One can get information of Technology, Online income info, Health, Entertainment, Cooking & Recipe, Bye & Sale, Sports, Education, Exclusive news and many more in single bundle. ভান্ডার 24 থেকে আপনি পাচ্ছেন টেকনোলজি ইনফরমেশন, অনলাইনে ইনকাম ইনফরমেশন, হেলথ, এন্টারটেইনমেন্ট, কুকিং & রেসিপি, কেনা বেচা, স্পোর্টস, এডুকেশন, এক্সক্লুসিভ নিউজ ও আরো অনেক কিছু |

Saturday, November 30, 2019

জাবালে নূর বাসচাপায় নিহত রাজীব-দিয়া মামলার রায় আজ

জাবালে নূরের  বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত দুই শিক্ষার্থী আবদুল করিম রাজীব ও দিয়া খাতুন মীম হত্যা মামলার রায় আজ  রবিবার (১ ডিসেম্বর)। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল এ তথ্য জানিয়েছেন। গত ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন বিচারক। এ মামলায় ৩৭... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2R9vB4n
Share:

বার্সাকে টপকে শীর্ষে রিয়াল

বার্সাকে টপকে শীর্ষে রিয়াল

ক্রীড়া ডেস্ক

আলাভেসকে ২-১ গোলে হারিয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।

প্রতিপক্ষের মাঠে শনিবার প্রথমার্ধে অবশ্য কোনো গোল পায়নি রিয়াল। গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৫২ মিনিট পর্যন্ত। হেডে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক সার্জিও রামোস।

যদিও রিয়ালের এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে আলাভেসকে সমতায় ফেরান লুকাস পেরেজ।

অবশ্য তিন মিনিট পরই লিড পুনরুদ্ধার করে রিয়াল। দানি কারবাহালের করা এই গোলটাই শেষ পর্যন্ত রিয়ালকে তিন পয়েন্ট এনে দেয়।

এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। রোববার অ্যাটলেটিকো মাদ্রিদকে হারালেই অবশ্য আবার শীর্ষে উঠে যাবে বার্সেলোনা।



ঢাকা/পরাগ



from Risingbd Bangla News https://ift.tt/35VOLzb
Share:

২৬ বছরে নিরাপদ সড়ক চাই: প্রত্যাশা ও প্রাপ্তি

এক সময় দেশে সড়ক দুর্ঘটনাকে নিয়তি বলে মেনে নেওয়া হতো। বলা হতো, ‘আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে’। এখন আর সেই পরিস্থিতি নেই। তবে,  স্ত্রীকে হারিয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন যখন শুরু করেছিলেন নিরাপদ সড়কের দাবিতে সামাজিক আন্দোলন, তখনও অনেকেই তার বিরূপ সমালোচনা করেছেন। অনেক শুভাকাঙ্ক্ষীই বলেছিলেন, ‘কী দরকার ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর?’ কিন্তু কারও কথায় কান দেননি তিনি। আলিঙ্গন... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/35QCLyQ
Share:

ছাত্রলীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

ছাত্রলীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিকসহ চারজনের নাম উল্লেখ করে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

শনিবার বিকেলে সদর থানায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক হাফিজুর রহমান বাদি হয়ে হত্যা ও ছিনতাই কাজে ব্যবহৃত পিস্তল উদ্ধারের ঘটনায় এমামলা করেন।

এই মামলার আসামিরা হলেন-সাতক্ষীরা শহরের মুনজিতপুরের সৈয়দ মোখলেছুর রহমানের ছেলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক, একই গ্রামের মৃত আরশাদ আলী সরদারের ছেলে আজিজুল ইসলাম, শহরের রসুলপুর মেহেদীবাগের এসএম আনিসুর রহমানের ছেলে শামীম হাসান ও একই এলাকার মো. আব্দুল বারেকের ছেলে আহম্মেদ বাবু। এদের মধ্যে আজিজুল ইসলামকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিকের কাছের লোক বলে পরিচিত মুনজিতপুরের মাহামুদুর রহমান দীপ ও কালিগঞ্জের উজিরপুরের সাইফুল ইসলামকে কালিগঞ্জ থানার বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তার করে।

তাদেরকে জিজ্ঞাসাবাদে সাদেকের ব্যবহৃত পিস্তল তার কাছের লোক বলে পরিচিত মুনজিতপুরের আজিজুল ইসলামের কাছ থেকে শুক্রবার সকালে জব্দ করে পুলিশ।

আজিজুলের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ সাদিকসহ চারজনের নাম উল্লেখ করে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় সদর থানায় মামলা (৮৮নং) করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান রাইজিংবিডিকে জানান, সাদিকসহ পলাতকদের ধরতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। আজিজুল ইসলামকে শনিবার বিকেলে আদালতের মধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

সাতক্ষীরা/শাহীন/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/2qbE8ZM
Share:

পদত্যাগ করলেন হেলমট

পদত্যাগ করলেন হেলমট

ক্রীড়া প্রতিবেদক

বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্ব পালন করছিলেন অস্ট্রেলিয়ান কোচ সাইমন হেলমট।

২০১৬ সালের জুনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হন হেলমট। তিন বছরের বেশি সময় তিনি বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের প্রধানের দায়িত্ব পালন করেন। ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত ও প্রতিভাবান পারফরমারদের নিয়ে বিসিবির বিশেষ ইউনিট এই হাই পারফরম্যান্স।

হেলমট দেশে ও দেশের বাইরে একাধিক ক্যাম্প পরিচালনা করেছেন। বিভিন্ন দেশে সফরে ছিলেন শিষ্যদের নিয়ে। বিসিবি ‘এ’ দলেও দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়ে।

তিন বছরে হাই পারফরম্যান্স থেকে একাধিক ক্রিকেটার তুলে এনেছেন। এদের মধ্যে নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, আফিফ হোসেন, সাদমান ইসলামের মতো ক্রিকেটার রয়েছেন, যারা এখন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছেন। পাশাপাশি বেশ কিছু পেসারও উঠে এসেছে তার ক্যাম্প থেকে। আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বী, মেহেদী হাসান রানা, শুভাশিষ রায়রা ছিলেন তার ক্যাম্পে।

পারিবারিক কারণে বিসিবির চাকরি ছেড়ে দিয়েছেন হেলমট। তবে পুনরায় বিসিবির সঙ্গে কাজ করার ইচ্ছে আছে অস্ট্রেলিয়ান এই কোচের।

‘আমি আরও কিছুটা সময় থাকতে চেয়েছিলাম, কিন্তু পারিবারিক প্রতিশ্রুতিতে আপাতত আমাকে এখান থেকে যেতেই হচ্ছে। তবে পুনরায় আমাকে সুযোগ দেওয়া হলে আমি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হব, বিশেষ করে এইচপি ও ‘এ’ দলের সঙ্গে। এখানে কাজ করে দারুণ সময় কাটিয়েছি। একাধিক ক্রিকেটারকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পেরেছি’- বলেছেন হেলমট।

 

ঢাকা/ইয়াসিন/পরাগ



from Risingbd Bangla News https://ift.tt/2Y5GEwV
Share:

গাজীপুরে আগুনে পুড়ে ৫ ঘর ছাই

গাজীপুরে আগুনে পুড়ে ৫ ঘর ছাই

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে এক বাড়ির পাঁচ ঘর পুড়ে গেছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার কেওয়া নতুনবাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রামপ্রসাদ পাল রাইজিংবিডিকে জানান, রাত সাড়ে ১১টার দিকে কেওয়া নতুনবাজার এলাকার নুরুল হকের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। ততক্ষণে আগুনে ওই বাড়ির পাঁচ কক্ষ ও কক্ষে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।

ফায়ার স্টেশন কর্মকর্তা আরো জানান, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ঘর ও মালামাল পুড়ে আনুমানিক সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

গাজীপুর/হাসমত/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/2qbCJlY
Share:

বাসচাপায় দিয়া-রাজীবের মৃত্যু : রায় আজ

বাসচাপায় দিয়া-রাজীবের মৃত্যু : রায় আজ

নিজস্ব প্রতিবেদক

বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও রাজীবের মৃত্যুর ঘটনার মামলার রায় আজ।

রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করবেন।

গত ১৪ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ‘রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছি।’

আসামিপক্ষের আইনজীবী টিএম আসাদুল সুমন বলেন, ‘মামলায় অনেক ত্রুটি আছে। মামলার ডকুমেন্টরি বিবেচনা করলে আসামিরা খালাস পাবে। আর রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি।’

