
চট্টগ্রামে নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদকচট্টগ্রাম মহানগরী ও জেলায় আরো ১৮ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে।
ফৌজদারহাটের বিশেষায়িত বিআইটিআইডি হাসপাতালে ১৯৮টি নমুনা পরীক্ষায় এই চট্টগ্রামের ১৮ জন শনাক্ত হয়।
বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিআইটিআইডিতে ২৪ ঘণ্টায় ১৯৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে জেলা ও নগরে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১৮ জন।
যেসব এলাকায় করোনা শনাক্ত হয়েছে এর মধ্যে রয়েছে— আকবরশাহ ১, হালিশহর ১, লোহাগাড়া ৩, সাতকানিয়া ১, হালিশহর ১ সাগরিকা ১ (মৃত), দক্ষিণ নালাপাড়া ১, এনায়েত বাজার ২, ঈদগাহ ২, রাহাত্তারপুল-১, পাচলাইশ ১, শুলকবহর ১, কোতোয়ালি ১, কর্নেলহাট ১ জন।
চট্টগ্রাম/রেজাউল/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2WeemB7
0 comments:
Post a Comment