
সড়ক দুর্ঘটনায় নিহত ১
মেডিক্যাল প্রতিবেদকনরসিংদী এলাকায় বাস ও প্রাইভেটকার সংঘর্ষে আব্দুর রহমান (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া মারাত্মকভাবে আহত হয়েছে ওই শিশুর পরিবারের পাঁচজন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নরসিংদী সদর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, আব্দুর রহমানের বাবা বাবুল মিয়া (৪০), মা আয়েশা বেগম (৩২), নানি আয়েতারা বিবি (৭০), বোন সামিয়া জামান (১১), মামা গহর আহমেদ (৪০)। তারা সবাই সিলেটের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, তারা রাজধানীর শেরে বাংলা নগর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সামিয়া জামানের ওপেন হার্ট সার্জারি করাতে এসেছিলেন। চিকিৎসা শেষে মঙ্গলবার দুপুর ১টায় প্রাইভেটকারযোগে সিলেট যাচ্ছিল। নরসিংদী সদর এলাকায় পৌঁছলে সিলেট থেকে ছেড়ে আসা এনা গাড়ির সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা এক শিশু ঘটনাস্থলে মারা যায় এবং ওই শিশুর পরিবারের পাঁচজন মারাত্মকভাবে আহত হয়।
নরসিংদী হাইওয়ে পুলিশের ওসি হাফিজুর রহমান জানান, এনা গাড়ি ও প্রাইভেটকারটি আটক করা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ৯টায় আহতদের উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়েছে।
ঢাকা/বুলবুল/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/2tKsW7D
0 comments:
Post a Comment