মামলার বাদী মিমের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ‘সবাই চেয়েছে মামলায় ভালো একটা বিচার হোক, উপযুক্ত বিচার হোক। দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু এটা তো দুর্ঘটনা না, তারা রাজীব-দিয়াকে ইচ্ছাকৃতভাবে খুন করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। উপযুক্ত বিচার হলে মেয়ের আত্মা শান্তি পাবে। তাদের বিচার হলে অন্য ড্রাইভাররা দেখবে, তারা ভয় পাবে, অসুস্থ প্রতিযোগিতা থেকে বিরত থাকবে। অদক্ষ ড্রাইভারদের বিচার চাচ্ছি। তাদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছি।’

প্রসঙ্গত, গত বছরের ২৯ জুলাই দুপুরে কালশী ফ্লাইওভার থেকে নামার মুখে এমইএস বাসস্ট্যান্ডে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। জাবালে নূর পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার জায়গায় দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আরেকটি দ্রুত গতিসম্পন্ন জাবালে নূর বাস ওভারটেক করে সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাস শিক্ষার্থীদের ওপর ওঠে যায়। ওই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান দুইজন। আহত হন ১৫-২০ জন শিক্ষার্থী। এ ঘটনায় ২৯ জুলাই রাতে ক্যান্টনমেন্ট থানায় মিমের বাবা জাহাঙ্গীর আলম মামলা দায়ের করেন।

গত বছর ৬ সেপ্টেম্বর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক কাজী শরীফুল ইসলাম ঢাকা সিএমএম আদালতে ছয়জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

মামলায় জাবালে নূর পরিবহনের বাসচালক মাসুম বিল্লাহ, মো. জোবায়ের সুমন, মো. জাহাঙ্গীর আলম, চালকের সহকারী মো. এনায়েত হোসেন কারাগারে আছেন। অপর আসামি চালকের সহকারী মো. আসাদ কাজী পলাতক রয়েছেন।

আসামি জাবালে নূর পরিবহনের বাসমালিক মো. শাহদাত হোসেন আকন্দের মামলার অংশের কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে।

 

ঢাকা/মামুন খান/ইভা



from Risingbd Bangla News https://ift.tt/34GfHTa
Share:

নৌশ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

শ্রমিকদের নিয়োগপত্র ও খাবার ভাতাসহ ১১ দফা দাবি আদায়ে চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। শনিবার (৩০ নভেম্বর) দিনভর কর্মবিরতি পালনের পর গভীর রাতে তা প্রত্যাহার করে নেওয়া হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিক আলম  বাংলা ট্রিবিউনকে বিষয়টি  নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের দাবি আদায়ের প্রক্রিয়াটি দীর্ঘ দিনের। আগেও... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2RdrxjX
Share:

সৌদি টিভির সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে: ইরান

সৌদি অর্থায়নে লন্ডন থেকে ফার্সি ভাষায় প্রচারিত একটি টিভি চ্যানেলের সঙ্গে জড়িত কিছু ব্যক্তিকে ইরান থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘ইরান ইন্টারন্যাশনাল’ নামের চ্যানেলটি থেকে উসকানি পেয়ে নাশকতামূলক তৎপরতা চালানোর সময় এসব ব্যক্তিকে আটক করা হয়।বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যখন সাধারণ... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/33xJzQd
Share:

দক্ষিণ এশিয়ার অলিম্পিকের পর্দা উঠছে আজ

দক্ষিণ এশিয়ার অলিম্পিকের পর্দা উঠছে আজ

ক্রীড়া প্রতিবেদক, নেপাল থেকে

আজ থেকে উড়তে শুরু করবে শান্তির প্রতীক পায়রা। ছুটতে শুরু করবে বিলুপ্তপ্রায় প্রাণী ব্লাববাক। যা ১৩তম দক্ষিণ এশিয়ান গেমসের লোগো ও মাসকট। এই গেমসটি ২০১৮ সালের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নানা কারণে কয়েক দফা পিছিয়েছে। ২০১৫ সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া নেপাল নিজেদের গুছিয়ে নিতে সময় নিয়েছে বেশ। এখনো চলছে তাদের অবকাঠামোগত উন্নয়ন ও ভেন্যু সংস্কার। এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি তারা। কিন্তু বার বার পিছিয়ে যেতে যেতে এবার সত্যি সত্যিই মাঠে গড়াচ্ছে দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস।

নেপালের স্থানীয় সময় বিকেল ৫টায় দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। রাষ্ট্রপতি বিদ্যা দেবী বান্দারি এসএ গেমসের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। ৩ ঘণ্টা ১৪ মিনিটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে আঞ্চলিক এই ক্রীড়াযজ্ঞের।

নিয়মানুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি তুলে ধরা হবে নানাভাবে। থাকবে লেজার শো, সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যেক দেশের খেলোয়াড়দের মার্চপাস্ট তো থাকবেই।

আজ শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ড কাঠমান্ডু, পোখরা ও জনকপুরে হবে এসএ গেমসের ১৩তম আসর। যেখানে অংশ নিবে ৭টি দেশের ৩২৫০ জন অ্যাথলেট। যার মধ্যে বাংলাদেশ থেকে ৫৯৫ জন, নেপালের ৬৪৮ জন, ভারতের ৪৬১ জন, পাকিস্তানের ৪১৩ জন, মালদ্বীপের ৩৩২ জন, ভুটানের ১৪২ জন ও শ্রীলঙ্কার ৬২২ জন। যারা ১ হাজার ১১৯টি পদকের জন্য লড়বে। তার মধ্যে স্বর্ণ ৩১৭টি, রৌপ্য ৩১৭টি ও ব্রোঞ্জ ৪৭৯টি।

আগের ১২টি আসরের ১২টিতেই দাপটের সঙ্গে মেডেল তালিকার শীর্ষে ছিল ভারত। এবার অবশ্য তারা প্রায় ১০টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে না। পাকিস্তানও তাই। অন্যদিকে সার্কভুক্ত হওয়ার পর নবম আসর থেকে টানা চার আসরে অংশ নিয়ে এবার আর নিচ্ছে না আফগানিস্তান। তারা যোগ দিয়েছে মধ্য এশিয়ায়। তাই এসএ গেমসে তারা অংশ নিবে না।

আগের আসরগুলোতে বাংলাদেশের অর্জন ছিল সামান্য। তাদের সর্বোচ্চ সাফল্য তৃতীয় স্থান অর্জন। সেটাও ২০১০ সালের ঘরের মাঠে ১৮টি স্বর্ণ জিতে। ভারতের গৌহাটি ও শিলংয়ে অনুষ্ঠিত এসএ গেমসের সর্বশেষ আসরটি ছিল বাংলাদেশের জন্য হতাশাজনক। মাত্র ৪টি স্বর্ণ জিতেছিল। এবার ভারত, পাকিস্তান প্রায় দশটি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে না। তার উপর আফগানিস্তান খেলছে না। তবুও বড় স্বপ্ন দেখতে পারছে না বাংলাদেশ। যেখানে আমাদের পাশর্^বর্তী দেশ ভারত এশিয়ান গেমস আর অলিম্পিকে চোখ রেখে এগিয়ে যাচ্ছে। আর আমরা এসএ গেমসের মতো আঞ্চলিক গেমসেই বড় স্বপ্ন দেখার সাহস পাই না। কেন পারছে না?

সমস্যা অবশ্য নানাবিধ। গেমসে ভালো করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের বিকল্প নেই। আর প্রশিক্ষণের জন্য প্রয়োজন আর্থিক সহায়তা। সরকারের কাছ থেকে সেই সহায়তা পেতেও অনেক সময় প্রয়োজন হয়। সহায়তা পেতে পেতে দরজায় কড়া নাড়ে গেমস।

এবার অবশ্য সময় পেয়েছে প্রত্যেকটা ফেডারেশন। অনেকে অ্যাথলেটদের দেশের বাইরে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। তবুও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব ও এবারের এসএ গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন আসাদুজ্জামান কোহিনূর সাহস পাচ্ছেন না বড় স্বপ্নের কথা বলতে। পদক সংখ্যা এবার ডাবল জিডিটে যেতে পারে বলে আশ^াস দিয়েছেন তিনি।

