
চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু
কুষ্টিয়া সংবাদদাতাকুষ্টিয়ার পোড়াদহে বেনাপোল এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে অর্ক (২১) নামের এক যুবক মারা গেছেন।
শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত অর্ক চুয়াডাঙ্গা জেলার আলম ডাঙ্গা পৌর এলাকার মাদ্রাসা পাড়ার ফন্টু আলীর ছেলে।
পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন মোল্লা রাইজিংবিডিকে জানান, সন্ধ্যায় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে অর্ক নানার বাড়ি মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহের অদুদ মোল্লার বাড়িতে যাচ্ছিলেন।
তবে অর্ক হয়তো জানতেন না যে, বেনাপোল এক্সপ্রেক্স পোড়াদহে থামে না। ট্রেন পোড়াদহে না থামায় তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দেন। এসময় মাথায় আঘাত লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
কুষ্টিয়া/কাঞ্চন/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/34L87pt
0 comments:
Post a Comment