
মায়ের সিনেমা দেখে কেঁদেছে নাইশা
বিনোদন ডেস্কবলিউডের তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল। তাদের বড় সন্তান নাইশা কাজলের সিনেমা দেখে প্রেক্ষাগৃহে কান্নায় ভেঙে পড়েছিল। অভিনেত্রী কারিনা কাপুর খানের একটি রেডিও শোয়ে হাজির হয়ে এমনটাই জানিয়েছেন কাজল।
এ প্রসঙ্গে কাজল বলেন, ‘‘আমার অভিনীত ‘উই আর ফ্যামিলি’ সিনেমাটি নাইশাকে নিয়ে প্রেক্ষাগৃহে দেখতে গিয়েছিলাম। সিনেমা দেখতে দেখতে আচমকা কাঁদতে শুরু করে নাইশা। এ সিনেমায় তিন সন্তান রেখে ক্যানসারে আক্রান্ত হয়ে আমি মারা যাই। পর্দায় আমার মৃত্যু সহ্য করতে পারেনি নাইশা। যার কারণে প্রেক্ষাগৃহে কাঁদতে শুরু করে।’’
‘উই আর ফ্যামিলি’ সিনেমাটি ২০১০ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পায়। সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেন—কারিনা কাপুর খান, অর্জুন রামপাল প্রমুখ।
১৯৯২ সালে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী কাজলের। তখন তার বয়স মাত্র সতেরো। ১৯৯৯ সালে কাজল যখন অভিনয় ক্যারিয়ারের শীর্ষে তখন অজয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০৩ সালের ২০ এপ্রিল ঘর আলো করে আসে কন্যা নাইশা। ২০১০ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম নেয় পুত্র যুগ।
ঢাকা/শান্ত
from Risingbd Bangla News https://ift.tt/37midiv
0 comments:
Post a Comment