তবুও বেশ কিছু ডিসিপ্লিনে অংশ নেওয়া তারকা অ্যাথলেটদের ঘিরে স্বপ্ন দেখছে বাংলাদেশ। তার মধ্যে শ্যুটিংয়ে রয়েছেন আব্দুল্লাহ হেল বাকি ও শাকিল আহমেদ। আর্চারিতে আছেন রোমান সানা, ভারোত্তোলনে আছেন মাবিয়া আক্তার সীমান্ত। অ্যাথলেটিকসে হাইজাম্পে নতুন জাতীয় রেকর্ড গড়া মাহফুজুর রহমান। কাবাডিতে বাছাই করা হয়েছে নতুন একঝাক খেলোয়াড়। আছে দলগত আরো কিছু ইভেন্ট ক্রিকেট ও ফুটবল। তার সঙ্গে নতুন করে কেউ নিজেদের মেলে ধরতে পারলে বাংলাদেশ ১৩তম এসএ গেমস ডাবল ডিজিটে স্বর্ণ পদক জিতে শেষ করতে পারবে বলেই স্বপ্ন দেখা যায়।

ভারত ১০টি ডিসিপ্লিনে অংশ না নিলেও এবারও তারা ফেবারিট। তারাই থাকবে পদক তালিকার শীর্ষে। আয়োজক নেপাল দ্বিতীয় হওয়ার দাবিদার। বাকিরা লড়াই করে কে কোন স্থানে থাকতে পারে সেটা দেখতে অপেক্ষা করতে হবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

 

কাঠমান্ডু/আমিনুল



from Risingbd Bangla News https://ift.tt/37TmCdK
Share:

দিনে মানুষ রাতে নেকড়ে

দিনে মানুষ রাতে নেকড়ে

শাহিদুল ইসলাম

সাধারণ একজন মানুষ। দিনের আলোয় আর দশটা মানুষের মতই তার সব কর্মকাণ্ড। কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে তার আচরণে পরিবর্তন ঘটতে থাকে। রাতের গভীরতা যত বাড়ে ততই গভীর রহস্য ভর করে তার মনোজগতে এবং শরীরে। নিরীহ মানুষের খোলস পাল্টে সে হয়ে ওঠে হিংস্র নেকড়ে।

রাত যত বাড়ে তার শরীরে জান্তব প্রবল শক্তি ভর করে। এই জান্তব শরীর ঠান্ডা করতে তখন তার চাই গরম রক্ত। ফলে সামনে যা পায় তাই সে তীক্ষ্ম নখ আর ধারালো দাত দিয়ে ফালা ফালা করে ফেলে। একসময় রাত ঢলে পড়ে ভোরের কোলে। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে নেকড়ে মানব। পরিবর্তন ঘটতে থাকে তার অবয়বের। নেকড়ে থেকে সে আবার পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠে। তখন রাতের কথা বেমালুম ভুলে যায় সে। অপেক্ষা করতে থাকে আরও একটি রাতের। আর সেই হতভাগ্য শিকার? তার দেহ রূপ নেয় আরেকটি নেকড়ের।

ওপরের ভীতিজাগানিয়া মানবরূপী নেকড়ের বর্ণনা আমরা সচরাচর পশ্চিমা সিনেমায় দেখে অভ্যস্ত। এই মানবরূপী নেকড়েকে পশ্চিমা দুনিয়া নানান নামে ডাকলেও আমাদের অঞ্চলে তারা ‘মায়া নেকড়ে’ নামেই পরিচিত। আমাদের কাছে এটি হলিউডি সিনেমার লোক আকৃষ্ট করা কৌশল মনে হলেও পশ্চিমা দুনিয়ার হাজারো মানুষ মায়া নেকড়ের এই কাহিনী সত্যি বলেই বিশ্বাস করে। শুধু বিশ্বাস করে বললে ভুল হবে, অনেকে নিজেকে মায়া নেকড়ে বলে দাবিও করে!

ফলে শত শত বছর ধরে পশ্চিমা দুনিয়ায় গল্প-উপন্যাস আর লোকগাঁথায় মায়া নেকড়ের উপস্থিতি রয়েছে। বিশেষ করে ইউরোপের প্রায় সকল নেকড়ে অধ্যুষিত এলাকায় মায়া নেকড়ে নিয়ে নানান কাহিনী প্রচলিত আছে।

মায়া নেকড়ের বর্ণনা সর্বপ্রথম পাওয়া যায় ইংরেজি আদি মহাকাব্য ‘গিলগামেশ’-এ। তবে সেখানে ভাসা ভাসা বর্ণনা ছিল। মায়া নেকড়ের বিষদ বর্ণনা পাওয়া যায় গ্রিক রূপকথায়। গ্রিক দেবতা জিউসের অভিশাপে লাইসিয়ান নামক এক ব্যক্তি নেকড়েতে পরিণত হয়েছিল। কারণ লাইসিয়ান জিউসকে মরা মানুষের দেহ দিয়ে খাবার তৈরি করে খাইয়েছিলেন।

নরওয়ের লোকগাঁথায়ও মায়া নেকড়ের বর্ণনা পাওয়া যায়। রূপকথার বর্ণনা অনুযায়ী এক পিতা এবং সন্তান দুজনেই এমন একটি নেকড়ের চামড়া তৈরি করেছিল গায়ে জড়ালে তারা নেকড়েতে পরিণত হতো।   

রূপকথা ঘুরে কালে কালে পৃথিবীর বহু মানুষ নিজেকে মায়া নেকড়ে বলে দাবি করেছে। অনেক হতভাগ্যকে মায়া নেকড়ে সন্দেহে মেরেও ফেলা হয়েছে। ১৫২১ সালে ফ্রান্সের পায়ার বারগট এবং মাইকেল ভারদুন নামক দুই ব্যক্তি নিজেদের মায়া নেকড়ে বলে দাবি করে। তারা একের পর এক নারী-পুরুষ এবং পোষা প্রাণী হত্যা করতে থাকে। অবশেষে তারা ধরা পড়ে। শাস্তি হিসেবে তাদের উভয়কে আগুনে পুড়িয়ে মারা হয়। কারণ বিশ্বাস করা হয় মায়া নেকড়েকে আগুনে পুড়িয়ে মারলে তারা আর পুনরায় জন্মলাভ করতে পারবে না। 

মায়া নেকড়ের বিখ্যাত কাহিনীটি ঘটে জার্মানীতে। ১৫ শতকের এই কাহিনী জার্মান লোকগাঁথার অবিচ্ছেদ্য অংশ। পিটার স্টব নামক এক জার্মান নির্বিচারে মানুষ হত্যা করতে থাকে। এছাড়া সে অত্যন্ত যন্ত্রণা দিয়ে অন্য প্রাণীদেরও মারতে থাকে। কিছুদিন পর পিটার ধরা পড়ে যায়। তাকেও যথারীতি আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। যদিও পিটারের এই হত্যাকাণ্ডকে অনেকে তৎকালীন শাসকদের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন। তবে রূপকথায় মায়া নেকড়ের যেমন বর্ণনা থাকুক না কেন, বিজ্ঞান বলছে ভিন্ন কথা। তারা মানুষের এই নেকড়ে হিসেবে দাবি করাটা এক ধরনের রোগ হিসেবে সাব্যস্ত করে। রোগটির নাম হাইপারট্রিকোসিস বা ওয়্যার উলফ সিন্ড্রোম। এটি মূলত হরমোনের তারতম্যজনিত অসুখ। এই রোগে আক্রান্ত ব্যক্তির দেহে অস্বাভাবিকভাবে চুল গজাতে থাকে। স্বাভাবিকভাবে যেসব স্থানে চুল জন্মায় না সেসব স্থান চুলে ঢেকে যায়। অনেকে এই সমস্যা নিয়েই জন্ম নিতে পারে আবার অনেকের ক্ষেত্রে পরিণত বয়সে এ সমস্যা দেখা দিতে পারে। আক্রান্ত রোগীর দেহ ধীরে ধীরে অনেকটা নেকড়ে বা উলফের মত হয়ে যায়।

তবে হাইপারট্রিকোসিস রোগে আক্রান্ত চুলের অস্বাভাবিক বৃদ্ধি ছাড়া তার শরীরে নেকড়ের অন্য কোনো উপসর্গ নেই। মানুষ বা অন্য প্রাণী হত্যা করা তো অনেক দূরের কথা। প্রাচীনকালে এমন কোন ব্যক্তিকে নিয়েই হয়তো শুরু হয়েছিল মায়া নেকড়ের এমন কাল্পনিক ব্যাখ্যা।

সম্প্রতি বাংলাদেশেও এমন একজন রোগীর সন্ধান পাওয়া গেছে। বিরল রোগ হাইপারট্রিকোসিস বা ওয়্যার উলফ সিন্ড্রোমে আক্রান্ত বিথী নামের এই নারীর চিকিৎসা চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে।

