথ সাহায্য সহযোগিতার ব‌্যবস্থা নেয়।  কারণ, এই মুহূর্তে দূর্গত মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।  দেশের বিত্তবান, এমনকি রাজনৈতিক দলও যেন তাদের পাশে দাঁড়ায়।

জাতীয় পার্টির নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে গোলাম মোহাম্মদ কাদের বলেন, দুর্গতদের সাহায্য করুন, পানিবন্দি মানুষের জীবন বাঁচান এবং তাদের স্বস্তি দিন।

 

নঈমুদ্দীন/সাইফ



from Risingbd Bangla News https://ift.tt/3dUB5bi
Share:

Monday, June 29, 2020

উজানের ঢল ও নদীর পানি কমছে

উজানের ঢল ও নদীর পানি কমে যাওয়ায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ৯ টায় সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জানা যা, গত ২৪ ঘণ্টায় পানি উন্নয়ন বোর্ড ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত পরিমাপ করেছে। উজানে ভারতের চেরাপুঞ্জিতে ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জানা যায়, সুনামগঞ্জ শহরের নিচু এলাকা এখনও পানিতে নিমজ্জিত... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/3dLDfcQ
Share:

লঞ্চডুবির ঘটনায় শোকাহত সাকিব-মুশফিকরা

বুড়িগঙ্গা নদীতে মর্মান্তিক লঞ্চ ডুবিতে প্রাণহানি ঘটেছে ৩২ জনের। এই ঘটনায় শোকাহত পুরো দেশ। একে তো মহামারি করোনাভাইরাসের প্রকোপে অসংখ্য মৃত্যু, তার ওপর সোমবারের লঞ্চডুবির ঘটনায় মনে দাগ কেটেছে জাতীয় ক্রিকেটারদের। যার বহিঃপ্রকাশ ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। শোকাহত সাকিব আল হাসান তার ফেসবুক পেজে লিখেছেন, 'প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/3gbS5eC
Share:

ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্টবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ সিএনজি অটোচালক নূরুল আমিন রবিন (২৭) নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬ টার দিকেব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার আখাউড়া-সুলতানপুর সড়কের আলাকপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত নূরুল আমীন রবিন জেলার আখাউড়া উপজেলার হীরাপুর এলাকার বড় কুঁড়িপাইকা গ্রামের আলী মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মো. সোহেল রানা এই তথ্য... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2BU8IwA
Share:

দ্বিতীয় দিনেও লাশের সন্ধানে ডুবুরিরা, চেষ্টা চলছে লঞ্চটি তোলার

দ্বিতীয় দিন সকাল থেকে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চের আশেপাশে লাশের সন্ধানে কাজ করছেন ডুবুরিরা। তবে সকালে আর কোনও লাশ উদ্ধার হয়নি। এদিকে ডুবে যাওয়া লঞ্চটিকে বেঁধে রেখে টেনে তোলার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে ফায়ার সার্ভিসের পরিদর্শক রাসেল শিকদার এই তথ্য জানান। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস, নৌবাহিনীসহ বিভিন্ন বাহিনীর ডুবুরিরা কাজ করছেন। তবে সকালে এখনও কোনও লাশ উদ্ধার... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2Vv3CxD
Share:

বিদেশি পিস্তল ও ইয়াবাসহ আটক ব্যক্তি হাজতে

পাবনা সদরের গাছপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১৮০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব। সোমবার (২৯ জুন) রাতে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম কামাল হোসেন মুন্না (৩৫)। সে জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশনপাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে। মঙ্গলবার (৩০ জুন) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে নেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/38ahgLM
Share:

সূচি চূড়ান্তের পর সিরিজ স্থগিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া

সূচি চূড়ান্তের পর সিরিজ স্থগিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

আগস্টে তিন ম‌্যাচ ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল জিম্বাবুয়ে ক্রিকেট দলের। কিন্তু করোনার ধাক্কায় সিরিজটি স্থগিত করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

গত মে’তে ২০২০-২১ মৌসুমের ঘরোয়া আন্তর্জাতিক ক্রিকেট সূচি চূড়ান্ত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে করোনার প্রাদুর্ভাবের পর মাঠে নামার কথা ছিল দলটির। কিন্তু করোনার কারণে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

সিরিজের সংক্ষিপ্ত দৈর্ঘ্য, আগস্টের আগে বায়ো-সুরক্ষিত ব‌্যবস্থা এবং খেলোয়াড়, ম‌্যাচ অফিসিয়াল, স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন থাকায় সিরিজটি স্থগিত করা হয়েছে। ৯, ১২ ও ১৫ আগস্ট ম‌্যাচ তিনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রথম দুটির ভেন‌্যু চূড়ান্ত করা হয়নি। শেষটি হওয়ার কথা টাউনস্লিভে।

করোনার কারণে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার হোম সিরিজ স্থগিত হলো। এর আগে একেবারে শুরুতে নিউজিল‌্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে বাতিল করা হয়েছিল। জুনে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত করে।  

২০০৪ সালের ত্রিদেশীয় সিরিজের পর এবারই প্রথম অস্ট্রেলিয়া সফর করতো জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজ স্থগিত হওয়ায় জিম্বাবুয়ের অপেক্ষাও দীর্ঘ হচ্ছে। জিম্বাবুয়ের এরই মধ‌্যে আয়ারল‌্যান্ড, আফগানিস্তান ও ভারত সিরিজ স্থগিত হয়েছে।

দুটি টি-টোয়েন্টি খেলতে অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া যাওয়ার কথা আছে। এরপর ভারতকে আতিথেয়তা দেওয়ার কথা অস্ট্রেলিয়ার। সিরিজ দুটি হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। পাশাপাশি ঝুলে আছে অক্টোবরে-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাগ‌্য। এদিকে জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল‌্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। সেপ্টেম্বরে সিরিজটি আয়োজনের আলোচনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল‌্যান্ড অ‌্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যদিও গণমাধ‌্যম বলছে, সিরিজটি নিয়ে কোনো আশাই নেই।   

 

ঢাকা/ইয়াসিন



from Risingbd Bangla News https://ift.tt/2Zlcrv4
Share:

সুশান্তের ব্যাপারে রিয়াকে পরামর্শ দিতেন মহেশ ভাট

সুশান্তের ব্যাপারে রিয়াকে পরামর্শ দিতেন মহেশ ভাট

বিনোদন ডেস্ক

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই চলছে নানা জল্পনা। ময়নাতদন্তের প্রতিবেদনে স্পষ্টভাবে আত্মহত্যা বলা হলেও রহস্যের গন্ধ পাচ্ছেন ভক্তরা।

