রয়্যাল পুলিশ বারবার সরে যেতে বলছিলেন প্রবাসী বাঙালিদের। অনড় বাঙালিরা তবুও সরেন না! বেশ কয়েকটি বড় বড় জটলা মিলে শ-তিনেক মানুষতো হবেই। তাদের দাঁড়িয়ে থাকার একটাই কারণ, পাশেই আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে লাল সবুজের দল লড়ছিল স্বাগতিক ওমানের বিপক্ষে। টিকিট পাননি তাই উঁকিঝুঁকি দিয়ে দেখতেতো বারণ নেই।
from RisingBD - Home https://www.risingbd.com/কষ্টার্জিত-জয়ে-সুপার-টুয়েলভের-আশা-বাঁচিয়ে-রাখল-বাংলাদেশ/430200
0 comments:
Post a Comment