
আজ আন্দোলনে নামছেন ৩৫ প্রত্যাশীরা
নিজস্ব প্রতিবেদকচাকরিতে আবেদনের বসয়সীমা ৩৫ বছর করাসহ চার দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছেন আমরণ অনশনকারীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হবে।
বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করাসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছি। অথচ এ কর্মসূচির নয় দিন পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় দেশের প্রায় ২৮ লাখ শিক্ষিত যুবক ক্ষুব্ধ হয়ে পড়েছে। আমরণ অনশনে আমাদের বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। অনশনস্থলেই তাদেরকে স্যালাইন দিয়ে কর্মসূচি অব্যাহত রেখেছি আমরা।’
তিনি আরো বলেন, ‘দাবি আদায়ে আমার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছি। গণঅনশন, আমরণ অনশনেও আমরা তেমন কোনো সাড়া পাচ্ছি না। দীর্ঘদিন থেকেই শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। কঠোর কর্মসূচির মাধ্যমে রাজপথেই দাবি বাস্তবায়ন করা হবে।’
আন্দোলনকারীরা বলেন, সেশটজটে যে চার বছর হারিয়েছে কে আমাদের ফিরিয়ে দিবে এই সময়গুলো। মানুষের গড় আয়ু ৫৭ থেকে ৭৩ হয়েছে তবে কেন আবেদনের বয়সসীমা বাড়বে না। বাড়ানো হয়েছে অবসরের বয়সসীমা তবে কেন আবেদনের বয়সসীমা বাড়বে না।
আন্দোলনকারীদের চার দফা দাবি হলো- চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীত করা; চাকরির আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা; চাকরির নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া ও চাকরির নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন করা এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।
ঢাকা/ইয়ামিন/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/39cQgeF
0 comments:
Post a Comment