
অ্যাপলের তৈরি আইফোনের অপারেটিং সিস্টেমের সঙ্গে এতদিন প্রতিদ্বন্দ্বিতা ছিল টেক জায়ান্ট গুগলের অ্যান্ড্রয়েড সিস্টেমের। এবার সরাসরি ফোন বাজার দখলেরই পরিকল্পনা করেছে গুগল। আইফোনের বাজার দখলে শিগগিরই একদম নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন আনছে গুগল।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোর দাবি এ বছরের মধ্যেই নিজস্ব গুগল ফোন বাজারে আসছে।
বর্তমানে অবশ্য নেক্সাস নামে ফোন তৈরি করছে গুগল। তবে নতুন ফোনের নকশা, উৎপাদন ও সফটওয়্যারে গুগলের অধিক নিয়ন্ত্রণ থাকবে। অ্যাপলের আইফোনের মতোই হাই-এন্ড বা উচ্চ দামের ফ্ল্যাগশিপ ফোন তৈরি করারই পরিকল্পনা গুগলের।
তবে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বিষয়টি স্বীকার করছেন না। এর আগে তিনি এক সম্মেলনে গুগলের নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোনের সম্ভাবনা নাকচ করে নেক্সাস ফোন নির্মাতাদের সঙ্গে সম্পর্ক জোরদার করার কথা বলেছিলেন।
0 comments:
Post a Comment