
ইরানে ভূমিকম্পে একজনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্কইরানের উত্তরাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছ। এতে একজনের মৃত্যু ও বেশ কয়েকজনের আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
শুক্রবার (০৮ মে) রাত সোয়া ২টার পর ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো রাজধানী তেহরান থেকে উত্তরপূর্বে দামাভন্দে, ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা ছিলো ১০ কিলোমিটার।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানশু জাহানপুর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পালাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।
এক বসিন্দা একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভূমিকম্পটি ছিলো ‘বেশ শক্তিশালী’। এরপর বেশ কয়েকটি পরাঘাতও অনুভূত হয়। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে লোকজন ঘর ছেড়ে সড়কে নেমে আসেন।
জেডআর
from Risingbd Bangla News https://ift.tt/3drNa7K
0 comments:
Post a Comment