
কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাসের জন্মদিন আজ
নিউজ ডেস্কআজ ২৭ ডিসেম্বর, কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাসের জন্মদিন। গোপালগঞ্জের কোটালীপাড়া থানার জহরের কান্দি গ্রামে এদিন জন্মগ্রহণ করেন তিনি।
বাবা বঙ্কিম চন্দ্র বিশ্বাস, মা মালতী দেবী। শিক্ষক বাবা-মায়ের অপত্য স্নেহে কাটে তার বর্ণিল শৈশব ও কৈশোর।
নটরডেম কলেজ থেকে ইন্টার মিডিয়েটের পাঠ চুকিয়ে পা রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ইংরেজি সাহিত্যে অনার্স- মাস্টার্স। পরে বিশ্বব্যাংকের অর্থায়নে আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনায় পুনরায় মাস্টার্স করেন লন্ডনে।
বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত এই প্রাণোচ্ছল মানুষটি কলেজে থাকতেই লেখালেখি শুরু করেন। জাতীয় বিভিন্ন দৈনিক ও সাময়িকীতে শিশু-কিশোরদের জন্য লিখেছেন ছড়া, গল্প, অ্যাডভেঞ্চার উপন্যাস, ভুতুড়ে ও গোয়েন্দা কাহিনী। সমসাময়িক বিষয় নিয়ে পত্র-পত্রিকায় নিয়মিত কলাম লিখছেন।
রম্যরচনা ও কিশোর অ্যাডভেঞ্চার বিষয়ে তার প্রচুর লেখালেখি। গোয়েন্দা গল্পের বিশেষ সমঝদার তিনি। এপার বাংলায় ফেলুদা’র মতো একটি চৌকস বুদ্ধিদীপ্ত গোয়েন্দা চরিত্র গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। ‘অলোকেশ রয়’ তার সৃজিত প্রাইভেট ডিটেকটিভ। যাকে নিয়ে ‘জলপিপি’; ‘কফিমেকার’; ‘আলিম বেগের খুলি’; ‘অনল মিত্রের অপমৃত্যু’ ও ‘অথৈ আঁধার’ নামে উপন্যাস বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।
এই লেখকের উদ্যোগে ‘ডিটেকটিভ ক্লাব’ নামে একটি গোয়েন্দা গল্প লিখিয়ে প্লাটফর্ম খুব শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। লেখকের এ পর্যন্ত লেখা গ্রন্থের সংখ্যা একশ’র উপরে।
স্ত্রী ডা. তপতী মণ্ডল। দুই ছেলে অনিকেত ও অগ্নিশ। তারাও লেখে। লেখক পরিবার।
অরুণ কুমার বিশ্বাস নটরডেম কলেজ থেকে মেধার স্বীকৃতিসূচক ‘অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স-১৯৯৫’ এবং ‘স্পাই’ উপন্যাসের জন্য চ্যানেল আই প্রবর্তিত এসিআই-আনন্দ আলো সাহিত্য পুরস্কার, ২০১৮ লাভ করেন।
ঢাকা/ফিরোজ আলম/সনি
from Risingbd Bangla News https://ift.tt/37eVd4C
0 comments:
Post a Comment