One can get information of Technology, Online income info, Health, Entertainment, Cooking & Recipe, Bye & Sale, Sports, Education, Exclusive news and many more in single bundle. ভান্ডার 24 থেকে আপনি পাচ্ছেন টেকনোলজি ইনফরমেশন, অনলাইনে ইনকাম ইনফরমেশন, হেলথ, এন্টারটেইনমেন্ট, কুকিং & রেসিপি, কেনা বেচা, স্পোর্টস, এডুকেশন, এক্সক্লুসিভ নিউজ ও আরো অনেক কিছু |

Tuesday, March 31, 2020

করোনা রোগীদের চিকিৎসা সেবা দেবে রোবট!

বাংলাদেশি একদল তরুণ প্রকৌশলী দাবি করেছেন, তাদের তৈরি রোবট করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে ডাক্তারদের সহযোগিতা করতে সক্ষম। বেসরকারি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয় বিভাগের প্রভাষক মেহেদী হাসান তার একজন সহকর্মী ও দুই শিক্ষার্থীকে নিয়ে এই রোবট তৈরি করেছেন। যার প্রতিটির দাম ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। মেহেদী হাসান বলেন, ‘আমাদের তৈরি করা রোবট চিকিৎসক এবং... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/3aAnpkF
Share:

শেষ হলো পদ্মাসেতুর মূল ৪২টি পিলারের কাজ

শেষ হলো পদ্মাসেতুর মূল ৪২টি পিলারের কাজ

শেখ মো. রতন

পদ্মাসেতুর ৪২টি পিলারের (খুঁটির) সবগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে কেবল ১৪টি স্প্যান ওঠানো। এরপর স্প্যানের ভেতরে রেলপথ ও ওপরের সড়কপথ বিস্তৃত করার কাজ শুরু হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে ২৬তম পিলারের কাজ শেষ করার মধ্য দিয়ে মোট ৪২টি পিলারের নির্মাণ কাজ শেষ হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর সবশেষ পিলারের ওপরের অংশের ঢালাই কংক্রিটিং শুরু করা হয়।

পদ্মাসেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম রাইডিজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এরপর আরও তিন দিনের মধ্যে এটি শক্ত আকার ধারণ করবে। আর প্রায় এক মাসের মধ্যে পুরোপুরি লোড নেওয়ার ক্ষমতা পাবে এ পিলার।

প্রায় সাড়ে চার বছর ধরে চলা পদ্মাসেতুর খুঁটির কাজ শেষের মধ্য দিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অতিক্রম করলো দেশের সবচেয়ে বড় এ প্রকল্প। মাঝখানে শুধুমাত্র খুঁটি জটিলতার কারণে কাজ পিছিয়েছে এক বছরের বেশি সময়। নদী তলদেশের মাটির গুণগত বৈশিষ্ট্য বদলে খুঁটি গেঁথেছেন সেতুর প্রকৌশলী ও নির্মাণ শ্রমিকরা।

এদিকে পদ্মাসেতুর ৪১টি স্প্যানের ২৭টি এ পর্যন্ত বসানো হয়েছে। বাকি রয়েছে মাত্র ১৪টি স্প্যান বসানোর কাজ। যা চলতি বছরের আগস্টে শেষ হবে বলে আশা করছির প্রকল্প সংশ্লিষ্টরা।

চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি জানায়, মূল সেতুর ৪১টি স্প্যানের মধ্যে মাওয়া এসেছে ৩৯টি। ২৭টি স্থাপন করা হয়েছে। যার দৈর্ঘ্য ৪ হাজার ৫০ মিটার। বাকি ২টি স্প্যান চীনে নির্মাণ শেষ করে রাখা। এখন সে দু‘টির ব্লাস্টিং ও পেইন্টিং কাজ চলছে। আগামী ২০ এপ্রিলের মধ্যে চীন থেকে এটি বাংলাদেশে রওনা দেবে। এরপরই পুরো সেতু একসঙ্গে দৃশ্যমান হবে।

৪২টি পিলারেই দাঁড়াবে ৬.১৫ কিলোমিটার লম্বা স্বপ্নের পদ্মাসেতু। এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব প্রায় ১৫০ মিটার। একেকটি খুঁটি ৫০ হাজার টন লোড নিতে সক্ষম।

পদ্মাসেতুর প্রকৌশলীরা জানান, মাঝনদী ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর ২২টি খুঁটিতে সবচেয়ে বেশি জটিলতা দেখা দিয়েছিল। প্রথমদিকে যে গভীরতার ধারণা নিয়ে কাজ এগোনে হচ্ছিল বাস্তবে তার সঙ্গে মেলেনি। এ নিয়েই বিপত্তি হয়েছিল সেতু নির্মাণে।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার শাওন বলেন, মঙ্গলবার সর্বশেষ পিয়ারের কাজ শেষ হয়েছে দেখে অসম্ভব ভালো লাগছে। কারণ সাব-স্ট্রাকচার অংশের এ কাজটা অনেক চ্যালেঞ্জিং ছিল। একসময় পদ্মা সেতুর পিলার তৈরিতে নদীর মাটির জটিলতার কারণে কিছু সমস্যা হয়েছিল। পরে নকশায় কিছু পরিবর্তন এনে সেই সমস্যা দূর করা হয়। তবে, আমি সবসময় বিশ্বাস করেছি সমস্যার কোনো না কোনো সমাধান পাওয়া যাবেই।
 