মায়া নেকড়ে ইউরোপের রূপকথা আর হলিউডি সিনেমার জনপ্রিয় উপকরণ হলেও খোদ ইউরোপ-আমেরিকায় এই মানুষরূপী নেকড়ে আজও কেউ স্বচক্ষে দেখেছে বলে দাবি করেনি। তবুও ভয়ঙ্কর লৌকিক ধারণা আর কুসংস্কারে দিব্বি বেঁচে রয়েছে এই কাল্পনিক চরিত্র। মানুষের মনে এক চিরাচরিত ভয় হয়েই মায়া নেকড়ের অস্তিত্ব টিকে রয়েছে হাজার বছরের বেশি সময় ধরে। কাজীর গরু যেমন কেতাবে আছে, গোয়ালে নেই। মায়া নেকড়েও ঠিক তাই। গল্পের ঝুলিতেই তার ঘোরা ফেরা।

 

ঢাকা/তারা



from Risingbd Bangla News https://ift.tt/2R59CM8
Share:

মাদারীপুরে জনপ্রিয় হচ্ছে বিচিহীন লেবু চাষ

মাদারীপুরে জনপ্রিয় হচ্ছে বিচিহীন লেবু চাষ

মাদারীপুর সংবাদদাতা

মাদারীপুরে জনপ্রিয় হয়ে উঠছে বিচিহীন লেবু চাষ। বাণিজ্যিকভাবে বিচিহীন লেবু চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা। ভালো ফলন ও বাজারে চাহিদা থাকায় লেবু চাষে ঝুকছে কৃষকরা।

মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদীপাড় পাট্টাবুকা গ্রামের রমিম মোল্লা পাঁচ একর জমিতে প্রথম বিচিহীন লেবুর আবাদ করেন। এরপর তিনি আরো তিন একর জমিতে শুরু করেন লেবুর আবাদ। আট একর জমিতে লেবুর চাষ করতে তার খরচ হয় ২২ লাখ টাকা। তার বাগানের লেবু গাছের বয়স দেড় বছর। এরই মধ্যে গাছে ফলন ধরেছে। তিনি এ পর্যন্ত ১২ লাখ টাকা বিক্রি করেছেন। একটি লেবু গাছে ১৫ বছর পর্যন্ত ফল দিয়ে থাকে। লেবুর বাগানে এখন আর তেমন খরচ হয় না।

আগামীতে তার লেবু বাগান থেকে অর্ধকোটি টাকার লেবু বিক্রি করতে পারবেন বলে তিনি আশাবাদী। রমিম মোল্লা তার নিজস্ব বাগান ছাড়াও একই এলাকায় তাহাজুত খলিফা ও শাহীন মোল্লাকে নিয়ে আরো আট একর জমিতে শেয়ারে বিচিহীন লেবুর বাগান করে তারা এখন স্বাবলম্বী।

রমিম মোল্লা একই উপজেলার কবিরাজপুর এলাকায় বিচিহীন লেবুসহ অন্যান্য ফলের বাগান করার জন্য ১৫ একর জমিতে কাজ শুরু করেছেন। তাদের লেবু বাগানে নিয়মিত ৭/৮ জন শ্রমিক করছে। তারা যে বেতন পাচ্ছে তা দিয়ে তাদের সংসার চলছে। লেবুর বাগান দেখার জন্য বিভিন্ন জেলা থেকে কৃষকরা আসছে এবং লেবুর চারা ও কলম নিয়ে বাগান করে তারাও হচ্ছে স্বাবলম্বী।

শংকরদীপাড় গ্রামের সফল লেবু চাষি তাহাজুজ খলিফা জানান, তিনজন মিলে শেয়ারে আট একর জমিতে লেবু চাষ করে লাভবান হওয়ায় তিনি নিজস্ব আরো সাড়ে তিন একর জমিতে লেবু চাষ করেছেন। আগামী এক মাসের মধ্যে তার জমির লেবু বিক্রি করতে পারবেন এবং তিনি লাভবান হবেন বলে আশাবাদী।

একই গ্রামের শাহীন মোল্লা জানান, লেখাপড়ার পাশাপাশি তিনি শেয়ারে লেবু চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তিনি আগামীতে আবাদী জমির পরিমাণ বাড়াবেন বলে জানান।

রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের জাকারিয়া শেখ জানান, উপজেলার শংকরদীপাড় গ্রামের তিন যুবক লেবুসহ বিভিন্ন শাক সবজির বাগান করে লাভবান হওয়ায় তিনি দুই বিঘা জমিতে শশা চাষ করে লাভবান হয়েছেন। তিনি শশা ছাড়াও দুই একর জমিতে বিচিহীন লেবুর আবাদ করেছেন। তিনি আবাদী জমির পরিমাণ বাড়ানের কথা বলছেন।

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিএমএ গফুর জানিয়েছেন, জেলার কিছু সংখ্যক প্রগতিশীল কৃষক ইতিমধ্যে বিচিহীন লেবুর আবাদ শুরু করেছেন। তারা বাণিজ্যিক ভিত্তিতে এই লেবু আবাদ করে লাভবান হচ্ছেন। আশা করা যায়, এই লেবুর আবাদ রাজৈরসহ অন্যান্য উপজেলায় ছড়িয়ে পড়বে।

তিনি জানান, এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কারিগরি কলাকৌশল এবং বীজ বা কলম প্রাপ্তির বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে। জেলায় ৬৪ হেক্টর জমিতে লেবুর চাষ করা হয়েছে। এর মধ্যে রাজৈরেই হয়েছে ১৯ হেক্টর জমিতে।

 

মাদারীপুর/বেলাল রিজভী/বকুল



from Risingbd Bangla News https://ift.tt/2Y4xctU
Share:

ইউরো ২০২০ : কে কোন গ্রুপে

ইউরো ২০২০ : কে কোন গ্রুপে

ক্রীড়া ডেস্ক

ইউরো ২০২০ আসরে কঠিন গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। পর্তুগিজরা তাদের গ্রুপে সঙ্গী হিসেবে পেয়েছে গতবারের রানার্সআপ ফ্রান্স ও তিনবারের চ্যাম্পিয়ন জার্মানিকে।

রোমানিয়ার রাজধানী বুখারেস্টে শনিবার ইউরোর ড্র অনুষ্ঠিত হয়।

আগামী বছরের ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত ইউরোপের ১২টি দেশের ১২টি শহরে হবে এই প্রতিযোগিতা। অংশ নেবে ২৪টি দল।

বাছাইপর্ব থেকে নিশ্চিত হয়েছে প্রতিযোগিতার ২০ দল। আগামী বছরের মার্চে হতে যাওয়া প্লে-অফ থেকে নিশ্চিত হবে বাকি চারটি দল।

১২ জুন রোমে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইতালি ও তুরস্ক।

কে কোন গ্রুপে:

গ্রুপ ‘এ’ : ইতালি, তুরস্ক, ওয়েলস, সুইজারল্যান্ড

গ্রুপ ‘বি’: বেলজিয়াম, রাশিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড

গ্রুপ ‘সি’: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, প্লে-অফ ‘ডি’ জয়ী

গ্রুপ ডি: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, প্লে-অফ ‘সি’ জয়ী

গ্রুপ ‘ই’: স্পেন, পোল্যান্ড, সুইডেন, প্লে অফ ‘বি’ জয়ী

গ্রুপ ‘এফ’: জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, প্লে-অফ ‘এ’ জয়ী

 

ঢাকা/পরাগ



from Risingbd Bangla News https://ift.tt/2qRnP4N
Share:

রাগ ঝাড়লেন রাকুল

রাগ ঝাড়লেন রাকুল

বিনোদন ডেস্ক

অভিনেত্রী রাকুল প্রীত সিং। বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। তামিল, তেলেগুর পাশাপাশি হিন্দি সিনেমাতেও অভিনয় করছেন।

সম্প্রতি গুঞ্জন ওঠে, হায়দরাবাদ ছেড়ে বেঙ্গালুরুতে পাড়ি জমাচ্ছেন রাকুল। এজন্য অপেক্ষাকৃত কম দামে দায়দরাবাদে তার বাড়ি বিক্রি করে দিচ্ছেন তিনি এবং বেঙ্গালুরুতে বাড়ি কিনছেন। যদিও এই গুঞ্জন সত্য নয় বলে জানিয়েছেন রাকুল।

এ প্রসঙ্গে মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, আমি অবাক হই, সাংবাদিকরা এই ধরনের খবর কোথায় পায়? তাদের খবরের উৎস মোটেও ঠিক নেই। যখন হায়দরাবাদের বাড়ি কিনেছিলাম তারা ধারণা করেছিল, এটি উপহার পাওয়া। এখন শুনছি এটি বিক্রি করে বেঙ্গালুরুতে বাড়ি কিনছি। শুধু বলতে চাই, এই গুজব বন্ধ করে কিছু সত্য খবর প্রকাশ করুন।

