One can get information of Technology, Online income info, Health, Entertainment, Cooking & Recipe, Bye & Sale, Sports, Education, Exclusive news and many more in single bundle. ভান্ডার 24 থেকে আপনি পাচ্ছেন টেকনোলজি ইনফরমেশন, অনলাইনে ইনকাম ইনফরমেশন, হেলথ, এন্টারটেইনমেন্ট, কুকিং & রেসিপি, কেনা বেচা, স্পোর্টস, এডুকেশন, এক্সক্লুসিভ নিউজ ও আরো অনেক কিছু |

Friday, December 27, 2019

২০১৯: নোবিপ্রবির শিক্ষার্থীদের সাফল‌্য

২০১৯: নোবিপ্রবির শিক্ষার্থীদের সাফল‌্য

এস আহমেদ ফাহিম

বিদায় ২০১৯। আর কয়েকদিন পরই নতুন বছর। বিদায়ী বছরে উপকূলীয় অক্সফোর্ড খ্যাত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে অনেক   সাফল্য এসেছে। শিক্ষার্থীদের সাফল‌্যের খবর নিয়ে এ আয়োজন। 

স্বর্ণপদক পেয়েছেন যারা

গত ২৪ ফেব্রুয়ারি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ।  সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক ও ৫ শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়। চ্যান্সেলর স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন- ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী শুভ ভৌমিক এবং আফসানা কবির দিপ্তি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী সুমিতা রানী সাহা এবং নিক্কন সরকার, কৃষি বিভাগের শিক্ষার্থী সাবিয়া খান।

ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. শামসুল আলম পাটোয়ারী, কৃষি বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান, মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী মো. শাহিদুল ইসলাম, সুমিতা রাণী সাহা এবং নিক্কন সরকার।

পোস্টার প্রেজেন্টেশনে সেরা ১০

আন্তজার্তিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের নবীন গবেষকদের গবেষণায় আরো আগ্রহী করে গড়ে তোলার লক্ষে গত ৪ এপ্রিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ফিশারিজ এ ‘ওয়ার্ল্ড ফিশ সায়েন্স ইভেন্ট ফর ইয়াং রিসার্চার্স ইন বাংলাদেশ’- শিরোনামে অনুষ্ঠিত পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় প্রাথমিকভাবে নির্বাচিত ২১ জনের মধ্য থেকে নির্বাচিত সেরা ১০ এ নোবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ৩ জন শিক্ষার্থী নির্বাচিত হয়। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচের তৌশিক লাহিড়ী ও নাজমুন নাহার এবং নবম ব্যাচের মো. মহসিন। তারা যথাক্রমে ৩য়, ৭ম ও ৫ম স্থান অধিকার করেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ পেয়েছেন নোবিপ্রবির চারটি অনুষদের চার শিক্ষার্থী। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের মো. মাহবুবুল আলম, বিজ্ঞান অনুষদের এগ্রিকালচার বিভাগের সাবিয়া খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যবসায় প্রশাসন বিভাগের আবু সাঈদ জাবেদ, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের অর্থনীতি বিভাগের হাবিবা সুলতানা।

ফটোগ্রাফিতে সাফল্য

ফটোগ্রাফিতে পুরস্কার পেয়েছেন নোবিপ্রবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী আশরাফুল ইসলাম শিমুল। ফটোগ্রাফার শিমুলের সেরা অর্জনের মধ্যে রয়েছে— এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-৭ এ সিঙ্গেল ক্যাটাগরিতে প্রথম, ইটিভি অনলাইন ফটো কনটেস্টে প্রথম এবং উইকি লাভ আর্থ ২০১৮ তে তৃতীয় স্থান অর্জন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক আয়োজিত ফটো কম্পিটিশন ২০১৯ এ প্রফেশনাল ক্যাটাগরিতে ৩য় স্থান অর্জন।

কৃত্তিম বুদ্ধিমত্তা গবেষণায় অ‌্যাওয়ার্ড

ভারতের ব্যাঙ্গালুরুতে এলসেভার বা স্কোপাস এবং রিসার্চ সোসাইটি কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং টেকনোলোজি ২০১৯ এ ডিপ নিউরাল নেটওয়ার্ক ও অপটিমিসম এর নতুন এলগোরিদমের ওপর গবেষণাপত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আইইই কনফারেন্সে কম্পিউটার ভিশন এর গবেষণাপত্র ও স্প্রিঙ্গার এর আয়োজিত  কনফারেন্সে  নিউমেরিকল ইন্টারপোলেশন মেথড কে রিগ্রেশনের কাজে ব্যবহার  উপযোগী  নতুন  এলগরিদম এর ওপর গবেষণাপত্র উপস্থাপন করে বেস্ট রিসার্চ পেপারের অ‌্যাওয়ার্ড জিতেন  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী আহমেদ কাওছার।

তাছাড়া বাংলা ল্যাংগুয়েজ টুল কিট ডেভলপ করেছেন যেটি রবি আর ডেঞ্জার ২.০ তে ইনবেস্ট পাওয়ার বিজয়ী হয়েছিল।

বিএনসিসির সাফল্য

গত ২৮ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত সাত দিনব্যাপী ব্যাটালিয়ন ক্যাম্প নোবিপ্রবি বিএনসিসির বেশকিছু সাফল্য রয়েছে। ক্যাম্পের আকর্ষণীয় পর্ব  বিএনসিসি  মহাপরিচালক কর্তৃক প্রশ্নোত্তর পর্বে বিজয়ী হয়ে সম্মাননা সূচক ক্রেস্ট পান নোবিপ্রবি ক্যাডেট সার্জেন্ট দিলরুবা জাহান রুমি এবং ক্যাডেট কর্পোরাল তামিম হোসাইন। মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন হন নোবিপ্রবি ক্যাডেট নুসরাত জাহান এবং ক্যাডেট তামান্না ফেরদৌস। ইংরেজিতে উপস্থিত বক্তৃতায় ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জন করেন যথাক্রমে নোবিপ্রবি ক্যাডেট সার্জেন্ট দিলরুবা জাহান রুমি, ক্যাডেট কর্পোরাল তামিম হোসাইন এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল শাহরিমা সিদ্দিকা।

বাজেট অলিম্পিয়াডে ৩য়

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাজেট নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে জাতীয় বাজেট ও জন-অর্থায়ন বিষয়ে তরুণদের মাঝে আগ্রহ সৃষ্টি এবং বাজেট বিতার্কিকদের অন্বেষণে গণতান্ত্রিক বাজেট আন্দোলন দেশব্যাপী ‘বাজেট অলিম্পিয়াড-২০১৯’ আয়োজন করে। গত ১৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ২য় রানার্স আপ হয়েছেন নোবিপ্রবির অর্থনীতি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী হৃদয় মজুমদার। আঞ্চলিক পর্ব থেকে নির্বাচিত ১০০ জন চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনজনকে ১০ হাজার টাকার প্রাইজমানি ও ক্রেস্ট দেয়া হয়।

 

নোবিপ্রবি/আহমেদ ফাহিম/সাইফ



from Risingbd Bangla News https://ift.tt/2F32BE8
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Unordered List

Text Widget

Pages

Blog Archive

3i Template IT Solutions. Powered by Blogger.

Text Widget

Copyright © ভান্ডার 24 | Powered by 3i Template IT Solutions