এদিকে সুশান্তের সঙ্গে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। শুধু তাই নয়, তারা নাকি বিয়েও করতে চেয়েছিলেন। কিন্তু মহেশ ভাটের সঙ্গে রিয়ার কিছু ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তাদের ওপর চটেছেন সুশান্ত ভক্তরা।

এরই মধ্যে মহেশ ভাটের সহযোগী সুহৃতা দাসের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। রিয়ার সঙ্গে ‘জালেবি’ সিনেমায় কাজ করেছেন তিনি। সুশান্তের মৃত্যুর দিন পোস্টটি করেছিলেন সুহৃতা। পরবর্তী  সময়ে তা মুছে ফেলেন। কিন্তু এর একটি স্ক্রিনশট এখন ইন্টারনেটে ভাসছে।  এতে তিনি জানিয়েছেন, সুশান্তের ব্যাপারে পরামর্শ নিতে মহেশ ভাটের কাছে যেতেন রিয়া।

সুহৃতা লিখেছেন, ‘যখন সবাই সুশান্ত সিং রাজপুতের প্রতি শোক প্রকাশ করছে, আমি তোমার পাশে আছি। পাশে থেকে তাকে যেভাবে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গেছো তার নীরব দর্শক ছিলাম আমি। বিষণ্নতা এমন একটি বিপর্যয় চিকিৎসা বিজ্ঞানে যার কোনো সমাধান বা উত্তর নেই, একজন মা ও এই দেশের নাগরিক হিসেবে সবাইকে এটি বলা আমার নৈতিক দায়িত্ব।’

মহেশ ভাটের কাছ থেকে রিয়ার পরামর্শ নেওয়ার ব্যাপারে তিনি লেখেন, “প্রত্যেকবার যখন তুমি পরামর্শ নেওয়ার জন্য ভাট সাহেবের অফিসে ছুটে আসতে অথবা ফোনে তার সঙ্গে কথা বলতে, আমি তোমার সেই সময়ের সংগ্রাম দেখেছি। সুশান্তের বাড়ির ছাদের সেই দিনের কথা ভুলব না, যখন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ভেতর ভেতর সুশান্ত ভেঙে পড়েছিল। মহেশ স্যার সেটি দেখেছিলেন এবং পারভীন ববির বিষয়ে তাকে যা বলা হয়েছিল তা সুশান্তকে সতর্ক করেছিলেন, ‘সরে যাও তা না হলে এটি তোমাকে গ্রাস করবে।’ তুমি সর্বোচ্চটুকু দিয়েছো, একজন নারী হিসেবে যা করা প্রয়োজন তার চেয়ে বেশি করেছো। ভালোবাসা আমার ‘জালেবি’। শক্ত হও।”

 

ঢাকা/মারুফ



from Risingbd Bangla News https://ift.tt/38c8MDO
Share:

মঙ্গলে বসবাস আসলেই কি সম্ভব

মঙ্গলে বসবাস আসলেই কি সম্ভব

নিয়ন রহমান

চন্দ্রজয়ের পর কাছাকাছি দূরত্বের অন্য গ্রহগুলোতে পদচিহ্ন রাখার লক্ষ্যে মানুষ নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আশির দশকে বেশ কয়েকবার সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন মহাকাশ সংস্থা মঙ্গল গ্রহে সফলভাবে মহাকাশযান অবতরণে সক্ষম হয়।   এরপরই পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে মানুষের বসবাসযোগ্য আবাসস্থল গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে নতুন উদ্যোমে কাজ শুরু করেন বিজ্ঞানীরা।

এখন প্রশ্ন হলো, মহাকাশবিজ্ঞানীরা এজন্য মঙ্গলকেই বেছে নিলেন কেন? কারণ সৌরজগতের মধ্যে একমাত্র মঙ্গল গ্রহকেই পৃথিবীর ‘যমজ ভাই’ মনে করা হয়। পৃথিবীর মতো ভূ-ত্বক রয়েছে এই গ্রহে। ভূ-ত্বকে রয়েছে চাঁদের মতো অসংখ্য খাঁদ। রয়েছে আগ্নেয়গিরি, মরুভূমি এবং মেরুদেশীয় বরফ। সুতরাং আদাজল খেয়ে মাঠে নামেন বিজ্ঞানীরা। তৈরি করে ফেলেন মঙ্গলে মানুষ বহনে সক্ষম মহাকাশযান! বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক আশা করেন, এ শতাব্দীর মাঝামাঝি মানুষের মঙ্গল গ্রহে বসতি স্থাপনের স্বপ্ন পূরণ হবে। কিন্তু সত্যি কি তাই?

‘লাল গ্রহ’ হিসেবে পরিচিত মঙ্গলের বৈরী আবহাওয়ায় বেঁচে থাকাটাই হলো আসল চ্যালেঞ্জ। মঙ্গলে পাঠিয়ে দেওয়া হলে আপনি অল্প কিছুদিনের মধ্যেই এই গ্রহের তীব্র তেজস্ক্রিয়তায় ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাবেন। শুধু কি তাই! অ্যান্টার্কটিক অঞ্চলের চেয়ে তীব্র ঠান্ডা মঙ্গলের আবহাওয়া। তার ওপর মঙ্গলের বাতাসে কার্বন ডাই অক্সাইডের আধিক্য। আর মঙ্গলের বায়ুমণ্ডলীয় চাপ খুবই কম হওয়ায় বাইরের তাপমাত্রার প্রভাবে আপনার রক্ত রীতিমতো ফুটতে শুরু করবে। তাই এই গ্রহে ল্যান্ড করার পর কোনো মানুষই স্বাভাবিকভাবে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। বুঝতেই পারছেন, মঙ্গলে বসতি গড়ার ব্যাপারটা খুব সহজ নয়। 
 


ক্যালিফোর্নিয়ার সার্চ ফর এক্সট্রা টেরিস্ট্রিয়েল ইনটেলিজেন্স (এসইটিআই) ইনস্টিটিউটের সিনিয়র প্ল্যানেটারি সায়েন্টিস্ট ড. প্যাস্কেল লি’র মতে, মঙ্গলে পা রাখার পর অন্য কোনো প্রতিক্রিয়া ঘটার আগেই আপনি ঠান্ডায় জমে মারা যাবেন। তিনি আরো যোগ করেন, পৃথিবীর পরিবেশ এবং চৌম্বকীয় ক্ষেত্র প্রাকৃতিকভাবেই মানুষের বসবাসযোগ্য। কিন্তু মঙ্গলে এরকমটা নেই। তাই মঙ্গলে বসবাস করতে হলে কৃত্রিমভাবে পরিবেশ তৈরি করে নিতে হবে। এছাড়াও ওখানে বেঁচে থাকতে হলে প্রয়োজনীয় অক্সিজেন এবং পানি সরবরাহ করার ব্যবস্থাও করতে হবে। আর মঙ্গলের বিষাক্ত আবহাওয়া থেকে বাঁচতে কৃত্রিমভাবে গ্রীনহাউসের আদলে চারপাশে আলাদা আবরণ তৈরি করতে হবে।