চলতি বছর রাকুল অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে তামিল ও হিন্দি ভাষার দুটি এবং তেলেগু ভাষার একটি। এছাড়া তেলেগু ভাষার এন.টি.আর: কাথানায়াকুড়ু সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। বর্তমানে তিনটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি।

 

ঢাকা/মারুফ/তারা



from Risingbd Bangla News https://ift.tt/2L7MqZM
Share:

শীতকালে অ্যালার্জি ও অ্যাজমা নিয়ন্ত্রণে ৬ পরামর্শ

শীতকালে অ্যালার্জি ও অ্যাজমা নিয়ন্ত্রণে ৬ পরামর্শ

এস এম গল্প ইকবাল

অ্যাজমা রোগীদের জন্য শীতকাল কঠিন সময়। একটি চীনা গবেষণায় দেখা গেছে, ঠান্ডার সময় অ্যাজমা রোগীদের হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে যায়। বিভিন্ন গবেষণার আলোকে একথা বলা যায়- প্রায় সকল অ্যাজমা রোগীকেই ঠান্ডার দিনগুলোতে অন্য মৌসুমের তুলনায় বেশি ভুগতে হয়। এছাড়া শীতকালে বাড়তি সচেতনতা অবলম্বন না করলে অ্যালার্জির প্রকোপও বেড়ে যেতে পারে।

দুশ্চিন্তা করবেন না, দ্য আমেরিকান কলেজ অব অ্যালার্জি, অ্যাজমা অ্যান্ড ইমিউনোলজি (এসিএএআই) শীতে অ্যালার্জি ও অ্যাজমার প্রকোপ থেকে বাঁচতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে।

ফ্লুর টিকা নিন: অ্যাজমা থাকলে আপনার জন্য এ পরামর্শটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে, অ্যাজমা ও ফ্লু উভয়েই শ্বাসতন্ত্রের রোগ। অ্যাজমা রোগীদের ফ্লু হলে তারা ঘনঘন তীব্র অ্যাজমা অ্যাটাকে আক্রান্ত হতে পারেন, এমনকি জীবননাশক জটিলতাও তৈরি হতে পারে।

নিয়মিত ঘর পরিষ্কার করুন: এটা ঠিক যে শীতকালে বাইরের চেয়ে ঘরের অ্যালার্জেন দ্বারা অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। এ কারণে আপনার অথবা পরিবারের কোনো সদস্যের অ্যালার্জি থাকলে প্রতিদিন ঘর পরিষ্কার করার ব্যাপারে মনোযোগী হতে হবে। ডাস্ট মাইটের (ধুলোর কীট) মতো অ্যালার্জেন দূর করতে নিয়মিত ম্যাট্রেস ও বিছানা পরিষ্কার করতে হবে। ঘরের বেসমেন্ট ও বাথরুমের স্যাঁতসেতে জায়গায় ছত্রাকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পোষা প্রাণীর শরীর থেকে খসে পড়া আঁইশ, লালা ও মূত্রের একটি প্রোটিন অ্যালার্জিতে ভোগায় বলে শীতকালে এগুলোর সংস্পর্শ এড়িয়ে চলতে হবে।

ফায়ারপ্লেস থেকে দূরে থাকুন: শীতকালে ঠান্ডা তাড়াতে অনেকে বাইরের উন্মুক্ত স্থানে বিভিন্ন জিনিস বা আবর্জনা একত্রিত করে আগুন জ্বালিয়ে থাকেন। কিন্তু এ ধরনের ফায়ারপ্লেস অ্যাজমা রোগীদের জন্য ভালো নয়। অগ্নিকূণ্ডের ধোঁয়া অ্যাজমা অ্যাটাকের কারণ হতে পারে।

হাত ধোয়ার প্রবণতা বজায় রাখুন: আপনার নিয়মিত হাত ধোয়ার অভ্যাস থাকলে ভালো, কিন্তু না থাকলে বাইরে থেকে ঘরে আসামাত্র হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। এ অভ্যাসে কোল্ড ও ফ্লুর ভাইরাস দূর হয়ে যায়। এসব ভাইরাস অ্যাজমা ও অ্যালার্জির উপসর্গকে আরো খারাপ করে। নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধোয়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সাধারণ স্বাস্থ্যবিধি, যা আপনাকে বিভিন্ন মারাত্মক ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে পারে।

ফার্নেস ফিল্টার ব্যবহার করুন: ফার্নেস ফিল্টার ঘরের বাতাসের মান নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। ডিভাইসটি ঘরের ভেতরের অনাকাঙ্ক্ষিত নোংরা বা ধুলো দূর করে এগুলোর রিসার্কুলেটিং প্রতিরোধ করে। ঘরের বাতাস থেকে নোংরা বা ধুলোর পরিমাণ কমলে অ্যালার্জির প্রবণতাও কমে যায়। আপনার ঘরের বাতাস থেকে অ্যালার্জেন দূর করতে এমইআরভি-১১ বা ১২ ফিল্টার বেছে নিন। প্রতি এক থেকে তিন মাসে ফার্নেস ফিল্টার পরিবর্তন করা ভালো।

চিকিৎসকের সঙ্গে কথা বলুন: ঠিক কি কারণে আপনাকে অ্যালার্জি ও অ্যাজমার উপসর্গে ভুগতে হচ্ছে জানতে অ্যালার্জি বিশেষজ্ঞের কাছে যেতে পারেন। টেস্টের মাধ্যমে চিকিৎসক ভোগান্তির প্রকৃত কারণ শনাক্ত করতে পারেন এবং এ সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে সঠিক চিকিৎসা করতে পারেন।

 

ঢাকা/ফিরোজ/তারা



from Risingbd Bangla News https://ift.tt/34C8bc1
Share:

প্রধানমন্ত্রী স্পেন যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠেয় ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’ (কপ-২৫) এ যোগ দিতে আজ রবিবার (১ ডিসেম্বর) তিন দিনের সরকারি সফরে স্পেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) ২-১৩ ডিসেম্বর পর্যন্ত চিলির সভাপতিত্বে এবং স্পেনের সার্বিক সহযোগিতায় মাদ্রিদে... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/33ynP6Y
Share:

এইচআইভি প্রতিরোধ কার্যক্রমে যুক্ত হচ্ছে না কিশোরী যৌনকর্মীরা

সৈয়দপুরের মেয়ে কুহু (ছদ্মনাম, বয়স ১৭)। বাবা-মা, ছয় বোন ও দুই ভাইয়ের সংসারে অভাব ছিল তাদের নিত্যসঙ্গী। বয়স যখন ১৩, তখন পাশের বাড়ির এক ছেলের প্রেমে পড়ে কুহু। এরই মধ্যে একদিন প্রেমিক তাকে বলে, তারা দু’জনে ঢাকায় আসবে, চাকরি করবে, বাড়িতেও টাকা পাঠাতে পারবে। এতে করে ভালো থাকবে তাদের পরিবার। এক রাতে সে প্রেমিকের হাত ধরে সৈয়দপুর থেকে ঢাকায় পাড়ি জমায়। “বাবাকে মাসে মাসে টাকা পাঠাবো, ছোট... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2DwyKTV
Share:

ঢাবিতে বৈশ্বিক অভিবাসন বিষয়ক চলচ্চিত্র উৎসব ২ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সহযোগিতায় বৈশ্বিক অভিবাসন বিষয়ক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে দিনব্যাপী আয়োজনে ১৫টি চলচ্চিত্র দেখানো হবে। সংগঠনটির প্রচার সম্পাদক সুচিস্মিতা তিথি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ‘ইউরোপীয় ইউনিয়ন’ ও ‘আন্তজার্তিক অভিবাসন সংস্থা (আইওএম), বাংলাদেশ’ এ উৎসবের... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2rKYvx3
Share:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

ক্রীড়া ডেস্ক

ক্রিকেট

অস্ট্রেলিয়া-পাকিস্তান, দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিন

সরাসরি, সকাল ৯-৩০ মিনিট, সনি সিক্স

 

নিউজিল্যান্ড-ইংল্যান্ড, দ্বিতীয় টেস্ট, চতুর্থ দিন

সরাসরি, আগামীকাল ভোর ৪টা

স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

 

ফুটবল

লা লিগা

অ্যাটলেটিকো মাদ্রিদ-বার্সেলোনা

রাত ২টা, ফেসবুক লাইভ

 

প্রিমিয়ার লিগ

নরউইচ-আর্সেনাল

সরাসরি, রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

 

ম্যানচেস্টার ইউনাইটেড-অ্যাস্টন ভিলা

সরাসরি, রাত ১০-৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান

 

সিরি ‘আ’

