
গাঙ্গুলির ‘সুপার সিরিজে’ বাংলাদেশের সম্ভাবনা কতোটুকু?
ক্রীড়া প্রতিবেদকবোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, ২০২১ সালে চারজাতির ওয়ানডে টুর্নামেন্ট অর্থ্যাৎ ‘সুপার সিরিজ’ আয়োজন করা হবে।
ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ছাড়া আরও একটি দল খেলবে সেই টুর্নামেন্টে। সেই দলটির নাম এখনও স্থির হয়নি। রোটেশন পলিসিতে চারজাতির এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা গাঙ্গুলির। প্রথম আসর বসবে ভারতে। পরের আসরগুলো অংশগ্রহণকারী দেশগুলোতে। এই টুর্নামেন্ট করার জন্য গাঙ্গুলি ইতিমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। ইতিবাচক সাড়াও পেয়েছেন তিনি। শীঘ্রই অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার।
টুর্নামেন্টের জন্য আলাদা জানালা করার কথাও ভেবে রাখা হয়েছে। ভারতে খেলা হলে তা হবে অক্টোবর-নভেম্বরে। ইংল্যান্ডে সেপ্টেম্বরে এবং অস্ট্রেলিয়ায় ফেব্রুয়ারি-মার্চ মাসের সময়। চতুর্থ দল কারা? এ নিয়ে জল্পনা-কল্পনা থেমে নেই। কেউ কেউ বলছেন ওয়েস্ট ইন্ডিজের নাম। কেউ বলছে পাকিস্তানের কথা। কারো মুখে নিউ জিলান্ড ও দক্ষিণ আফ্রিকার নাম।
সৌরভ গাঙ্গুলি চতুর্থ দল নিয়ে ধারণাই দেননি। ভারতের একাধিক গণমাধ্যম বলছে, বাণিজ্যিকভাবে সফলতার আশায় এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা হয়েছে। সেক্ষেত্রে চতুর্থ দল হিসেবে এমন দলকে বেছে নেওয়া হবে যাদের অংশগ্রহণে টুর্নামেন্ট সমৃদ্ধ হবে। পাশাপাশি খেলার মানের বিষয়টিও মাথায় রাখছে আয়োজকরা।
এশিয়ার তিন দেশ পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সম্ভাবনা কতোটুকু? রাজনৈতিক কারণে পাকিস্তানকে নিয়ে কোনো ভাবনা নেই ভারতের। পাশাপাশি ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সম্ভাবনা নেই বললেই চলে। শ্রীলঙ্কা ও বাংলাদেশ থাকতে পারে আলোচনার টেবিলে।
বাংলাদেশকে এগিয়ে রাখছে অনেকেই। সেটা দুটি কারণে। প্রথমত, ওয়ানডেতে বাংলাদেশ প্রতিশ্রুতিশীল বেশ কয়েক বছর ধরেই। দেশে এবং দেশের বাইরে পারফরম্যান্স ঈর্ষণীয়। জয়-পরাজয়ের পরিসংখ্যান উঠা-নামা করলেও ধারাবাহিকতা রয়েছে। দ্বিতীয়ত, বাণিজ্যিক ভাবনা। সবশেষ বিশ্বকাপে বাংলাদেশ যে ভেন্যুতেই খেলেছে প্রতিটিই ছিল হাউসফুল। দল ভালো করায় বাংলাদেশ যে মাঠেই যাচ্ছে সেখানেই সমর্থণ যোগাচ্ছেন সমর্থকরা। আর ঘরের মাঠে বাংলাদেশের খেলা মানে কানায় কানায় পূর্ণ গ্যালারি। বাংলাদেশকে নিয়ে খেলার আয়োজন করলে বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবে আয়োজকরা সেই চিন্তাও আছে।
গাঙ্গুলির ‘সুপার সিরিজে’ বাংলাদেশের থাকার সম্ভাবনা আছে, তা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গাঙ্গুলি অবশ্য বলেছেন,‘ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে টপ কোনো একটি দেশ নিয়ে চারজাতির এ টুর্নামেন্ট আয়োজন করবে।’ শীর্ষ দল বলতে গাঙ্গুলি কি বুঝিয়েছেন তা খোলাসা করে বলেননি বিসিসিআই প্রধান। তবে চতুর্থ দল বাছাইয়ে যেসব মানদন্ড তৈরি করা হয়েছে সেগুলো মিলে গেলে বাংলাদেশ কেন নয়?
তবে আনুষ্ঠানিক কিংবা মৌখিক কোনো প্রস্তাব বা আলোচনা আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। বিসিবির শীর্ষ পরিচালক রাইজিংবিডিকে বলেছেন,‘যদি বাংলাদেশ খেলার সুযোগ পায় অবশ্যই খেলবে। উইন্ডো বের করে হলেও অংশগ্রহণ করবে। তবে সুপার সিরিজ নিয়ে এখনও কোনো আমন্ত্রণ পায়নি। কোনো আলোচনাও হয়নি। যদি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট আগ্রহ দেখায় অবশ্যই বাংলাদেশ পার্টিসিপেট করবে।’
ঢাকা/ইয়াসিন
from Risingbd Bangla News https://ift.tt/2EKlZG7
0 comments:
Post a Comment