তবে অনেকে এগুলোকে বড় বাধা হিসেবে দেখেন না। কিন্তু মঙ্গলে মানব বসতি স্থাপনের আগে সম্পূর্ণ সুরক্ষাব্যবস্থা তৈরি করে নিতে হবে- এর কোনো বিকল্প নেই।

তবে এটা ঠিক মঙ্গলে অবকাঠামো তৈরির প্রস্তুতি চলছে। গবেষণা থেমে নেই। মার্স ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রধান প্রকৌশলী পল ওস্টার বলেছেন, আমরা এমন প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করছি যাতে স্টারশিপের ভেতর বসেই মঙ্গলে যাওয়া মহাকাশচারীরা অবকাঠামো তৈরির কাজ করতে পারেন।’

স্পেসশিপের ভেতর বসে বাইরে কাজ করার এই ধারণা নতুন নয়। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত মার্স সোসাইটির মঙ্গলে মানব বসতি নিয়ে কাজ করছে। তাদেরও প্রায় একই পরিকল্পনা। মঙ্গলে অবকাঠামো তৈরির জন্য পাঠানো নভোচারী এবং প্রকৌশলীদের জন্য তাবুর আদলে ছোট ক্যাম্প করা হবে। ক্যাম্পগুলো একটা আরেকটার সঙ্গে লাগোয়া থাকবে। সেখান থেকেই অবকাঠামো তৈরির সমস্ত কাজ পরিচালনা করবেন তারা। তাদের দাবি, ২০৩০ সালের মধ্যেই মঙ্গলে পা রাখবে মানুষ এবং অবকাঠামো তৈরি হতে প্রায় ১০ বছরের মতো সময় লাগবে। অর্থাৎ ২০৪০ সালের দিকে পৃথিবীর বাইরে দ্বিতীয় কোনো গ্রহ হিসেবে মঙ্গলে বসতি স্থাপন করবে মানুষ।
 


নাসার সাবেক ফিজিশিয়ান জিম লোগান বলেন, মঙ্গলের ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৯ ফুট নিচে যদি আবাস নির্মাণ করা হয় তাহলে তেজস্ক্রিয়তার পরিমাণ অনেক কমে যাবে। এছাড়া ভূ-পৃষ্ঠের উপরের অন্যান্য বিপদ যেমন সৌর ঝড় ইত্যাদি থেকেও রেহাই পাওয়া যাবে। এক্ষেত্রে পুরোনো আগ্নেয়গিরির মুখ বা ভূগর্ভস্থ গুহাগুলো হতে পারে আদর্শ জায়গা। তবে শুধু আবাসন ব্যবস্থা তৈরি করলেই তো হবে না। প্রয়োজনীয় পানি, খাদ্য, জ্বালানি এবং অন্যান্য কাঁচামালের বিষয়গুলোও মাথায় রাখতে হবে। এ প্রসঙ্গে মহাকাশ গবেষক স্টিফেন পেট্রেনেক ‘হাউ ইউ উইল লাইভ অন মার্স’ গ্রন্থে লিখেছেন: ‘শুরুর দিকে বেশ কয়েক বছর মঙ্গলবাসীদের জন্য সমস্ত উপকরণ পৃথিবী থেকেই সরবরাহ করতে হবে।’

আশার কথা হলো যে, মঙ্গল গ্রহে পানির উপস্থিতি পাওয়া গেছে। বাতাসেও জলীয় কণার সন্ধান পেয়েছেন গবেষকরা। এছাড়াও বরফাচ্ছন্ন এলাকাগুলোর নিচে উল্লেখযোগ্য পরিমাণ পানি পাওয়া যাবে বলেও ধারণা তাদের। মঙ্গলে আমাদের গ্র্যান্ড ক্যানিয়নের চেয়েও আট গুণ দীর্ঘ এবং চারগুণ গভীর এক গিরিখাতের সন্ধান পাওয়া গেছে। যার নাম দেওয়া হয়েছে ‘ভ্যালস মেরিনারিস’। এই জায়গাটিকেই মঙ্গলে মানব বসতির জন্য পছন্দের শীর্ষে রাখা হয়েছে।

মঙ্গল গ্রহে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় লাইফ সাপোর্ট সিস্টেম তৈরির বিষয়টিকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ইলন মাস্কসহ অন্যান্যরা। যারা মঙ্গলে আবাসন নিয়ে কাজ করছেন। দীর্ঘমেয়াদি নানা পরিকল্পনা করা হচ্ছে এবং সেগুলো বাস্তবায়নের কাজও চলছে পুরোদমে। তবে অগ্রাধিকার পাচ্ছে ‘বাবল সিটি’ মডেলটি। মডেলটি অনেকটা এরকম- মঙ্গলে তৈরি করা গোটা একটা শহরের বাইরে বিশেষ এক আবরণ এই গ্রহের বৈরী পরিবেশ এবং তেজস্ক্রিয়তা থেকে রক্ষা করবে। আর এই শহরের ভেতরের আবহাওয়া হবে পৃথিবীর অনুকূল। এখন অপেক্ষা স্বপ্নপূরণের।

 

ঢাকা/তারা



from Risingbd Bangla News https://ift.tt/2YKU4k2
Share:

সাগরে মাছ ধরার ট্রলার ডুবি: নিহত ১, নিখোঁজ ১

নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের দক্ষিণে সাগরে মাছ ধরার ট্রলার ডুবিতে সময় একজন নিহত, একজন নিখোঁজ এবং ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) ভোর ৪টায় এ ঘটনা ঘটে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য জানান। নিহত ব্যক্তির নাম মো. রাসেল উদ্দিন বেচু (২৫)। তিনি আমতলী বাজারের ব্যবসায়ী গোলাম মাওলার ছেলে। নিখোঁজ থাকা মো. সোহাগ (১৫) একই বাজারের কাঁকড়া ব্যবসায়ী জাবের... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/31scgk7
Share:

ক্লিনিক্যাল ট্রায়ালে যাচ্ছে ভারতের প্রথম করোনা টিকা কোভাক্সিন

ভারতে তৈরি প্রথম করোনা টিকা কোভাক্সিনের প্রথম ও দ্বিতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালে সম্মতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ায় আগামী জুলাইতে শুরু হবে ক্লিনিক্যাল ট্রায়াল। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, সিএমআর-এর সঙ্গে যৌথ প্রচেষ্টায় এই ভ্যাকসিন তৈরি করেছে হায়দরাবাদের ভারত বায়োটেক। সংক্রামক... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2VvJ08s
Share:

