
চট্টগ্রামে ১৫৬ জন করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামচট্টগ্রাম মহানগরী ও জেলায় শনিবার (৬ জুন) নতুন করে ১৫৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
চট্টগ্রামের ৪টি পিসিআর ল্যাবে ৫২৩টি নমুন পরীক্ষায় এই নতুন রোগী শনাক্ত হয়। সব মিলিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৫ জনে।
রাত ১২টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম ও কক্সবাজারের চারটি ল্যাবে ৫২৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১৫৬ জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে।
নগরীর বিআইটিআইডি ল্যাবে ২৩৬টি নমুনা পরীক্ষা হয়েছে; এর মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে ৫২ জনের। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১১৮টি নমুনা পরীক্ষায় ৩৭ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।
চট্টগ্রাম ভেটেরেনারি বিশ্ববিদ্যালয় সিভাসু ল্যাবে ১৫৬টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৬৫ জন। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষায় দুজন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে।
চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে ৯৫ জন মারা গেছে।
রেজাউল/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/3cCH2Zt
0 comments:
Post a Comment