
ময়মনসিংহে নতুন আরো ২৭ জনের করোনা শনাক্ত
ময়মনসিংহ প্রতিনিধিময়মনসিংহ বিভাগে নতুন করে আরো ২৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৩ শিফটে ২৮২ নমুনা পরীক্ষায় ৮ জন এবং ঢাকায় ১৯১ জনের নমুনা টেস্টের জন্য পাঠানো হলে সেখানে আরো ১৯ জন মোট ২৭ জনের করোনা পজিটিভ হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় ২, জামালপুর জেলা সদরে ১০, ইসলামপুরে ১০, মাদারগঞ্জে ২, শেরপুরে ২ এবং নেত্রকোনার দূর্গাপুরে ১ জন।
তিনি আরো জানান, এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৪০৩ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ১৯৬ জন, জামালপুর জেলায় ১০১ জন, নেত্রকোনা জেলায় ৭০ এবং শেরপুর জেলায় ৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
মিলন/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/3doAGxN
0 comments:
Post a Comment