টিভিতে আজ

টিভিতে আজ ৩০ জুন, ২০২০ টিভিতে আজ সময় দেখাবে লা লিগা, মায়োর্কা-সেল্তা ভিগো সরাসরি রাত ১১টা ৩০ মিনিট ফেসবুক লাইভ লা লিগা, লেগানেস-সেভিয়া সরাসরি রাত ১টা ফেসবুক লাইভ লা লিগা, বার্সেলোনা-অ্যাতলেতিকো মাদ্রিদ সরাসরি রাত ২টা ফেসবুক লাইভ সিরি আ, তোরিনো-লাৎসিও সরাসরি রাত ১১টা ৩০ মিনিট সনি টেন-২ সিরি... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2AfPgd7
Share:

বরিশাল থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্রীকে চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

বরিশাল থেকে নিখোঁজের ২৩ দিন পর এক মাদ্রাসাছাত্রীকে চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার করেছেন র‌্যাব-৫-এর সদস্যরা। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় জেলার নাচোল উপজেলার হাট রাজবাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫-এর কোম্পানি কমান্ডার আজমল হোসেন। আজমল হোসেন বলেন, ‘গত ৬ জুন বরিশাল থেকে নিখোঁজ হয়... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2Zks3yV
Share:

করোনা মোকাবিলার এ কী হাল ঢাকা দক্ষিণের!

রাজধানী ঢাকার করোনা মোকাবিলার মূল দায়িত্ব সিটি করপোরেশনের। রাস্তাঘাট পরিষ্কার, সাধারণ ও করোনা বর্জ্য অপসারণ, পাবলিক প্লেস জীবাণুমুক্তকরণ, লকডাউন বাস্তবায়ন, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, মশক নিধন, নিজ মালিকানাধীন হাসপাতালগুলো করোনা রোগীর চিকিৎসার গুরুদায়িত্ব পালন করে যাচ্ছেন সংস্থার কর্মীরা। কিন্তু করোনার প্রাদুর্ভাব যতো বাড়ছে ঠিক ততোই কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামে অনীহা... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/31twj1z
Share:

ঠাকুরগাঁওয়ে বাসচাপায় ইমাম নিহত

ঠাকুরগাঁওয়ে বাসচাপায় গিয়াস উদ্দিন (৭০) নামে একজন মসজিদের ইমাম নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত ৮টার দিকে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের বড় খোচাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বোদা থানার হাইওয়ে পুলিশ সার্জেন্ট নওশাদ ফরহাদ। নিহত ইমাম সদর উপজেলার ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের তিলডাঙ্গী গৌরিপুর গ্রামের মৃত দারাজউদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বলাকা উদ্যান রহমত পাড়া জামে মসজিদের ইমাম গিয়াস... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/3g7MpCc
Share:

করোনায় মৃতের সংখ্যা পাঁচ লাখ আট হাজার ছাড়িয়েছে

দুনিয়াজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ লাখ আট হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় ৩০ জুন মঙ্গলবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি চার লাখ আট হাজার ৪৩৩। এর মধ্যে পাঁচ লাখ আট হাজার ৭৮ জনের মৃত্যু... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2NFqYfN
Share:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

ক্রীড়া ডেস্ক

ফুটবল
স্প্যানিশ লা লিগা
মায়োর্কা-সেল্টা ভিগো
সরাসরি, রাত ১১টা ৩০ মিনিট
ফেসবুক লাইভ।

লেগানেস-সেভিয়া
সরাসরি, রাত ১টা;
ফেসবুক লাইভ।

বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ
সরাসরি, রাত ২টা; 
ফেসবুক লাইভ।

ইতালিয়ান সিরি’আ লিগ
তোরিনো-লাৎসিও
সরাসরি, রাত ১১টা ৩০ মিনিট;
সনি টেন টু।

জেনোয়া-জুভেন্টাস
সরাসরি, রাত ১টা ৪৫ মিনিট;
সনি টেন টু।

ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রাইটন-ম্যানচেস্টার ইউনাইটেড
সরাসরি, রাত ১টা ১৫ মিনিট;
স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

এফএ কাপ
নিউক্যাসল-ম্যানচেস্টার সিটি
পুনঃপ্রচার, বিকেল ৩টা; 
সনি টেন টু।

ক্রিকেট
আইপিএল ২০১৮
হাইলাইটস, সকাল ১১টা;
স্টার স্পোর্টস ওয়ান।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি
হাইলাইটস, সকাল ১০টা;
স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

 

ঢাকা/আমিনুল



from Risingbd Bangla News https://ift.tt/2Zj9o6w
Share:

করোনা মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। সোমবার (২৯ জুন) বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-এর এক টেলিফোন আলাপে এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে বলা হয়েছে, ফোনালাপে চার কোটি ৩০ লাখ ডলারেরও বেশি করোনা সহায়তা নিয়ে পর্যালোচনা করা হয়।... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2YHhg2K
Share:

স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট, নতুন কর নেই

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ওই বছরের ৩০ জুনের ঘটনা।) স্বাধীন বাংলাদেশে প্রথম বাজেট উত্থাপন হয় ১৯৭২ সালের ৩০ জুন। তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ প্রথম বাজেট ঘোষণা করেন। বাজেটে নতুন করে কোনও কর আরোপ করা হয়নি। অর্থমন্ত্রী তাজউদ্দীন তাই বাজেটকে বলেছেন, উন্নয়ন... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/3iebmxA
Share:

চীনের ওপর নজর রেখে টহল বাড়িয়েছে ভারতীয় নৌবাহিনী

পূর্ব লাদাখে চীনের সঙ্গে সাত সপ্তাহ ধরে সীমান্ত উত্তেজনার জেরে ভারত মহাসাগরে নজরদারি অভিযান ও সরঞ্জাম মোতায়েন বাড়িয়েছে ভারতীয় নৌবাহিনী। এছাড়া যুক্তরাষ্ট্র ও জাপানের মতো বন্ধুত্বপূর্ণ নৌবাহিনীর সঙ্গে সহযোগিতার সম্পর্কেও গতি এনেছে তারা। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তার চিত্র দ্রুত পরিবর্তিত হতে থাকায় এসব পদক্ষেপ নিয়েছে ভারতের নৌবাহিনী। এক মাসেরও বেশি... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2ZotNHd
Share:

কিশোরগঞ্জে করোনা আক্রান্তদের চিকিৎসায় অত্যাধুনিক মেশিন স্থাপন

কিশোরগঞ্জে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্ত রোগীর তালিকা। এমন অবস্থায় করোনা আক্রান্তদের উন্নত চিকিৎসা সেবায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপন করা হয়েছে চারটি হাই ফ্লো নেজাল ক‌্যানুলা মেশিন। সোমবার (২৯ জুন) সন্ধ‌্যায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মো. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনায় আক্রান্ত... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2AfKYCp
Share:

