
কোরিওগ্রাফার সরোজ খান হাসপাতালে
বিনোদন ডেস্কবলিউডের বর্ষীয়ান কোরিওগ্রাফার সরোজ খান। শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার পরিবারের একজন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ৭১ বছর বয়সি এই কোরিওগ্রাফারকে শনিবার (২০ জুন) মুম্বাইয়ের বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বাধ্যমূলক কোভিড-১৯ টেস্ট করানো হয়। তবে এর ফল নেগেটিভ এসেছে।
সরোজ খানের বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে সূত্রটি বলেন, ‘তিনি এখন সুস্থ আছেন এবং সেরে উঠছেন। তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং এজন্য হাসপাতালে ভর্তি করতে হয়। তবে তার কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে। এছাড়া করোনার কোনো লক্ষণও নেই। তাকে দুই একদিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হতে পারে।’
চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে ২ হাজারের বেশি গানের কোরিওগ্রাফি করেছেন সরোজ খান। কাজের স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্রসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। তার কোরিওগ্রাফি করা গানগুলোর মধ্যে রয়েছে— ‘দেবদাস’ সিনেমার ‘দোলা রে দোলা’, ‘তেজাব’ সিনেমার ‘এক দো তিন’ প্রভৃতি। গত বছর ‘কলঙ্ক’ সিনেমার ‘তবাহ হোগায়ে’ গানে শেষ কোরিওগ্রাফি করেছেন তিনি।
ঢাকা/মারুফ
from Risingbd Bangla News https://ift.tt/2Z0FlR6
0 comments:
Post a Comment