
এবার ওয়ার্নারের ডাবল সেঞ্চুরি
ক্রীড়া ডেস্কআগের টেস্টে সুযোগ হাতছাড়া করেছিলেন। ডেভিড ওয়ার্নার এবার আর ভুল করলেন না। অস্ট্রেলিয়া ওপেনার তুলে নিলেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি।
ডেভিড ওয়ার্নার এবার আর ভুল করলেন না। অস্ট্রেলিয়া ওপেনার তুলে নিলেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি।
অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে দিবারাত্রির টেস্টের দ্বিতীয় দিন শনিবার ডাবল সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। দিন শুরু করেছিলেন আগের দিনের ১৬৮ রান নিয়ে। মাইলফলকে পৌছাতে বাঁহাতি ব্যাটসম্যানের লেগেছে মাত্র পৌনে এক ঘণ্টা।
একই ওভারে দুইরকম স্বাদ পেয়েছেন ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। নতুন বলে আক্রমণে ফিরে লাবুশেনকে ফিরিয়ে ৩৬১ রানের রেকর্ড দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন শাহিন শাহ আফ্রিদি।
লাবুশেন ডাবলের সুযোগ হাতছাড়া করেছেন আবার। আগের টেস্টে আউট হয়েছিলেন ১৮৫ রানে। এবার করেছেন ১৬২। ওয়ার্নার আগের টেস্টে করেছিলেন ১৫৪। এবার তিনি আর ভুল করেননি।
আফ্রিদির ওই ওভারেই ডাবলের স্বাদ পান ওয়ার্নার। দুই রান নিয়ে পৌঁছে যান ১৯৯-এ। এরপর আফ্রিদিকে লেগ সাইডে ঠেলে সিঙ্গেল নিয়ে পূর্ণ করেন ডাবল, ২৬০ বলে।
টেস্টে ওয়ার্নারের এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ২০১৫ সালে পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ২৫৩ রান।
ঢাকা/পরাগ
from Risingbd Bangla News https://ift.tt/2P10Iwz
0 comments:
Post a Comment