চীনে নতুন ফ্লু ভাইরাসের সন্ধান, ঘটাতে পারে মহামারি

চীনের বিজ্ঞানীরা নতুন এক ধরণের ফ্লু ভাইরাস চিহ্নিত করেছেন। এই ভাইরাসটির মহামারি হয়ে ওঠার আশঙ্কা রয়েছে বলে মনে করেন তারা। বিজ্ঞানীরা বলছেন, সম্প্রতি চিহ্নিত হওয়া এই ভাইরাসটি শূকর বহন করে। তবে মানুষকেও আক্রান্ত করতে পারে। গবেষকদের আশঙ্কা মানুষ থেকে মানুষে সহজে ছড়িয়ে পড়তে ভাইরাসটি আরও অভিযোজিত হয়ে উঠতে পারে আর বিশ্বজুড়ে নতুন মহামারিতে পরিণত হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/3eLCNNg
Share:

করোনায় বরিশালে বাসদের অক্সিজেন ব্যাংক

ক‌রোনা রোগী‌দের বাঁচা‌তে ব‌রিশা‌লে অক্সিজেন ব্যাংক চালু ক‌রে‌ছে বাংলা‌দে‌শের সমাজতা‌ন্ত্রিক দল (বাসদ)। সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীরর ফ‌কিরবা‌ড়ি রো‌ডের দলীয় কার্যাল‌য়ে আনুষ্ঠা‌নিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন ক‌রা হয়। এই সময় সংগঠনের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বলেন, ‘ক‌রোনায় অক্সিজেন সংকট থেকে... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/38bh9j7
Share:

শের-ই-বাংলায় করোনা ওয়ার্ডে এএসআইসহ দুইজনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে একজন এএসআইসহ দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, সোমবার বিকেল ৪টায় এএসআই মেজবাহ উদ্দিনকে (৫৪) করোনা ওয়ার্ডে নেওয়া হয়। কিছুক্ষণ পরই তিনি মারা যান। মেজবাহ উদ্দিন বরগুনা জেলা পুলিশে কর্মরত ছিলেন। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। পরিচালক আরও জানান, সকাল... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2CNXN7P
Share:

Sunday, June 28, 2020

মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (২৯ জুন) সকালে এক শোক বার্তায় রাষ্ট্রপতি আরজুমান্দ বানুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে সোমবার সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান লায়লা আরজুমান্দ। তিনি... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2BNxiiq
Share:

ভারতীয় ভূখণ্ডের কতটা ভেতরে ঢুকেছে চীন?

কাশ্মিরের লাদাখ সীমান্তে চীনা বাহিনীর হাতে ২০ ভারতীয় সেনা নিহতের পর নতুন করে একটা প্রশ্ন সামনে আসছে। প্রশ্ন উঠছে, ভারতীয় ভূখণ্ডের ঠিক কতটা ভেতরে ঢুকেছে চীন? এ প্রশ্নের সঠিক কোনও উত্তর না মিললেও উপগ্রহ চিত্রে ফুটে উঠেছে সীমান্তের প্রকৃত পরিস্থিতি। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, এখন পর্যন্ত যে উপগ্রহ চিত্র হাতে এসেছে তার দিকে তাকালেই চীনা আগ্রাসন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। প্রকৃত... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/3g8t9o2
Share:

দিনটি রিয়ালের করে ছাড়লেন বেনজিমা

আগের ম্যাচে বার্সেলোনা ড্র করায় শীর্ষে উঠে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। এস্পানিওলকে ১-০ গোলে হারিয়ে সেই কাজটিই তারা করে ফেলেছে আবার। চলে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। প্রতিপক্ষের মাটিতে রিয়াল মাদ্রিদ জয় তুলে নিলেও ম্যাচের প্রথমার্ধের চেহারা ছিল ভিন্ন। বিশেষ করে প্রথম ১০ মিনিট ছিল এস্পানিওলেরই দখলে। এই সময় তাদের খেলা দেখে বুঝা যায়নি তারা তলানির দল। এমনকি একদিন আগেও যে কোচ... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2Baaqdd
Share:

জামালপুরে ৫৩ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৭০ হাজার মানুষ

ভারী বর্ষণ ও উজানের ঢলে যমুনা-ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও মেলান্দহ উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। রবিবার (২৮ জুন) রাত ১০টা পর্যন্ত চার উপজেলার ১৩ ইউনিয়নের ৫৩ গ্রাম প্লাবিত হয়ে ৭০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী এ তথ্য জানিয়েছেন। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2YIljvD
Share:

এনআরবিসির সব পদ থেকে বাদ এমপি পাপুল

এনআরবিসির সব পদ থেকে বাদ এমপি পাপুল

জ্যেষ্ঠ প্রতিবেদক

ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠায় এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের সঙ্গে সব ধরনের সংশ্লিষ্টতা ও সম্পৃক্ততা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সংসদ সদস্য শহিদ ইসলামকে (পাপুল)। প্রবাসীদের উদ্যোগে গঠিত এ ব্যাংকের পরিচালক, ভাইস চেয়ারম্যানের পাশাপাশি এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান পদে আসীন ছিলেন বহুল আলোচিত মানব ও অবৈধ মুদ্রাপাচারে অভিযুক্ত হওয়া এ সংসদ সদস্য।

শনিবার (২৮ জুন) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তে তাকে (পাপুল) সব পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

ব্যাংকটির চেয়ারম্যান তমাল পারভেজ এনআরবিসির পর্ষদ সভার এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি দাবি করেছেন, ‘ফৌজদারি অভিযোগ ওঠায় পাপুলকে নিয়ে ব্যাংক (এনআরবিসি) প্রশ্নের মুখে পড়ুক, আমরা সেটি চাই না। তাই পর্ষদের এ সিদ্ধান্ত।

শহিদ ইসলাম (পাপুল) ছিলেন ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাদের একজন। ২০১৭ সালের ডিসেম্বরে ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠার পর পর্ষদে পরিবর্তন আসে। আর এতেই ভাগ্য খুলে যায় শহিদের। ব্যাংকটির বিভিন্ন দায়িত্ব আসে তার কব্জায়।


শাহ আলম/এসএম



from Risingbd Bangla News https://ift.tt/2NFKMzz
Share:

ড্রাগন ফল চাষে সফল পঞ্চগড়ের হিরু বর্মন

ড্রাগন ফল চাষে সফল পঞ্চগড়ের হিরু বর্মন

মো. আবু নাঈম

ড্রাগন ফল চাষ করে লাভবান হয়েছেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কৃষক হিরু বর্মন।

উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহাড়ী গ্রামে গিয়ে দেখা যায়, হিরু বর্মনের ৬৫ শতক জমির ওপর সারি সারি দাঁড়িয়ে থাকা  সিমেন্টের খুঁটি জড়িয়ে বেয়ে উঠেছে প্রায় ১৬০০ ড্রাগন গাছ। বিদেশি এ ফল গাছ থেকে প্রতিদিন ভিড় করছেন অনেকে। দূর-দূরান্ত থেকে আসছেন ব্যবসায়ীরাও। জমি থেকেই ৩০০ টাকা কেজি দরে এ ফল কিনে নিয়ে যাচ্ছেন তারা।

হিরু বর্মন জানান, তিন বছর আগে পরীক্ষামূলকভাবে ড্রাগন চাষ শুরু করেন। প্রথম বছরই সাফল্যের মুখ দেখতে পান তিনি। আর দ্বিতীয় বছরে ৬৫ শতক জমি থেকে ১২ লাখ টাকার ড্রাগন ফল বিক্রি করেন। এ বছরও ফলন ভালো হয়েছে। তবে করোনাভাইরাসের কারণে দাম নিয়ে শঙ্কায় আছেন তিনি।

হিরু বর্মন রাইজিংবিডিকে বলেন, ‘দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় প্রবাস জীবন কাটিয়ে দেশে এসে অলস সময় পার করছিলাম। ইউটিউবে ড্রাগন চাষ সম্পর্কিত ভিডিও দেখে আগ্রহ বাড়ে। পরে খোঁজ নিয়ে জানতে পারি নাটোরে এক নার্সারিতে ড্রাগনের চারা গাছ পাওয়া যায়। সেখান থেকে চারা গাছ এনে এই বাগানটা করেছি।’
 


তিনি বলেন, ‘আমার বাগান দেখে অনুপ্রাণিত হয়ে এখন অনেকেই নতুন করে ছোট বড় বাগান করছে।’

কৃষি অফিস সূত্রে জানা যায়, পঞ্চগড়ের মাটি ড্রাগন চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকেরা এ ফল চাষে ঝুঁকছেন। ইতোমধ্যে জেলায় বেশ কয়েকটি বাগান গড়ে উঠেছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, কৃষি অফিস থেকে হিরু বর্মনকে সবসময় ড্রাগন চাষে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে।

পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন বলেন, ‘কৃষকের আয় বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণে ড্রাগন চাষে উদ্বুদ্ধকরণ, মাঠ পর্যায়ে তদারকি এবং এর চাষ পদ্ধতি সম্পর্কে অবহিত করার ফলে জেলার অনেক কৃষক ড্রাগন চাষ করছেন।’

 

পঞ্চগড়/নাঈম/ইভা



from Risingbd Bangla News https://ift.tt/2Vt6rzd
Share:

মাস্কের করোনাভাইরাস ধ্বংস করবেন যেভাবে

মাস্কের করোনাভাইরাস ধ্বংস করবেন যেভাবে

এস এম গল্প ইকবাল

চলমান মহামারিতে সবচেয়ে প্রচলিত সুরক্ষা উপকরণ হলো ফেস মাস্ক। করোনাভাইরাসের বিস্তার কমাতে মাস্কের ব্যবহার জরুরি।

বিশেষজ্ঞরা মাস্ক ব্যবহারের পক্ষে পরামর্শ দিয়ে যাচ্ছেন। সচেতন মানুষেরাও গুরুত্ব সহকারে এ পরামর্শ মেনে চলছেন। প্রতিদিন নতুন নতুন মাস্ক ব্যবহার করা সম্ভব নয় বলে অনেকে মাস্ককে ভাইরাসমুক্ত করার সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে চাচ্ছেন। এখানে মাস্ককে ভাইরাসমুক্ত করার নিরাপদ ও কার্যকর প্রক্রিয়া সম্পর্কে বলা হলো।

কাপড়ের মাস্ক: পোশাকের মতো ধুয়ে কাপড়ের মাস্ককে ভাইরাসমুক্ত করতে পারবেন। কাপড়ের মাস্কের করোনাভাইরাস ধ্বংস করতে ওয়াশিং মেশিনে দিয়ে দিন, কিন্তু এর সঙ্গে অন্যান্য কাপড় দেবেন না। ওয়াশিং মেশিনের তাপমাত্রা সর্বোচ্চ করুন ও সাধারণ লন্ড্রি ডিটারজেন্ট ব্যবহার করুন। এতেই কাপড়ের মাস্কের করোনাভাইরাস ধ্বংস হবে।

হাতে কাপড়ের মাস্ক ধুতে গেলে আগে ব্লিচ সল্যুশন তৈরি করতে হবে। এক লিটার পানিতে ৪ চা-চামচ ব্লিচ মিশিয়ে সল্যুশন তৈরি করতে পারেন। আধ লিটার পানিতে ২ চা-চামচ ব্লিচ মেশালেই হবে। একাজে গরম পানি নয়, কক্ষ তাপমাত্রার পানি ব্যবহার করুন। এবার এ সল্যুশনে কাপড়ের মাস্ককে ৫ মিনিট ডুবিয়ে রাখুন। তারপর কক্ষ তাপমাত্রার পানিতে ধুয়ে নিন।

সার্জিক্যাল মাস্ক ও এন-৯৫ রেসপিরেটর: এন-৯৫ রেসপিরেটর ও সার্জিক্যাল মাস্ককে ভাইরাসমুক্ত করতে সময়ের ওপর নির্ভর করতে হবে। উভয় মাস্ককে পুনরায় ব্যবহারের আগে ভাইরাসমুক্ত করতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। অনেকে এসব মাস্কের ওপর জীবাণুনাশক তরল ছিটাতে বলেন, কিন্তু এতে ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।

ব্যবহৃত মাস্ককে পুনরায় ব্যবহারের আগে ৭২ ঘণ্টা কোনো নিরাপদ স্থানে ঝুলিয়ে রাখুন অথবা কাগজের ঠোঙায় রেখে দিন। গবেষণায় দেখা গেছে, এসব মাস্কের করোনাভাইরাস সর্বোচ্চ ৭২ ঘণ্টা সক্রিয় থাকে। কাগজের ঠোঙা ছাড়া অন্য ব্যাগ ব্যবহার করবেন না। কাগজ ব্রিদেবল ম্যাটারিয়াল বলে ৭২ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস ধ্বংস হবে এটা নিশ্চিত। কিন্তু প্লাস্টিকের ব্যাগ অথবা অন্য ব্যাগ ব্যবহার করলে এ সময়ের মধ্যে ভাইরাসটি নিষ্ক্রিয় নাও হতে পারে, কারণ মাস্কে তরলের উপস্থিতি থাকলে এসব ব্যাগ ইনকিউবেটর হিসেবে কাজ করতে পারে।

তথ্যসূত্র: কিচেন


ঢাকা/ফিরোজ



from Risingbd Bangla News https://ift.tt/3g8A8xn
Share:

দিব্যা ভারতীর রহস্যময় মৃত্যু আসলে কি ছিলো

দিব্যা ভারতীর রহস্যময় মৃত্যু আসলে কি ছিলো

বিনোদন ডেস্ক

দিব্যা ভারতী ক্ষণিকের তারা হয়ে এসেছিলেন বলিউডের আকাশে। নব্বই দশকে মাত্র তিন বছরের ক্যারিয়ারে কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছিলেন। ‘দিওয়ানা’ সিনেমায় অভিনয় করে সেরা নবাগতা হিসেবে জিতেছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এতো অল্প সময়ে এতো খ্যাতি অনেকের কাছেই ছিলো স্বপ্নের মতো!