জুভেন্টাস-সাসুউলো

সরাসরি, বিকেল ৫-৩০ মিনিট, সনি টেন টু

 

ইন্টার মিলান-স্পাল

সরাসরি, রাত ৮টা, সনি টেন টু

 

ঢাকা/পরাগ



from Risingbd Bangla News https://ift.tt/35TWBcf
Share:

ষড়যন্ত্র করে রাজনীতির মাঠে টিকে থাকা যায় না: তোফায়েল আহমেদ

দেশে রাজনীতির সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য তোফয়েল আহমেদ। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ যখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, তখন বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তবে ষড়যন্ত্র করে রাজনীতির মাঠে টিকে থাকা যায় না। শনিবার (৩০ নভেম্বর) ভোলার দৌলতখান উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে টেলি-কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2LbsPYR
Share:

সমাজের শিক্ষিত ব্যক্তিরা দুর্নীতির সঙ্গে যুক্ত: দুদক মহাপরিচালক

সমাজের বিত্তবানদের হাত দিয়ে অর্থ ও সম্পদ বিদেশে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ। তিনি বলেন, বিত্তবানরা দেশের প্রতি আস্থা রাখতে না পেরে বিদেশ চলে যাচ্ছে। বিদেশে যাওয়ার সময় তারা দেশের অর্থ-সম্পদও নিয়ে যাচ্ছে। বালিশ, পর্দা ও ক্যাসিনো দুর্নীতির সঙ্গে জড়িতরা সমাজের শিক্ষিত মানুষ। তারাই দুর্নীতি করছে, অশিক্ষিতরা এসবের সঙ্গে জড়িত নয়।... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2L9eDQ4
Share:

তিনটি কবিতা

সন্ধ্যার নামতা একটি সন্ধ্যা তোমার ভেতর থেকে বেরিয়ে এলো বাতাসে উড়তে থাকা সে সন্ধ্যা ফুটে আছে যোসিফিনের গোলাপের মতো। সন্ধ্যা একটি বাগান, সে বাগানের মালিক তুমি বাগানে ফুটেছে তোমার পেলব অধর, সেখানে ছড়িয়ে পড়েছে তোমার হাসির রেখা তুমি কথা দিয়ে আঁকছো মুগ্ধতার বুদ্বুদ। এইভাবে তুমি হয়ে ওঠো এক অলৌকিক শরীর।   আমি তোমাতে আসি, মনে হয় এই সন্ধ্যাটা যেটা আসলে তুমি, হয়ে যাচ্ছো একটি লতানো মুগ্ধতা।... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2Dwq3ZN
Share:

পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দিলেন ইরাকি প্রধানমন্ত্রী

ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। শনিবার পার্লামেন্টের এক সূত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। চলমান সরকারবিরোধী বিক্ষোভের চাপে শুক্রবার পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দেওয়ার ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী। ইরাকের শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ আল সিসতানির আহ্বানে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেন তিনি। সরকারবিরোধী... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/35OAgNl
Share:

Friday, November 29, 2019

এবার ওয়ার্নারের ডাবল সেঞ্চুরি

এবার ওয়ার্নারের ডাবল সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

আগের টেস্টে সুযোগ হাতছাড়া করেছিলেন। ডেভিড ওয়ার্নার এবার আর ভুল করলেন না। অস্ট্রেলিয়া ওপেনার তুলে নিলেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি।

ডেভিড ওয়ার্নার এবার আর ভুল করলেন না। অস্ট্রেলিয়া ওপেনার তুলে নিলেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি।

অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে দিবারাত্রির টেস্টের দ্বিতীয় দিন শনিবার ডাবল সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। দিন শুরু করেছিলেন আগের দিনের ১৬৮ রান নিয়ে। মাইলফলকে পৌছাতে বাঁহাতি ব্যাটসম্যানের লেগেছে মাত্র পৌনে এক ঘণ্টা।

একই ওভারে দুইরকম স্বাদ পেয়েছেন ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। নতুন বলে আক্রমণে ফিরে লাবুশেনকে ফিরিয়ে ৩৬১ রানের রেকর্ড দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন শাহিন শাহ আফ্রিদি।

লাবুশেন ডাবলের সুযোগ হাতছাড়া করেছেন আবার। আগের টেস্টে আউট হয়েছিলেন ১৮৫ রানে। এবার করেছেন ১৬২। ওয়ার্নার আগের টেস্টে করেছিলেন ১৫৪। এবার তিনি আর ভুল করেননি।

আফ্রিদির ওই ওভারেই ডাবলের স্বাদ পান ওয়ার্নার। দুই রান নিয়ে পৌঁছে যান ১৯৯-এ। এরপর আফ্রিদিকে লেগ সাইডে ঠেলে সিঙ্গেল নিয়ে পূর্ণ করেন ডাবল, ২৬০ বলে।

টেস্টে ওয়ার্নারের এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ২০১৫ সালে পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ২৫৩ রান।



ঢাকা/পরাগ



from Risingbd Bangla News https://ift.tt/2P10Iwz
Share:

ডিআরইউ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ডিআরইউ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক

উৎসবমুখর পরিবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)  কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।   বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে পাঁচজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে প্রার্থী হয়েছেন- ডিআরইউ’র প্রতিষ্ঠাতা সদস্য ও বিবার্তা টোয়েন্টিফোর ডটনেটের বিশেষ প্রতিনিধি শাহনেওয়াজ দুলাল, সাবেক সহসভাপতি ও ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ও গাজী টিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ, আনন্দ টেলিভিশনের উপ-প্রধান বার্তা সম্পাদক শামসুল হক বসুনিয়া ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রধান প্রতিবেদক শরিফুল ইসলাম বিলু।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান মেইল টোয়েন্টিফোর ডটকমের প্রধান প্রতিবেদক রিয়াজ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের জ্যেষ্ঠ্ প্রতিবেদক শেখ জামাল।

সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর হাবিবুর রহমান হাবিব ও দৈনিক ইনকিলাবের হাসান সোহেল প্রতিদ্বন্দিতা করছেন।

এ ছাড়া সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংস্কৃতি সম্পাদক, নারীবিষয়ক সম্পাদক, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, আপ্যায়ন সম্পাদক ও ৭টি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন প্রার্থীরা।



ঢাকা/মেহেদী/ইভা



from Risingbd Bangla News https://ift.tt/37Kvmmt
Share:

নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

নিজস্ব প্রতিবেদক

১১ দফা দাবি আদায়ের লক্ষ‌্যে বরিশালে অনির্দিস্টকালের কর্মবিরতি চলছে।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে অনির্দিস্টকালের কর্মবিরতিতে  যান নৌযোন শ্রমিকরা।

নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, ভারতগামী জাহাজের শ্রমিকদের ল্যান্ডিং পাশ প্রদান, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করাসহ ১১ দফা দাবির পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কর্মবিরতি আহ্বানকারী সংগঠন নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল অঞ্চল সভাপতি আবুল হাসেম মাস্টার।

তিনি জানান, এর আগে ৩ দফা কর্মবিরতিকালে মালিক এবং সরকার পক্ষ শুধু তাদের কাছ থেকে সময় নিয়েছে। এমনকি লিখিত প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তারা শ্রমিকদের একটি দাবিও পূরণ করেননি। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত নৌ শ্রমিকরা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন।

নৌযান শ্রমিক সরোয়ার হোসেন জানান, তিনি এক জাহাজে কর্মরত আছেন। কিন্তু মালিক কর্তৃপক্ষ তাকে কোন পর্যন্ত নিয়োগপত্র কিংবা পরিচয়পত্র দেননি। নেই কোন প্রভিডেন্টফান্ড। তাই এই অনিশ্চিত চাকরি আর করতে চাচ্ছেন তিনি।

স্থানীয় রুটের এক লঞ্চের কেরানী দেলোয়ার হোসেন খান জানান, তিনি লঞ্চে চাকরি করছেন এই মর্মে কোন কাগজপত্র তার কাছে নেই।  আজ আছেন কাল মালিক ঘাড় ধরে নামিয়ে দিলে কিছুই বলার থাকবে না। তাই এখন থেকে চাকরির নিশ্চয়তা চান তিনি।

বরিশাল-ঢাকা রুটের এমভি সুরভীর-৮ লঞ্চের ড্রাইভার আবু তালেব খান জানান, নৌ দুর্ঘটনা কিংবা দায়িত্বরত অবস্থায় এক শ্রমিক মারা গেলে তার মরদেহ বাড়ি পাঠিয়ে দিয়ে মালিক দায় শেষে করেন।  এখন পর্যন্ত কোন মালিক নিহত শ্রমিকের পরিবারকে কোন ক্ষতিপূরণ দেননি। এখন থেকে দুর্ঘটনা কিংবা দায়িত্বরত অবস্থায় কোন শ্রমিক মারা গেলে তার পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

