
আর্সেনালের জয়, ম্যানসিটির হার
ক্রীড়া ডেস্কইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে জয় পেয়েছে আর্সেনাল। তারা ২-০ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। অন্যদিকে চেলসির কাছে ২-১ গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। এর মধ্য দিয়ে শিরোপা জয়ের দৌড় থেকেও ছিটকে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা। আর ৩০ বছর পর শিরোপা জয় নিশ্চিত হয়েছে লিভারপুলের।
সাউদাম্পটনের মাঠে ম্যাচের ২০ মিনিটে এডওয়ার্ড এনকেটিয়াহ’র গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্রথমার্ধে এই একটি গোলই হয়। ৮৫ মিনিটে দশজনের দলে পরিণত হয় সাউদাম্পটন। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জ্যাক স্টেফানস। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের অন্তিম মুহূর্তে আর্সেনালের জোসেফ উইলোক গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই জয়ে ৩১ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে অবস্থান নিয়েছে গার্নার্সরা।
এদিকে চেলসির বিপক্ষে দশজন নিয়ে পেরে ওঠেনি ম্যানসিটি। ম্যাচের ৭৭ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে হ্যান্ডবল করেন ফার্নানদিনহো। তাকে সরাসারি লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি পায় চেলসি। পেনাল্টি থেকে উইলিয়ান গোল করে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
তার আগে ৩৬ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিক গোল করে এগিয়ে নেন চেলসিকে। আর ৫৫ মিনিটে ম্যানসিটির কেভিন ডি ব্রুইন গোল করে সমতা ফেরান।
এই জয়ে ৩১ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে ব্লুজরা। সমান ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি।
ঢাকা/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/2YA4PFV
0 comments:
Post a Comment