
মুজিববর্ষে প্রথম আয়োজন বঙ্গবন্ধু গোল্ডকাপ
ক্রীড়া প্রতিবেদকমুজিববর্ষে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের পরবর্তী আসর। একাধিক ভেন্যু নয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে প্রতিযোগীতার সবগুলো ম্যাচ।
গত নভেম্বরে টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ছিল। মূলত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যেই এ টুর্নামেন্ট পিছিয়েছে। আগামী ১৫ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ আসরের খেলা। ১০ জানুয়ারি শুরু হবে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অফিসিয়াল কাউন্টডাউন। এর পাঁচদিন পরই শুরু হবে জাতির পিতার নামের এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট।
এর আগে ২০১৮ সালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সবগুলো খেলা হয়েছিল সিলেট-কক্সবাজার ও ঢাকায়।
টুর্নামেন্টের এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ সহ ৬টি দেশ খেলবে। ৪ জানুয়ারি হবে ড্র অনুষ্ঠান। সেদিনই আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম ঘোষণা করা হবে। তবে সব দলই চুড়ান্ত। জানা গেছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, লাওস, মঙ্গোলিয়া, কম্বোডিয়া ও কিরগিজস্তান প্রতিযোগীতায় অংশ নেবে।
বাফুফে জানিয়েছে, ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, আন্তর্জাতিক এ টুর্নামেন্টের স্বত্ব গতবারের মতোই এবার পেয়েছে কে-স্পোর্টস।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/366u9ok
0 comments:
Post a Comment