
বন্দর উপজেলা আ’লীগের সভাপতি হলেন রশিদ
নিজস্ব প্রতিবেদকনারায়ণগঞ্জে দীর্ঘ ১৫ বছর পর বন্দর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ ও সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন তাদের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল।
মঙ্গলবার বিকেলে বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘ ১৫ বছর পর বন্দর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের কাছে সভাপতি পদের জন্য একমাত্র প্রার্থী এম এ রশিদের নাম প্রস্তাব করা হয়। কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এম এ রশিদ নির্বাচিত হন।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি কাজিম উদ্দিন ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ সালামের নাম প্রস্তাব করা হলেও পরে সমঝোতার মধ্যে সাধারণ সম্পাদক নির্বাচিত হন কাজিম উদ্দিন।
নারায়ণগঞ্জ/রাকিব/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2KWGrXK
0 comments:
Post a Comment