তিনি আরও বলেন, পিয়ারে বেইজড গ্রাউটিং, স্কিন গ্রাউটিং ও ফুললেন্থ স্টিল পাইলিং করা হয়েছে। আমাদের দেশে সাধারণত যেমন ব্যবহৃত হয় তার থেকে পদ্মা সেতুর বিয়ারিং প্যাডে ভিন্নতা আছে।

এসব কারণে আটকে যায় ২২টি পিলারের কাজ। সবশেষে এমন একটি পদ্ধতি প্রয়োগ করা হয় যাতে নদীর তলদেশে কৃত্রিম প্রক্রিয়ায় মাটি বদলে নতুন মাটি তৈরি করে পিলার গাঁথা যায়। এ বিশেষ ‘স্ক্রিন গ্রাউটিং’ পদ্ধতিতে প্রয়োগ করা সফলতা পাওয়া যায়।

পদ্মাসেতুর আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেল প্রধান অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী জানান, পাইপের ছিদ্র দিয়ে বিশেষ কেমিক্যাল নদীর তলদেশে পাঠিয়ে মাটির গুণাগুণ শক্ত করে তারপর সেখানে খুঁটি গাঁথা হয়েছে।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘কাজ শুরু করতে গিয়ে নদীর নিচে মাটির যে স্তর পাওয়া গেছে তা পিলার গেঁথে রাখার উপযোগী নয়। পরে নদীর তলদেশের মাটির গুণগত বৈশিষ্ট্য পরিবর্তন করে ড্রাইভিং করতে হয়েছে। এমন পদ্ধতিতে কোনো সেতুর খুঁটি নির্মাণ বাংলাদেশে প্রথমবারের মতো এবং বিশ্বে নজিরবিহীন।’

পদ্মাসেতু প্রকল্প সংশ্লিষ্টরা আরও জানান, এ প্রক্রিয়ার মাধ্যমে ১১টি খুঁটি গড়ে তোলা হয়েছে। সবশেষ ৪২ নম্বর খুঁটির কাজ এভাবে শেষ করা হলো। যা এখন কংক্রিটিংয়ের মাধ্যমে শেষ হয়েছে।

পদ্মাসেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম আরও জানান, মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৬.৭৫ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৮৩.৯৭ শতাংশ। মূল সেতু কাজের চুক্তিমূল্য ১২ হাজার ১৩৩.৩৯ কোটি টাকা এবং এ পর্যন্ত ব্যয় হয়েছে ১০ হাজার ১৮৮.০৭ কোটি টাকা।

নদীশাসন কাজের বাস্তব অগ্রগতি ৭০.৫০ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৫৫.০৫ শতাংশ। নদীশাসন কাজের চুক্তিমূল্য ৮ হাজার ৭০৭.৮১ কোটি টাকা এবং এ পর্যন্ত ব্যয় হয়েছে ৪ হাজার ৭৯৩.৯০ কোটি টাকা। সংযাগ সড়ক ও সার্ভিস এরিয়ার বাস্তব কাজের অগ্রগতি ১০০ শতাংশ।

মূল সেতুতে মোট ৪২টি এবং দুইপ্রান্তের ভায়াডাক্টে (৪৪+৪৭) ৯১টিসহ সর্বমোট ১৩৩টি পিয়ার রয়েছে। এখন সবগুলো পিলার বা খুঁটির কাজ শেষ হলো বলেও জানান প্রকল্প পরিচালক।

নদীতে ৬.১৫ কিলোমিটারসহ তিন জেলা মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর মিলিয়ে সাড়ে ৯ কিলোমিটার লম্বা পদ্মাসেতু। স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় এই নির্মাণ প্রকল্পে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা। আগামী বছর জুনে পদ্মা সেতু খুলে দেওয়া হবে। তখন একসঙ্গে সড়ক ও রেলপথে চালু হবে। এখন পর্যন্ত পদ্মা সেতুর ৪ কিলোমিটার দৃশ্যমান হয়েছে।



মুন্সীগঞ্জ/এসএম



from Risingbd Bangla News https://ift.tt/2USwH4N
Share:

ভর্তি সংকটে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো

ভর্তি সংকটে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো

আবু বকর ইয়ামিন

করোনাভাইরাসের কারণে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিছু প্রতিষ্ঠান অনলাইনে কার্যক্রম পরিচালনা করার উদ্যোগ নিলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে কেউ সেভাবে পেরে উঠছে না।

