
শেষ মুহূর্তের গোলে বাঁচল ম্যানচেস্টার ইউনাইটেড
ক্রীড়া ডেস্কদীর্ঘদিন পর মাঠে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয়ের পথেই ছিল টটেনহ্যাম হটস্পার।
ঘরের মাঠে প্রথমার্ধের ২৭ মিনিটে তাদের এগিয়ে নেন স্টেভেন বেরহুইয়ান। মধ্য মাঠ থেকে পাওয়া বল একক প্রচেষ্টায় ডি বক্সের ভেতরে নিয়ে যান বেরহুইয়ান। এরপর নিখুঁত শটে খুঁজে নেন জাল। ৮১ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল তারা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর মাঠে ফিরে জয়ের সুবাস পাচ্ছিল টটেনহ্যাম। কিন্তু নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে পেনাল্টি পায় ম্যানইউ।
ডি বক্সের ভেতরে পল পগবাকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। সফল স্পটকিকে অতিথিদের সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। তাতে নিশ্চিত তিন পয়েন্ট হারানো থেকে বেঁচে যায় ইংলিশ লিগের সবচেয়ে সফলতম ক্লাবটি। ১-১ গোলে শেষ হয় দুই দলের লড়াই। পয়েন্ট ভাগাভাগি করায় টেবিলে কোনও পরিবর্তন আসেনি।
৩০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে টটেনহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ জিতেছে ১২টি, টটেনহ্যাম ১১টি। এক ম্যাচ কম খেলে লিগের পয়েন্ট টেবিলে সবার উপরে লিভারপুল। ২৯ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জয়ের খুব কাছে তারা।
ম্যাচ ড্র করলেও ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য স্বস্তি হলও, শেষ ১২ ম্যাচে তাদের কেউ হারাতে পারেনি। আটটিতে জিতেছে, ড্র করেছে চারটি। সাথে নিজেরা করেছে ৩০ গোল, হজম করেছে মাত্র তিনটি।
অন্যদিকে জোসে মরিনহো নিজের পুরনো ক্লাবের বিপক্ষে জয় ছাড়াই চলছে।শেষ ৬ ম্যাচে চেলসি ও ম্যানচেস্টার বিপক্ষে কোনও জয় নেই টটেনহ্যামের।
ঢাকা/ইয়াসিন
from Risingbd Bangla News https://ift.tt/2CqzGft
0 comments:
Post a Comment