
কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এ প্রথমবারের মতো আপডেট এনেছে নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
নতুন এ সংস্করণে নতুন সুবিধা যোগ করার চেয়ে বিদ্যমান সুবিধাগুলো আরও উন্নত করা হয়েছে।
গত ২ আগষ্ট এ আপডেট প্রকাশ করে ব্যবহারকারীদের জন্য।
এর নাম দেওয়া হয়েছে প্রথম বার্ষিকী হালনাগাদ।
নতুন সুবিধা:
নতুন এ আপডেটে উইন্ডোজ ইংক সফটওয়্যারটি ঢেলে সাজিয়েছে মাইক্রোসফট।
স্টার্ট মেনু, নোটিফিকেশন প্যানেল, নিরাপত্তাব্যবস্থা, টাস্ক বার এবং ডার্ক থিম-এ পরিবর্তন আনা হয়েছে।
কম্পিউটার লক করা থাকলেও কাজ করবে ডিজিটাল সহকারী করটানা। এখন থেকে ওয়েবসাইট দেখার সফটওয়্যার মাইক্রোসফট এজ ব্রাউজারে লাস্টপাস, এভারনোট, অ্যাড-ব্লকের মতো এক্সটেনশন সমর্থন করবে।
সূত্র: উইন্ডোজ ব্লগ
0 comments:
Post a Comment