কিন্তু মাত্র ১৯ বছর বয়সেই এই অভিনেত্রীর জীবন প্রদীপ নিভে যায়। ১৯৯৩ সালের ৫ এপ্রিল দিব্যা মারা যান। তার মৃত্যু বলিউডে আজও এক রহস্য! এটি কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা?

জানা যায়, দিব্যার মৃত্যুর প্রত্যক্ষদর্শী ছিলেন ডিজাইনার নীতা লুলা ও তার স্বামী ডা. শ্যাম লুলা। ওই দিন দিব্যার বাড়িতে এসেছিলেন তারা। সে সময় দিব্যার স্বামী প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বাড়িতে ছিলেন না। বিষণ্ন দিব্যা সেদিন মদ পান করেছিলেন। লুলা দম্পতির সঙ্গে কথা বলতে বলতে তিনি রান্না ঘরে যান, এরপর হল রুমে ফিরে আসেন। এরপর টিভি চালু করে ব্যালকনির উপরের অংশে বসেন। তিনি প্রায়ই সেখানে বসতেন। কিন্তু সেদিন দুর্ভাগ্যক্রমে পিছলে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।    

কিন্তু দিব্যা ভক্তরা একে দুর্ঘটনা মানতে নারাজ। তাদের মতে এটি পরিকল্পিত হত্যা। এর কিছু কারণও আছে। ২০১১ সালে ‘হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর কিছুক্ষণ আগেই দিব্যা ভারতীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। ‘দিব্যাকে গুলি করে মারা হয়েছে’— হঠাৎ এই খবরে অনেকেই হতবাক হয়ে পড়েন! বলা হয়েছিল, আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র রয়েছে এই ঘটনায়। কিন্তু খবরটি গুজব জানার কয়েক ঘণ্টা পরেই নতুন করে জানা যায় সত্যি সত্যি দিব্যা ভারতী আর এই পৃথিবীতে নেই!

সেই সময় দিব্যার ঘনিষ্ঠ এক বন্ধু ‘স্টারডাস্ট’কে বলেন, ‘মৃত্যুর আগে দিব্যা অনেক বিষণ্ণ ছিল। মৃত্যুর আগের রাতে পার্টি থেকে কিছুটা মদ্যপ অবস্থায় ফেরেন এবং এরপর সাজিদের সঙ্গে তার ঝগড়া হয়। কারণ বাড়িতে তখন সাজিদ ছিলেন না। দিব্যা ফোনে তাকে বলেছিলেন, ‘যদি দশ মিনিটের মধ্যে না ফেরো তাহলে আমাকে আর দেখতে পাবে না।’ কিন্তু সাজিদ স্ত্রীর কথার গুরুত্ব দেননি।’

‘স্টারডাস্ট’র এক প্রতিবেদনে বলা হয়, বিয়ে নিয়ে দিব্যা ও সাজিদের মধ্যে সমস্যা চলছিল। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সাজিদের মেলামেশা দিব্যা পছন্দ করেননি। আবার অনেকে বলেন, বিয়ের বিষয়টি আর গোপন করতে চাইছিলেন না এই অভিনেত্রী। অথচ শাকিব খানের মতো সাজিদ চাইছিলেন না বিয়ের খবর এখনই সবাই জানুক। আবার এ-ও শোনা যায়, প্রযোজক ভিকি ও নায়ক কমল সাদানার সঙ্গে দিব্যার ঘনিষ্ঠতা মেনে নিতে পারছিলেন না সাজিদ।

যদিও এক সাক্ষাৎকারে দিব্যার বাবা ওম প্রকাশ ভারতী জানিয়েছিলেন, ‘আমি জানি না আধ ঘণ্টায় মানুষ কতটা মদ খেতে পারে? তবে বিষণ্ন হওয়ার মতো মেয়ে দিব্যা ছিলো না। সে ব্যালকনির রেলিংয়ে বসেছিল, ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। অন্যদিন নিচে গাড়ি থাকত কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন ছিলো না। সে সরাসরি মাটিতে গিয়ে পড়ে এবং মারা যায়। এই সত্য আমাদের মেনে নিতে হবে।’

কিন্তু এর জল গড়ায় বহুদূর। বিশেষ করে সাজিদের কিছু মন্তব্য, দিব্যাকে বিয়ের কথা অস্বীকার ভক্তদের মনে সন্দেহ বাড়িয়ে দেয়। এমনকি দিব্যার শেষকৃত্য মুসলিম নাকি হিন্দু রীতিতে হবে এ নিয়েও অনেক জল ঘোলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত হিন্দু রীতিতেই শেষকৃত্য সম্পন্ন হয়। এরপর অনেকদিন দিব্যার মৃত্যুর তদন্ত হয়। ১৯৯৮ সালে মুম্বাই পুলিশ হঠাৎ করেই দিব্যার মৃত্যু ‘দুর্ঘটনাজনিত’ বলে ফাইলটি বন্ধ করে দেয়।


ঢাকা/মারুফ/তারা



from Risingbd Bangla News https://ift.tt/3dIYexc
Share:

দেবের সঙ্গে জন্মদিন কাটালেন রুক্মিনি

দেবের সঙ্গে জন্মদিন কাটালেন রুক্মিনি

বিনোদন ডেস্ক

টেবিলের ওপরে রাখা তিনটি কেক। তার পাশে দাঁড়িয়ে আছেন টলিউড অভিনেতা দেব, রুক্মিনি মৈত্র ও তার মা। তিনজনের চোখে-মুখে স্মিত হাসির ঢেউ খেলে যাচ্ছে।

রুক্মিনি মৈত্র তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কটি স্থিরচিত্র পোস্ট করেছেন। তার একটিতে এমন দৃশ্য দেখা যায়। গতকাল (২৭ জুন) ছিল রুক্মিনির জন্মদিন। মা ও প্রেমিক দেবকে নিয়ে ছোট পরিসরে বিশেষ দিনটি উদযাপন করেন এই অভিনেত্রী।

