
গোপালগঞ্জে এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
গোপালগঞ্জ প্রতিনিধিগোপালগঞ্জে নতুন করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলা করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে। এর মধ্যে ৪১ জন সুস্থ হয়ে ছাড়া পয়েছেন। অবশিষ্ট ৪ জনের মধ্যে একজন সদরে, দুইজন টুঙ্গিপাড়ায় ও একজন ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার সকালে (৮ মে) গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই স্বাস্থ্যকর্মীর গত কয়েকদিন থেকে করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি দেখা দেয়। পরে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর—এ পাঠানো হলে সেখানে থেকে ওই স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ রিপোর্ট আসে।
তিনি আরো জানান, ওই স্বাস্থ্য কর্মীর বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করার পাশাপশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হবে।
প্রসঙ্গত, এর আগে জেলায় ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মুকসুদপুর থানার ১৮ জন পুলিশ সদস্য ও একজন ডাক্তার, কাশিয়ানী উপজেলায় ৫ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৮ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১০ জন ও কোটালীপাড়া উপজেলায় এক নার্সসহ ২ জন রয়েছে।
বাদল/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2L6rJNs
0 comments:
Post a Comment