বরিশাল-ঢাকা রুটের এমভি কুয়াকাটা-২ লঞ্চের ইনচার্জ মাস্টার জালাল আহমেদ জানান, ১১ দাবির সবগুলোই যৌক্তিক। এর কোনটি বাদ দেয়ার মতো নয়।

সাধারণ মানুষ বলছেন, নৌ শ্রমিকদের কর্মবিরতি মানেই জনদুর্ভোগ এবং নিত্যপণ‌্যের মূল্য আরেক দফা বৃদ্ধি পাওয়া। তারা মানুষকে জিন্মি না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন। শ্রমিকদের দাবি ন্যায্য হলে সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

জনগণকে বেকায়দায় ফেলে কেন আন্দোলন জানতে চাইলে বরিশাল-ঢাকা রুটের এমভি সুন্দরবন-১১ লঞ্চের প্রধান মাস্টার মো. আলমগীর হোসেন জানান, তারাও জনদুর্ভোগ চান না। কিন্তু তাদেরও বাঁচতে হবে। ১১ দফা তাদের প্রাণের দাবি। সরকার এবং মালিক পক্ষ শ্রমিকদের দাবি গ্রাহ্য করছে না। কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে নৌযান শ্রমিকদের দাবি পূরণ করলে কর্মবিরতিতে যাওয়ার প্রয়োজন হবে না।

উল্লেখ্য, ১১ দফা দাবিতে ২০১৫ সালের জুলাইতে প্রথম আন্দোলন শুরু করে নৌযান শ্রমিকরা। এক বছর পর ২০১৬ সালের আগস্টে শ্রমিকদের কঠোর আন্দোলনের প্রেক্ষিতে ওই সময় সরকার শ্রমিকদের দাবি মেনে নিয়ে গেজেট প্রকাশ করে। কিন্তু ওই গেজেট বাস্তবায়ন না হওয়ায় চলতি বছর ২৩ জুলাই থেকে টানা ৩ দিন কর্মবিরতি করেন তারা। ওই সময় দাবি মেনে নেওয়ার জন্য ১ মাসের সময় নিলেও পর্যন্ত নৌযান শ্রমিকদের দাবি পূরণ হয়নি।



বরিশাল/স্বপন/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/34xixK4
Share:

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে ১৬ বছরের এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (২৯ নভেম্বর) গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনুসের কিশোর ফাহাদ আল আসতালকে পেটে গুলি করে হত্যা করে ইসরায়েলের সেনারা। টানা এক যুগের ইসরায়েলি অবরোধে পৃথিবীর বৃহত্তম উন্মূক্ত কারাগারে রূপান্তরিত হয়েছে গাজা উপত্যকা। অবরোধ প্রত্যাহারের... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2DwYgIU
Share:

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকে দুই দেহরক্ষী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিকের দুই দেহরক্ষী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত দ্বীপ আজাদ ও সাইফুল ইসলাম সন্ত্রাসী ছিল। শুক্রবার মধ্যরাতে সাতক্ষীরা বাইপাস সড়কের বকচরা মোড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2LamkFI
Share:

‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত

‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত হয়েছেন।

শনিবার ভোররাতে শহরের বাইপাস সড়ক সংলগ্ন কামাননগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা শহরের মুনজিতপুরের ময়নুল ইসলামের ছেলে মামুনুল ইসলাম দ্বীপ (২৫) ও কালিগঞ্জ উপজেলার সাইহাটি গ্রামের আবদুস সবুর সরদারের ছেলে সাইফুল ইসলাম (৩৮)। তারা দুই জনই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রাইজিংবিডিকে জানান, সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের এক মামলায় শুক্রবার কালিগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এরপর তাদের নিয়ে অস্ত্র উদ্ধারে শহরের বাইপাস সড়ক সংলগ্ন কামাননগর এলাকায় গেলে তাদের সহযোগী অন্য সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্নরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

এক পর্যায়ে তাদের সহযোগীরা পিছু হটলে পুলিশ সেখান থেকে দ্বীপ ও সাইফুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এসময় সেখান দুটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, দুটি অত্যাধুনিক চাকু ও একটি নম্বর প্লেট বিহীন মোটর সাইকেল উদ্ধার করা হয়।



সাতক্ষীরা/শাহীন/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/2qWVLg4
Share:

ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছে, সর্বোচ্চ সাজা হওয়া উচিত

ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছে, সর্বোচ্চ সাজা হওয়া উচিত

মামুন খান

গত বছরের ২৯ জুলাই বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত শিক্ষার্থী দিয়া মিম ও রাজীব হত্যা ঘটনায় ড্রাইভারদেকে দোষী দাবি করে দিয়ার বাবা বলেছেন, ছেলে-মেয়েগুলোকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছে তারা,  ওদের সর্বোচ্চ সাজা হওয়া উচিত।

তিনি বলেন, সেদিন ছেলে-মেয়েরা ক্লাশ শেষ করে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। ড্রাইভাররা যদি গাড়ী স্লো করতো তাহলে রাজীব ও দিয়াকে হারাতে হতো না। অদক্ষ ড্রাইভাররা অসুস্থ প্রতিযোগিতা করে ওদেরকে মেরে ফেলেছে। ড্রাইভারদের উপযুক্ত সাজা হওয়া উচিত। এ সাজা দেখে যেন অন্য ড্রাইভারের মনে ভয় আসে।

ওই ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামীকাল রোববার ধার্য করা হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ দুপুরে এ রায় ঘোষণা করবেন।

রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে নিহতের স্বজনেরা এবং রাষ্ট্রপক্ষ। অপরদিকে আসামিপক্ষ মনে করছে, তারা খালাস পাবেন।

মামলার বাদী দিয়া মিমের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ‘সবাই চাচ্ছে মামলায় ভালো একটা বিচার হোক, উপযুক্ত বিচার হোক। আর যারা এ ঘটনা ঘটিয়েছে তারা তো ড্রাইভার না। তারা তো কোন প্রশিক্ষণ নেয়নি। দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু এটা তো দুর্ঘটনা না, তারা রাজীব-দিয়াকে ইচ্ছাকৃতভাবে খুন করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। উপযুক্ত বিচার হলে মেয়ের আত্মা শান্তি পাবে। তাদের বিচার হলে অন্য ড্রাইভাররা দেখবে , তারা ভয় পাবে, অসুস্থ প্রতিযোগিতা থেকে বিরত থাকবে। অদক্ষ ড্রাইভারদের বিচার চাচ্ছি। তাদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছি।’

মিমের মা রোকসানা বেগম বলেন, সড়ক দুর্ঘটনায় আমার মেয়েকে হারিয়ে আমি যেভাবে কাঁদছি, আর কোনো মা যেন আর এভাবে না কাঁদে, আল্লাহর কাছে আমি এ দোয়াই করি। ড্রাইভার যদি একটু সাবধানে গাড়ি চালাতো তাহলে আজ আমার এভাবে কান্না করতে হতো না। আমার মেয়ে যদি রাস্তা পার হওয়ার সময় এক্সিডেন্ট করতো , তাহলেও মনে এতোটা দুঃখ থাকতো না। মনে করতাম, হয়তো আমার মেয়েরই ভুল ছিল। হয়তো মেয়েই দেখে রাস্তা পার হতে পারেনি। কিন্তু আমার মেয়ে তো গাড়িতে উঠার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। যেখান থেকে যাত্রীরা গাড়িতে উঠে সেখানেই দাঁড়িয়ে ছিল। আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয়। যাদের কারণে আমি আমার মেয়েকে হারিয়ে আমি তাদের সর্বোচ্চ সাজা চাই।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছি।

আসামিপক্ষের আইনজীবী টিএম আসাদুল সুমন বলেন, মামলাটিতে অনেক ত্রুটি আছে। মামলার ডকুমেন্টরি বিবেচনা করলে আসামিরা খালাস পাবে। আর রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি। আর মামলার তদন্ত কর্মকর্তা মামলাটি সঠিকভাবে তদন্ত করেননি। ভিকটিমদের পোস্ট মর্টেম হয়নি। তেমন কিছু জব্দও করতে পারেননি তিনি। ভিকটিমদের বডি কার কাছে, কোথায় হস্তান্তর করেছে তাও উল্লেখ করেনি। আশা করছি আসামিরা খালাস পাবে।

