
সুয়ারেজ-মেসি-গ্রিজমানে শেষ ষোলোতে বার্সা
ক্রীড়া ডেস্কউয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা। বুধবার রাতে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্বে পা দিয়েছে কাতালানরা।
এই ম্যাচটি ছিল বার্সেলোনার হয়ে মেসির ৭০০তম ম্যাচ। এমন ম্যাচটি তিনি রাঙিয়েছেন দারুণভাবে। নিজে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে অ্যাসিস্টও করেছেন। ভেঙেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডও। মেসির পাশাপাশি একটি করে গোল করেছেন লুইস সুয়ারেজ ও অ্যান্তোনিও গ্রিজমান।
ঘরের মাঠে ম্যাচের ২৭ মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সা। ৩৩ মিনিটে লিওনেল মেসি গোল করে ব্যবধান বাড়ান। তাতে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা। বিরতির পর ৬৭ মিনিটে অ্যান্তোনিও গ্রিজমান গোল করে দলকে এগিয়ে নেন ৩-০ ব্যবধানে। অবশ্য ৭৭ মিনিটে বরুসিয়ার জাদন সানচো একটি গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সেটা হয়নি। তার করা একটি গোলে ভর করে হারও এড়াতে পারেনি জার্মানির ক্লাবটি।
এই জয়ের ফলে ৫ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে পৌঁছেছে বার্সা। অন্যদিকে ডর্টমুন্ড নেমে গেছে ‘এফ’ গ্রুপের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। ৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। অবশ্য দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের সংগ্রহও ৫ পয়েন্ট। গোল ব্যবধানে তারা ডর্টমুন্ডের চেয়ে এগিয়ে রয়েছে।
অবশ্য এখনো একটি ম্যাচ বাকি রয়েছে। বার্সার সঙ্গে এই গ্রুপ থেকে কে যাচ্ছে শেষ ষোলোতে সেটা জানতে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত।
ঢাকা/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/2L1Ajxh
0 comments:
Post a Comment