
আগুয়েরো-ব্রুইন জেতালেন ম্যানসিটিকে
ক্রীড়া ডেস্কম্যানচেস্টার সিটির বছরের শেষ ম্যাচ। প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেড। পয়েন্ট টেবিলে যাদের অবস্থান অষ্টম স্থানে। ম্যানচেস্টার সিটিকে রোববার রাতে তারা ভালোই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। অবশ্য সেই চ্যালেঞ্জ উতরে গেছে ম্যানসিটি। সার্জিও আগুয়েরো ও কেভিন ডি ব্রুইনের গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছে স্কাই ব্লুজরা।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলা হলেও প্রথমার্ধে শেফিল্ডের জালের নাগাল পায়নি সিটি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় তারা। ৫২ মিনিটের মাথায় ডি বক্সের সামনে বল পেয়ে যান ডি ব্রুইন। সেখান থেকে বক্সের ভেতরে ডানদিকে বল বাড়িয়ে দেন আগুয়েরোকে। বল পেয়েই জোরালো শট নেন আর্জেন্টাইন এই ফুটবলার। বল ডান কোণা দিয়ে জালে প্রবেশ করে।
অবশ্য এই গোল নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। শেফিল্ডের দাবি ছিল বলটি রেফারির গায়ে লেগে এসেছে। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা দেওয়া হয়। সেখানে টিকে যায় গোলটি।
৮২ মিনিটে ডি ব্রুইন গোল করে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করেন। এ সময় রিয়াদ মাহরেজের কাছ থেকে ডি বক্সের লাইনের উপর বল পেয়ে যান ব্রুইন। তখন তার সামনে ছিল শেফিল্ডের দুইজন রক্ষণভাগের খেলোয়াড়। তাদের বোকা বানিয়ে ডান পায়ে শট নেন। তার নেওয়া শটের ফ্লাইট বুঝতে পারেননি শেফিল্ডর গোলরক্ষক ডিন হেন্ডারসন। বল তার গন্তব্য খুঁজে নেয়। হেন্ডারসনের তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।
ম্যাচ শেষে পেপ গার্দিওলা প্রশংসা করেছেন শেফিল্ড ইউনাইটেডের, ‘আজ আমি বুঝতে পেরেছি কেন শেফিল্ড পয়েন্ট টেবিলের এই অবস্থানে রয়েছে।’
এই জয়ের ফলে ২০ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে বছর শেষ করল ম্যানসিটি। ২০ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে শেফিল্ড রয়েছে অষ্টম স্থানে।
ঢাকা/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/2SDFQiq
0 comments:
Post a Comment