প্রসঙ্গত, গত বছরের ২৯ জুলাই দুপুরে কালশী ফ্লাইওভার থেকে নামার মুখে এমইএস বাসস্ট্যান্ডে ১৫/২০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। জাবালে নূর পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার জায়গায় দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আরেকটি দ্রুত গতিসম্পন্ন জাবালে নূর বাস ওভারটেক করে সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাস শিক্ষার্থীদের ওপর ওঠে যায়। ওই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান দুইজন। আহত হন ১৫-২০ জন শিক্ষার্থী। এ ঘটনায় ২৯ জুলাই রাতে ক্যান্টনমেন্ট থানায় মিমের বাবা জাহাঙ্গীর আলম মামলা দায়ের করেন।

গত বছর ৬ সেপ্টেম্বর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক কাজী শরীফুল ইসলাম ঢাকা সিএমএম আদালতে ছয়জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটটি বাংলাদেশ দণ্ডবিধির ২৭৯, ৩২৩, ৩২৫, ৩০৪ ও ৩৪ ধারায় দাখিল করা হয়েছে। ৩০৪ ধারা অনুযায়ী, খুন বলে গণ্য নয়, এরূপ নরহত্যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

চার্জশিটে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মাছুম বিল্লাহর চালানো বাসটি ফ্লাইওভারের ঢালে রেলিং ও দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। ওই সময় যাত্রীরা বাসটি সাবধানে চালানোর জন্য চালক ও তার সহকারীকে অনুরোধ করেন। কিন্তু তারা যাত্রীদের অনুরোধ রাখেননি।

গত বছর ২২ অক্টোবর চার্জশিট গ্রহণ করেন আদালত। এরপর ২৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

মামলাটিতে ৪১ জন সাক্ষীর মধ্যে ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন। গত ৭ অক্টোবর কারাগারে থাকা চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করে।

গত ১৪ নভেম্বর রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ১ ডিসেম্বর তারিখ ধার্য করেন।

মামলাটিতে জাবালে নূর পরিবহনের বাসচালক মাসুম বিল্লাহ, মো. জোবায়ের সুমন, মো. জাহাঙ্গীর আলম, চালকের সহকারী মো. এনায়েত হোসেন কারাগারে আছেন। অপর আসামি চালকের সহকারী মো. আসাদ কাজী পলাতক রয়েছেন।

আসামি জাবালে নূর পরিবহনের বাসমালিক মো. শাহদাত হোসেন আকন্দের মামলার অংশের কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে।



ঢাকা/মামুন খান/জেনিস



from Risingbd Bangla News https://ift.tt/34zPkhI
Share:

ঝুঁকিপূর্ণ রেলপথে রয়েছে লোকবল সংকট

ঝুঁকিপূর্ণ রেলপথে রয়েছে লোকবল সংকট

হবিগঞ্জ প্রতিনিধি

‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় পূর্বাঞ্চলীয় রেল সেকশনের সিলেট-আখাউড়ার ১৭৯ কিলোমিটার রেলপথ।

এরমধ্যে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মকন্দপুর থেকে বাহুবল উপজেলার লস্করপুর ও সাটিয়াজুরী স্টেশনের মাঝামাঝি স্থান পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার।

এ ঝুঁকিপূর্ণ রেলপথে রয়েছে লোকবল সংকট রেলপথ দেখভাল করছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম। এ পথে রয়েছে ছোট ও বড় মিলে রয়েছে ৮৪ ব্রিজ। তারমধ্যে শত বছরের পুরনো এ ব্রিজগুলোতে মাঝে মধ্যে সংস্কার করা হয়। কিন্তু এতে করে ঝুঁকি কমছে না।

সূত্র জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভাগীয় শহর সিলেটের সঙ্গে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু হয় ১৮৯১ সালে। তবে ১৯১২ সালেই আসাম বেঙ্গল রেলওয়ে পুরোদমে এ অঞ্চলে রেলসেবা শুরু করে। এসময় চালু হয় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনও। নির্মাণ করা হয় ছোট-বড় ৮৪ রেল ব্রিজ। এরপর শতবছর পেরিয়েছে। কিন্তু এ রেল পথের উন্নয়নের ছোঁয়া না লাগায় পুরনো ঝুঁকিপূর্ণ রেলপথ ও ব্রিজ দিয়েই বর্তমানে ট্রেন চলছে।

তবে ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে আশার বাণী জানিয়ে ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, মিটারগেজ থেকে ডুয়েলগেজে রূপান্তর হচ্ছে আখাউড়া-সিলেট রেলপথ। নতুন বছরে এর কাজ শুরু হবে। এ সময় পুরনো এ রেলপথ আর থাকবে না। তিনি জানান, বর্তমানে সার্বক্ষণিক রেলপথ দেখভাল করা হচ্ছে। তবে লোকবল সংকট রয়েছে। দ্রুত লোকবল বাড়ানো প্রয়োজন বলে দাবি জানিয়েছেন তিনি।

সূত্র জানায়, রেললাইনও সংস্কার হয়নি দীর্ঘদিন ধরে। সংস্কারের অভাবে এ পথে প্রায়ই রেল লাইনচ্যুতি ঘটে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারণকে। ফলে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য খ্যাত রেলপথ যাত্রায় অনীহা সৃষ্টি হচ্ছে সাধারণের। দেখভালকর্মী সংকটের কারণেই এ রেলপথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সরেজমিন দেখা যায়, এ রেললাইনের অধিকাংশ স্লিপারের নাটবল্টু নেই। নেই পর্যাপ্ত পাথর। অনেক স্থানে আবার লাইন থেকে পাথর উঠে গিয়ে মাটিও বের হয়ে গেছে। স্লিপারেও নেই ক্লিপ। যেসবা ক্লিপ রয়েছে সেগুলোও নড়বড়ে। কাঠের স্লিপার পচে নাটবল্টু ছুটে ব্রিজগুলোও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক ব্রিজে স্লিপারগুলো বাঁশ দিয়ে বেঁধে রাখা হয়েছে।

তবে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, এই রুটে ঝুঁকিপূর্ণ নয়, মেরামতের প্রয়োজন চার ব্রিজ। এই ব্রিজগুলো হলো- হবিগঞ্জ জেলার শাহজীবাজারে ৭৩ নম্বর রেলব্রিজ, লস্করপুরের ১০২ নম্বর রেলব্রিজ, শায়েস্তাগঞ্জ পুরানবাজার ১০৫ নম্বর রেলব্রিজ, বাহুবলের রশিদপুরের ১১৪ নম্বর রেলব্রিজ।

চলতি বছরের ২৩ জুন রেলপথের মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল স্টেশনের অদূরে সেতু ভেঙে ঢাকাগামী আন্তঃনগর উপবনের কয়েক বগি লাইনচ্যুত হলে ঘটনাস্থলে চার যাত্রী নিহত ও অর্ধশতাধিক আহত হয়। সিলেটের স্মরণকালের এই রেল দুর্ঘটনার পর রেলপথের সংস্কারের বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে এরপর থেকে এই পর্যন্ত ১৩ বার ট্রেন লাইনচ্যুতি ঘটেছে।

এ রুটে চলাচলকারী যাত্রীরা বলছেন, রক্ষণাবেক্ষণ না করায় রেললাইন এবং ব্রিজগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ এই লাইন দিয়ে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল করছে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

সিলেট-ঢাকা রেলপথে পারাবত, জয়ন্তিকা, উপবন ও কালনীসহ চার জোড়া আন্তঃনগর এবং সিলেট-চট্টগ্রাম পথে পাহাড়িকা ও উদয়নসহ দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে

এর বাইরে কিছু লোকাল ট্রেনও প্রতিদিন এই পথে চলাচল করে। তবে চাহিদার তুলনায় ট্রেনের আসন অপ্রতুল বলে জানিয়েছেন যাত্রী সাধারণ।

চলতি বছরের ২৪ জুন কুলাউড়ার বরমচালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছিলেন, আখাউড়া-সিলেট রেলপথ প্রকল্পে ১৬ হাজার ১০৪ কোটি ৪৪ লাখ টাকা একনেকে অনুমোদন হয়েছে। মিটার গেজ এই রেলপথকে ডুয়েল গেজে পরিবর্তন করার লক্ষ্যে অনুমোদিত এই অর্থ ব্যয় হবে। আর এ প্রকল্প বাস্তবায়ন হবে ২০২৫ সালের মধ্যে।



হবিগঞ্জ/মামুন/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/33vAbMT
Share:

Popular Posts

Recent Posts

Unordered List

Text Widget

Pages

Blog Archive

3i Template IT Solutions. Powered by Blogger.

Text Widget

Copyright © ভান্ডার 24 | Powered by 3i Template IT Solutions