
বাবা অঘোষিত এক যোদ্ধার নাম
সাইয়েদ আফ্রিদিজন্মের পর থেকে বাবার হাত ধরে বেড়ে ওঠা। জীবনের প্রতিটা মুহূর্তে আমি তাকে ছায়ার মতো পেয়েছি। আমার ২১ বছরের পথচলায় পাশে যখন কাউকে পেতাম না, তখন বাবা ঠিকই হাতটা ধরে বলত, লোকে কি বলবে তা শুনে তোমার লাভ নেই, জয় হলে সামনে আগাবে হারলে হয়তো এটাই নিয়তি।
হ্যাঁ! আমার বাবা গল্পের নায়কের মতো সুপারম্যান না কিন্তু সে আমার পরিবারের জন্য সুপারহিরো। আমার প্রতিটা চাহিদা কখনো সে অপূর্ণ রাখেনি। হয়তো সঙ্গে সঙ্গে হয়নি কিন্তু ঠিকই সে পূরণ করত।
শাসন বলতে যা বোঝায় তা কখনো আমি বাবার কাছ থেকে পাইনি। জীবনে এখন পর্যন্ত বাবার কাছে বকা খেতে হয়নি। অপরাধের ঊর্ধ্বে আমি কখনো নই, কখনো কোনো অপরাধ করলে প্রথম জিজ্ঞেস করত, কাজটি কেন করেছি। তার পিছনের কারণটা বোঝার চেষ্টা করে, সুন্দর করে আমাকে বোঝাত কাজটা করা ঠিক হয়নি। দ্বিতীয়বার করব কিনা তার জন্য প্রমিজ করাত। তার আদর ভালোবাসার জন্য কখনো কোনো অপরাধও করা হয়ে ওঠেনি।
বাবা আছে বলেই কখনোই কোনো কিছুর অভাব বুঝতে দেননি তিনি। পরিবারে সর্বদা ছায়ার মতো হয়ে আছেন। নিজের অজান্তে কখনো তার সাথে বেয়াদবি করে ফেললে সবার প্রথম মাকে বলত। মা আমাদের বুঝিয়ে দিতেন। বাবার সাথে সম্পর্কটা সম্পূর্ণ বন্ধুর মতো, মায়ের ক্ষেত্রেও কম না।
সত্যি বলতে, বাবা তোমাকে ভালোবাসি খুবই ভালোবাসি!
প্রত্যেক বাবাই এক অঘোষিত যোদ্ধার নাম। তারা বেঁচে থাকুক প্রতিটি সন্তানের অন্তরে।
লেখক: ফিজিওথেরাপি বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
ঢাকা/মারুফ
from Risingbd Bangla News https://ift.tt/2UXi4y4
0 comments:
Post a Comment