
‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত
নোয়াখালী প্রতিনিধিনোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি রতন মিয়া নিহত হয়েছেন।
শনিবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিলে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত রতন মিয়া (৩২) সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের মাহতাবপুর গ্রামের রহমত উল্লার ছেলে। তার বিরুদ্ধে থানায় হত্যা, মাদক ও দুস্যতাসহ মোট ১৩ মামলা ছিল।
সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ রাইজিংবিডিকে জানান, রতন মিয়াকে শনিবার বিকেলে পুলিশ গ্রেপ্তার করে। এরপর রাতে অস্ত্র ও মাদক উদ্ধারে সোনাইমুড়ী পাশ্ববর্তী আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের ভুঁইয়া বাড়ির পাশে খালপাড় এলাকায় যায়।
এসময় তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা ৪৬ রাউন্ড গুলি করে। এতে রতন মিয়া গুলিবিদ্ধ হন। তাকে গুরুতর আহত অবস্থায় রাতে নোয়াখালী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের তিন সদস্য এস আই নাজমুল, এসআই উজ্বল ও কনস্টেবল জসিম আহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে এক দেশি পাইপ গান, চার রাউন্ড কার্তুজের গুলি, দুটি খোসা ও ৩১ পিচ ইয়াবা উদ্ধার করেছে।
নোয়াখালী/সুজন/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2SfRccb
0 comments:
Post a Comment