
চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
দুর্ঘটনার পর পুলিশ ফায়ার সার্ভিস, রেলওয়ে নিরাপত্তা বিভাগ এবং স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেয়। উদ্ধার অভিযানে তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম।
ঢাকা/রুবেল/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/34PdNPN
0 comments:
Post a Comment