
ব্যবধান কমালো সিটি
ক্রীড়া ডেস্কইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লেস্টার সিটি। তাদের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান ছিল ম্যানচেস্টার সিটির।
শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয় ক্লাব দুটি। লেস্টারকে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমানোর যে সুযোগ ছিল সিটির সামনে, সেটি দারুণভাবে কাজে লাগিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। তাদের ৩-১ গোলে হারিয়ে ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে এনেছে তারা। তবে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে সিটির ব্যবধান এখনো ১০ পয়েন্টের। লিভারপুল আবার একটি ম্যাচ কম খেলেছে।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে শুরু করে সিটি। কিন্তু পাল্ট আক্রমণে ২২ মিনিটেই গোল হজম করে বসে তারা। এ সময় লেস্টারের জিমি ভার্ডি সামনে এগিয়ে আসা সিটির গোলরক্ষক এন্ডারসনের মাথার উপর দিয়ে বল জালে পাঠান। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। ৩০ মিনিটের মাথায় সিটির রিয়াদ মাহরেজ তার সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে সমতা ফেরান।
৪৩ মিনিটের মাথায় এগিয়ে যায় স্কাই ব্লুজরা। এ সময় রহিম স্টার্লিংকে বক্সের মধ্যে ফাউল করেন লেস্টারের রিকার্ডো পেরেইরা। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ইলকে গুনডোগান গোল করে এগিয়ে নেন দলকে। ৬৯ মিনিটে কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে গোল করে সিটিকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দেন গ্যাব্রিয়েল জেসাস।
এই জয়ে ১৮ ম্যাচ থেকে ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৩৮ পয়েন্ট। লেস্টার সিটির সংগ্রহ ৩৯ পয়েন্ট।
ঢাকা/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/34PGonv
0 comments:
Post a Comment