
গুরুর বয়স ৩৮, শিষ্য ৪৮!
ক্রীড়া ডেস্কবরাবরই আইপিএল কোনো না কোনো চমক দেখায়।
ফ্রাঞ্চাইজি এ লিগের শুরু থেকে এখন পর্যন্ত প্রতি আসরেই ছিল চমক। কখনো খেলোয়াড়দের নিলামে চমক দেখায় তো কখনো মাঠের ক্রিকেটে। আবার কখনো মাঠের বাইরে। এবারের নিলামের শুরুতেও চমকের কমতি ছিল না।
প্যাট কামিন্সের কথাই ধরুন। ভারতে যখন নিলাম হচ্ছিল তখন অস্ট্রেলিয়ায় গভীর রাত। বড়দিনের উৎসবের আগে হঠাৎ তার উৎসব শুরু হয়ে যায়। কেনই বা হবে না। কোটিপতে যে হয়ে গেছেন তিনি।
বিশ্বের সেরা ফ্রাঞ্চাইজি লিগে তাকে নিয়ে টানাটানি হচ্ছিল চার দলের মধ্যে। ২ কোটি রুপি ছিল তার বেইজ প্রাইজ। একাধিক দলের টানাটানিতে তাকে শেষ পর্যন্ত লুফে নেয় কলকাতা নাইট রাইডার্স। সেটাও রেকর্ড দামে। ১৫.৫ কোটি রুপিতে বিকিয়ে আইপিএলে সবথেকে দামি বিদেশি ক্রিকেটারের রেকর্ড গড়েন কামিন্স। আর দেশি-বিদেশি দ্বিতীয়।
নিলামের শুরুটা হয়েছিল এমনটা। শেষটাতেও ছিল চমক। সেটা অবশ্য নামমাত্র মূল্যে! মাত্র ২০ লাখ রুপিতে কলকাতা দলে নেয় ৪৮ বছর বয়সি লেগ স্পিনার প্রবীন থাম্বেকে। ৪৮ বছর বয়সি ক্রিকেটারকে কোনো ফ্রাঞ্চাইজি দলে নেবে তা কল্পনাতেও ছিল না কারও। বিশেষ করে নিলামের প্রথম তিন পর্বে অবিক্রিত থাকার পর চতুর্থ পর্বে তাকে নেওয়া হবে তা অবিশ্বাস্য মনে হয়েছে অনেকের কাছে। কিন্তু কলকাতা এমন কাজটাই করেছে।
আইপিএলের ইতিহাসে সবথেকে বয়স্ক ক্রিকেটার থাম্বে। ৪১ বছর বয়সে তার আইপিএল অভিষেক। রাজস্থানের হয়ে আইপিএল মিশন শুরু করেছিলেন। ২০১৬ সলে খেলেছিলেন গুজরাত লায়ন্সের হয়ে। আইপিএলের শেষ তিন মৌসুম তাকে দলে নেয়নি কেউ। এবার কলকাতা মুম্বাইয়ের এ ক্রিকেটারকে দিচ্ছে আরেকটি লাইফলাইন। আইপিএলে ৩৩ ম্যাচে ২৮ উইকেট নেওয়া এ লেগ স্পিনার কেমন করে সেটাই দেখার।
কলকাতার দায়িত্বে এবার রয়েছেন ব্রেন্ডান ম্যাককালাম। যার বয়স ৩৮। আর থাম্বের বয়স ৪৮। শুরু-শিষ্যর বয়সের পার্থক্য মাঠের ক্রিকেটে কোনো প্রভাব পড়বে না নিশ্চিত। মাঠের বাইরেও হয়তো দুজন বিষয়টি নিয়ে মাথা ঘামাবেন না। তবে দুজনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ট্রল হচ্ছে। হয়তো আড়ালে উপভোগ করছেন তারাও!
ঢাকা/ইয়াসিন
from Risingbd Bangla News https://ift.tt/2QbsKG9
0 comments:
Post a Comment