
হাততালিতে গরম হয় কুয়োর পানি
শাহিদুল ইসলামবিচিত্র এই পৃথিবীতে হাজারো বিচিত্র জিনিসে ভরপুর। এর কোনোটা আপনাকে বিস্মিত করবে, কোনোটা আতঙ্কিত করবে। আবার কোনোটা ভাবনার খোরাক জোগাবে। এসব বিচিত্র জিনিসের কোনোটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কোনোটা ব্যাখ্যাতীত। লেখার শিরোনামে যে কুয়োর কথা বলা হয়েছে, সেটিও বৈজ্ঞানিক ব্যাখ্যাতীত একটি বিষয়।
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের শিল্প শহর বাকুরার নিকটবর্তী একটি মন্দির সংলগ্ন কুয়ো রয়েছে, যার পানি হাততালি দিলে গরম হতে শুরু করে। ধীরে ধীরে এই গরম পানি ফুটতে শুরু করে।
শুধু তাই নয়, এই কুয়ো সারা বছর পানি ভর্তি থাকে। তবে এই পানি মাঝে মধ্যে অদৃশ্য হয়ে যায়, আবার আপনা আপনি ভরে যায়। কুয়োটির বিস্ময়কর একটি বৈশিষ্ট্য হলো—শীতকালে এর পানি গীজারে গরম করা পানির মতো গরম থাকে। আবার গরমকালে বরফ শীতল ঠান্ডা থাকে।
এই অলৌকিক বৈশিষ্ট্যের জন্য এই কুয়োর খ্যাতি ঝাড়খণ্ডের বাইরেও ছড়িয়ে পড়েছে। দূর-দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী আসে। মন্দির সংলগ্ন হওয়ায় প্রচুর পুণ্যার্থীও আসে। স্থানীয় বাসিন্দাদের ধারনা, এটি ঈশ্বর প্রদত্ত অলৌকিক ঘটনা।
তবে পানি গবেষকরা এই ব্যাখ্যা মানতে নারাজ। তারা এই কুয়োর পানি ও তলদেশ পরীক্ষা করতে চান। কিন্তু ধর্মীয়ভাবে সংবেদনশীল হওয়ায় রাজ্য সরকার অনুমতি দেয়নি।
ঢাকা/শান্ত
from Risingbd Bangla News https://ift.tt/3fM0N2K
0 comments:
Post a Comment