
‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
নোয়াখালী প্রতিনিধিনোয়াখালীর চাটখিল উপজেলার হাঁটপুকুরিয়া এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনির হোসেন ওরফে কসাই মনির নিহত হয়েছেন।
সোমবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মনিরকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। রাতে তার দেওয়া তথ্যমতে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য তাকে সঙ্গে নিয়ে হাঁটপুকুরিয়ার গণি মিয়ার দরজা এলাকায় অভিযান চালানো হয়।
এসময় তার সহযোগিরা পুলিশের কাছ থেকে কসাই মনিরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে মনির ঘটনাস্থলে নিহত ও তিন পুলিশ সদস্য আহত হন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কসাই মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও বিভিন্ন ঘটনায় ১৬ মামলা রয়েছে।
নোয়াখালী/সুজন/বুলাকী
from Risingbd Bangla News https://ift.tt/2sXrmza
0 comments:
Post a Comment