
বছরজুড়ে আলোচিত সিনেমা
রাহাত সাইফুলবছরজুড়ে দেশে বেশ ক’টি ভালো সিনেমা মুক্তি পেয়েছে। যদিও সিনেমা মুক্তির সংখ্যা দিনদিন কমছে। ২০১৪ সালে সিনেমা মুক্তি পেয়েছিল ৭৬টি, ২০১৫ সালে ৬৩টি, ২০১৬ সালে ৫৫টি, ২০১৭ ও ২০১৮ সালে ৫৬টি সিনেমা মুক্তি পেয়েছে। এবছর কমে সংখ্যাটি দাঁড়িয়েছে ৫৪টিতে। গত বছরের তুলনায় সিনেমা মুক্তির সংখ্যা কম হলেও এবছর কয়েকটি সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ লক্ষ করা গেছে।ব্যবসায়িকভাবে সফল, নাকি ব্যর্থ- সেই তর্কে না গিয়ে বছরজুড়ে আলোচিত সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
ফাগুন হাওয়ায় : ভাষা আন্দোলন নিয়ে ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্র নির্মাণ করেছেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। এতে আরো অভিনয় করেছেন আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ। এছাড়াও রয়েছেন বলিউডের ‘লগান’ সিনেমাখ্যাত অভিনেতা যশপাল শর্মা। সিনেমাটির টাইটেল স্পন্সর স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স ও অটোমোবাইল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। সিনেমাটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
যদি একদিন : মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ‘যদি একদিন’। এতে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত অভিনয়শিল্পী তাসকিন। সিনেমাটি মুক্তির আগে থেকেই ছিলো আলোচনায়। সিনেমাটি দেখে অনেকে মুগ্ধ হয়েছেন।
নোলক : দেশসেরা চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে ২০১৭ সালে শুরু হয় ‘নোলক’ সিনেমার শুটিং। নির্মাণ কাজ শেষ না হতেই পরিচালক পরিবর্তন নিয়ে তৈরি হয় জটিলতা। পরিচালক রাশেদ রাহা দাবি করলেও শেষ পর্যন্ত প্রযোজক সাকিব সনেটের নামে সিনেমাটি মুক্তি পায়। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ববি, মৌসুমী, ওমর সানী, তারিক আনাম খান, অমিতাভ ভট্টাচার্য প্রমুখ। গানে প্রশংসা কুড়ালেও গল্প নিয়ে ছিলো নানান প্রশ্ন। ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহে বেশ ভালোই সাড়া ফেলে।
আবার বসন্ত : ঈদুল ফিতরে মুক্তি পায় ‘আবার বসন্ত’। অনন্য মামুন পরিচালিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম, স্পর্শিয়া, ইমতু রাতিশ, নুসরাত পাপিয়া প্রমুখ। সিনেমাটি কমসংখ্যক হলে মুক্তি পেলেও এর গল্পে মুগ্ধ হয়েছেন দর্শক।
মনের মত মানুষ পাইলাম না : ইদুল আজহায় মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘মনের মত মানুষ পাইলাম না’। জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমাটি শুটিং শুরু থেকে ছিল আলোচনায়। পরিচালক ছাড়া শুটিং করায় মাঝে সমালোচনায়ও পড়তে হয় নির্মাতাকে। আলোচিত এই সিনেমাটি মুক্তির পরে আশানুরূপ দর্শক প্রেক্ষাগৃহে টানতে ব্যর্থ হয়। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।
ন, ডরাই : সেন্সর বোর্ডের আপত্তি, একই দিনে দুইয়ের অধিক সিনেমা মুক্তি না দেয়ার জটিলতা নিয়ে আলোচনায় ছিল ‘ন, ডরাই’ সিনেমাটি। এছাড়া দেশের প্রথম নারী সার্ফার নিয়ে সিনেমা নির্মাণ নিয়েও ছিল আলোচনা। তানিম রহমান অংশু পরিচালিত সিনেমাটি নানান কারণে আলোচনার জন্ম দেয়। এতে অভিনয় করেছেন সুনেরাহ ও শরীফুল রাজ। আলোচনার পাশাপাশি সমালোচনাও কম হয়নি। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অনৈতিকতার অভিযোগ এনে ‘ন ডরাই’ নামের চলচ্চিত্রের সেন্সর সনদ বাতিল ও প্রদর্শনী বন্ধ চেয়ে আইনি নোটিশও দেয়া হয়।
গহীনের গান : জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরকে এই প্রথম একটি পূর্ণ্যদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মে অভিনয় করতে দেখা গেছে। স্বাভাবিক কারণে সিনেমাটির শুটিং থেকেই ছিল আলোচনায়। নয় ধরনের নয়টি গানের ওপর ভিত্তি করে লেখা হয়েছে ‘গহীনের গান’ সিনেমার চিত্রনাট্য।
ঢাকা/রাহাত সাইফুল
from Risingbd Bangla News https://ift.tt/2ShOGCf
0 comments:
Post a Comment