
সিলেটে কফিন মিছিল করে প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদককরোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ থাকলে রোগী নিচ্ছে না সিলেটের বেসরকারি হাসপাতাল। এ কারণে হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরেও চিকিৎসা পাচ্ছেন না সাধারণ রোগী। গত এক সপ্তাহে চিকিৎসা না পেয়ে অন্তত চারজন মারা গেছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। এ নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।
এর প্রতিবাদে নগরে কফিন মিছিল করেছে একদল সংক্ষুব্ধ নাগরিক। যারা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। শনিবার (০৬ জুন) বিকেলে নগরের দরগাহ এলাকা থেকে মিছিল বের করা হয়; যা বিভিন্ন সড়ক ঘুরে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন ‘পাবলিক ভয়েস’এর চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী। বক্তব্যে তিনি সিলেটবাসীকে বেসরকারি হাসপাতালে নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মিছিলে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
সিলেট/নোমান/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/2XCxBVR
0 comments:
Post a Comment