রুক্মিনি ছবির ক্যাপশনে লিখেছেন—আমার প্রিয় মানুষদের প্রতি চিরকৃতজ্ঞ। সবসময় মাকে আমার কাছে ধরে রাখি। আমার জন্মদিন আমাদের জন্য উদযাপন করি, কখনো শুধু আমার জন্য না।

শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর রুক্মিনি মৈত্রর প্রেমে মজেন দেব। মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রুক্মিনি। বড় পর্দায় অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে দেবের হাত ধরেই বড় পর্দায় পা রাখেন রুক্মিনি।

২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে রুক্মিনির। এরপর ‘ককপিট’ ও ‘কবীর’ সিনেমায় অভিনয় করেন তিনি। এই তিনটি সিনেমাতেই দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

 

ঢাকা/শান্ত



from Risingbd Bangla News https://ift.tt/3ie6Z5A
Share:

সন্তানদের নিয়ে অবস্থান কর্মসূচিতে পাটকল শ্রমিকরা

মিল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সোমবার (২৯ জুন) সকাল ৯টা থেকে খুলনা ও যশোরের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলের গেটে সন্তানদের নিয়ে শ্রমিক-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। প্লাটিনাম জুট মিলের শ্রমিক নেতা খলিলুর রহমান বলেন, শ্রমিকরা সকাল ৯টা থেকে মিল গেটে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন। বেলা ১১টায় এ কর্মসূচি শেষ হবে। আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) দুপুর... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/3eJadw3
Share:

টিভিতে আজ

টিভিতে আজ ২৯ জুন, ২০২০ টিভিতে আজ সময় দেখাবে প্রিমিয়ার লিগ, ক্রিস্টাল প্যালেস-বার্নলি সরাসরি রাত ১টা স্টার স্পোর্টস সিলেক্ট-১ লা লিগা, গেতাফে-রিয়াল সোসিয়েদাদ সরাসরি রাত ২টা ফেসবুক লাইভ ভারত-শ্রীলঙ্কা, টি-টোয়েন্টি হাইলাইটস রাত ৮টা স্টার স্পোর্টস-১ বুন্দেসলিগা হাইলাইটস বিকাল ৪টা ৩০ মিনিট স্টার স্পোর্টস... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2NFLD34
Share:

মোদির নেতৃত্বেই যুদ্ধ জয় করবে ভারত: অমিত শাহ

মার্চ মাস থেকেই কঠিন লড়াইয়ের মুখে ভারত। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে ঘরবন্দি মানুষ। অন্যদিকে এ করোনার মধ্যেই সীমান্তে চীনা বাহিনীর হাতে নিহত হয় অন্তত ২০ ভারতীয় সেনা। উপগ্রহ চিত্রে ভারতীয় ভূখণ্ডে চীনা সামরিক উপস্থিতিরও প্রমাণ মিলেছে। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশবাসীকে ‘যুদ্ধজয়ের’ আশ্বাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদসংস্থা এএনআই-এর কাছে... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/31r41Vq
Share:

উপসর্গ দেখেই চিকিৎসার পথে সরকার

করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়া মাত্রই নমুনা সংগ্রহ করে পরীক্ষার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুরুত্বারোপ করলেও বাংলাদেশ পুরোপুরি সে দিকে যেতে পারছে না। শুরুতে দেশের একটিমাত্র প্রতিষ্ঠানে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হলেও এখন ৬৬টি পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে। তবে এটি বর্তমান পরিস্থিতিতে পর্যাপ্ত নয়। মানুষ পরীক্ষা করাতে পারছে না, নমুনা দিতে পারলেও রিপোর্ট পাচ্ছে এক সপ্তাহ বা ১০ দিন পর।... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2ZhnLbv
Share:

সেমিফাইনালে চেলসিকে পেল ম্যানইউ, আর্সেনালকে ম্যানসিটি

সেমিফাইনালে চেলসিকে পেল ম্যানইউ, আর্সেনালকে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

এফএ কাপের কোয়ার্টার ফাইনাল শেষ হয়েছে রোববার (২৮ জুন) রাতে। সেরা চারটি দল— ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার সিটি জায়গা করে নিয়েছে শেষ চারে। এফএ কাপের ইতিমধ্যে সবচেয়ে সফল এ দল চারটি।

রোববার এফএ কাপের সেমিফাইনালের ড্রও অনুষ্ঠিত হয়েছে। সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে চেলসিকে। আর ১৩ বারের চ্যাম্পিয়ন আর্সেনাল পেয়েছে ম্যানচেস্টার সিটিকে।

গতকাল নরউইচ সিটিকে হারিয়ে শেষ চারের টিকিট পেয়েছে ১২বারের চ্যাম্পিয়ন ম্যানইউ। অন্যদিকে লেস্টার সিটিকে হারিয়ে সেমিফাইনালে এসেছে আটবারের চ্যাম্পিয়ন চেলসি। দল দুটি ২০১৮ সালে এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। সেবার জিতেছিল চেলসি।

তৃতীয় কোয়ার্টার ফাইনালে শেফিল্ড ইউনাইটেডকে দানি সেবালোসের অন্তিম মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে আর্সেনাল। আর ড্র চলাকালিন ম্যানসিটি ২-০ গোলে হারিয়েছে নিউক্যাসেল ইউনাইটেডকে। স্কাই ব্লুজদের হয়ে গোল দুটি করেছেন কেভিন ডি ব্রুইন ও রাহিম স্টার্লিং।

সেমিফাইনালের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে বিখ্যাত ওয়েম্বেলি স্টেডিয়ামকে। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ জুলাই। ১৯ জুলাই হবে দ্বিতীয় সেমিফাইনাল। ফাইনাল হবে ১ আগস্ট।

 

ঢাকা/আমিনুল



from Risingbd Bangla News https://ift.tt/2VqanRc
Share:

সুনামগঞ্জের ৬১ ইউনিয়ন বন্যা কবলিত, পানি কমলেও সার্বিক পরিস্থিতির অবনতি

নদীর পানি কমলেও সুনামগঞ্জের সার্বিক ব্যাপক অবনতি হয়েছে। উজানের ঢল ও বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। শহরে বেশিরভাগ সড়ক ৫-১০ ফুট পানির নিচে ডুবে আছে। নিচু এলাকার লোকজন ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সড়ক ডুবে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুর, বিশ্বম্ভরপুর দোয়াবাজার, জামালগঞ্জ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আবাসিক এলাকার সড়ক ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/3gbZKJT
Share:

করোনায় মারা গেলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু (৭১)। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ জুন) সকাল পৌনে ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে ১৩ জুন মন্ত্রী ও তার স্ত্রী... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2ZcFnoY
Share:

Popular Posts

Recent Posts

Unordered List

Text Widget

Pages

Blog Archive

3i Template IT Solutions. Powered by Blogger.

Text Widget

Copyright © ভান্ডার 24 | Powered by 3i Template IT Solutions