
বার্নলিকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার সিটি
ক্রীড়া ডেস্কচলতি মৌসুমে লিভারপুলের অতিমানবীয় পারফরম্যান্সে শিরোপা দৌড় থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার সিটি। তবে তাতে আকাশি-নীল জার্সিদের জয়ের ক্ষুধা কমেনি একটুকুও। ইতিহাদ স্টেডিয়ামে সোমবার রাতে বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে জয় তুলে নিয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। দলটির পক্ষে গোল করেন ফিল ফোডেন, রিয়াদ মাহরেজ এবং ডেভিড সিলভা।
এই জয়ে ৩০ ম্যাচ শেষে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আছে সিটি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এখনও কুড়ি পয়েন্ট দূরে ম্যানসিটি। এদিকে ৩৯ পয়েন্ট নিয়ে আসরে ১১তম অবস্থানে আছে বার্নলি।
ঘরের মাঠে আধিপত্য বজায় রেখে খেলে গেছে ম্যানসিটি। ম্যাচে আকাশি-নীলদের হয়ে গোল উৎসবের সূচনা করেন ইংলিশ ফুটবলার ফিল ফোডেন। ২২ মিনিটের মাথায় বার্নার্ডো সিলভার পাস থেকে বল পেয়ে ২০ গজ দূর থেকে জোরালো শটে দলকে এগিয়ে দেন কুড়ি বছর বয়সী এই মিডফিল্ডার। আর্সেনালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে গোল করেছিলেন ফোডেন।
বিরতির ২ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন মাহরেজ। ঠিক পাঁচ মিনিট পরে প্রথমার্ধের ইনজুরি টাইমে আরেক গোল করে বসেন আলজেরিয়ান এই ফুটবলার। সার্জিও অ্যাগুয়েরোকে ফাউল করলে পেনাল্টি পায় ম্যানসিটি। আর সেখান থেকে সফল স্পট কিকে ব্যবধান ৩-০ করেন মাহরেজ। আসরে এই নিয়ে এই আলজেরিয়ানের গোল হলো ৯টি।
দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে ষষ্ঠ মিনিটের মাথায় স্কোরলাইন ৪-০ করে ম্যানসিটি। পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভা ম্যাচে নিজের দ্বিতীয় অ্যাসিস্টে গোল করান ডেভিড সিলভাকে দিয়ে। আর ৬৩ মিনিটে দারুণ এক আক্রমণে নিজের দ্বিতীয় গোলটি করেন ফোডেন। ম্যাচে বার্নলি পরবর্তীতে কোনো হুমকি সৃষ্টি করতে না পারায় শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।
ঢাকা/কামরুল
from Risingbd Bangla News https://ift.tt/2NjPSB9
0 comments:
Post a Comment