
বেগমগঞ্জে করোনা আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধিনোয়াখালীর বেগমগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হলো। আর জেলায় মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২জনে।
বুধবার (৩ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার দাস।
তিনি জানান, বুধবার নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মৃত্যু হয় ব্যবসায়ী মাহমুদুল হাসানের। এর আগে গত ২৯ মে তার করোনা শনাক্ত হয়েছিল।
অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চৌমুহনী পৌরসভার কলেজ রোডের বাসিন্দা বিপ্লব রায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তার স্ত্রীও করোনায় আক্রান্ত। বর্তমানে তিনি নিজ ঘরে আইসোলেশনে রয়েছেন।
সুজন/এসএম
from Risingbd Bangla News https://ift.tt/301f6vU
0 comments:
Post a Comment