এর মধ্যে আবার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময় চলছে। বিভিন্ন প্রতিষ্ঠান এর মধ্যে ভর্তির বিজ্ঞপ্তিও দিয়েছে। এপ্রিলের মাঝামাঝিতে তাদের শেষ সময়। কিন্তু এমন সময়ে করোনাভাইরাস হানা দেওয়ায় বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কার্যক্রম ব্যহত হচ্ছে। এমন পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী ভর্তিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা।

তারা বলছেন, অনলাইনে একাডেমিক কার্যক্রম সীমিত পরিসরে চালিয়ে যাওয়া যাচ্ছে। কিন্তু ভর্তি প্রক্রিয়া একটি মহাযজ্ঞ। এ কাজটি এমন পরিস্থিতে সবাইকে সেভাবে কানেক্ট করার সুযোগ নেই। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে সামার সেমিস্টারের ভর্তি ফরমের অনেকটাই এখনও অবিক্রিত। করোনার পরস্থিতি কবে স্বাভাবিক হয় তাও ঠিক বলা যাচ্ছে না। এরপর ঈদের বন্ধ। সবমিলিয়ে একটা সংকটের মুখে পড়ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের সেমিস্টারে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি পরীক্ষার তারিখ ছিল আগামী ৩ এপ্রিল। আর স্নাতক প্রোগ্রামে ভর্তির তারিখ ছিল ১৭ এপ্রিল। করোনা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে স্নাতক ও স্নাতকোত্তর উভয় ভর্তি পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম বলেন, ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থী পরিবারের সঙ্গে ঢাকার বাইরে অবস্থান করছে। এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ভাবার সুযোগ কম। করোনা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া পেছাতে হবে।

বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার সোহেল হাসান নিপু জানান, আমাদের সামার সেমিস্টারের ভর্তি কার্যক্রম এ সময়ে শুরু হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় সেটি স্থগিত আছে। ঈদের আগে মনে হয় না শুরু করা যাচ্ছে। তখন কতটা পরিস্থিতি সামাল দেওয়া যাবে সেটি বোঝা যাচ্ছে না। বলা যেতে পারে এটি আমাদের জন্য বড় ধাক্কা।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ সূত্রে জানা যায়, ইতোমধ্যে ভর্তি পরীক্ষা নিতে পারলেও বর্তমান পরিস্থিতিতে ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে তাদের।

জানা যায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারে ভর্তি ফরম বিক্রি শুরু হয়েছে মার্চের মাঝামাঝি সময়ে। আবেদন করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ৯ এপ্রিল পর্যন্ত। বাড়তে পারে ছুটি, হতে পারে তা আসন্ন ঈদ পর্যন্ত। তবে অনলাইনে তাদের কার্যক্রম চললেও এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের দিক থেকে তেমন সাড়া পাচ্ছে না বিশ্ববিদ্যালয়টি। এজন্য বিশ্ববিদ্যালয়টির সামার সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

ভর্তি বিভাগ সূত্র বলছে, ড্যাফোডিলের সামার সেমিস্টারে ভর্তি আবেদন শেষ হওয়ার কথা ছিল আগামী ১৫ এপ্রিল। ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় ১৭ এপ্রিল। অনলাইনে কাগজপত্র জমা নিয়ে যাচাই-বাছাই করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিয়ে শিক্ষার্থীদের ভর্তি ফরম দিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে খুব বেশি সাড়া নেই। কিছু শিক্ষার্থী ও অভিভাবক মোবাইল ফোনে যোগাযোগ করে খোঁজখবর নিচ্ছেন।

সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, সরকারের নির্দেশনার পর থেকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ভর্তি কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ। সামার সেমিস্টারের এ ধাক্কা বছরজুড়েই থাকবে বলে আশঙ্কা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের।

জানতে চাইলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন বলেন, এটি একটি বৈশ্বিক সমস্যা। সবাই কিছু না কিছু সমস্যায় পড়বে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও এর প্রভাবমুক্ত নয়। এটি দীর্ঘায়িত হলে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোরও একাডেমিক কার্যক্রম বিঘ্ন ঘটবে। কারণ অধিকাংশ বিশ্ববিদ্যালয়েরই অনলাইনে কার্যক্রমের পর্যাপ্ত সক্ষমতার নেই।

এছাড়া শিক্ষার্থী ভর্তিতেও একটি প্রকট সমস্যা সৃষ্টি হবে তুলনামূলক দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয়গুলোর। ইতোমধ্যে সমস্যা তৈরি হয়েছে। তবে প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর হয়তো সে সংকট কেটে উঠতে পারবে বলে আশা করছি।

 

ঢাকা/ইয়ামিন/জেডআর



from Risingbd Bangla News https://ift.tt/39wWSDx
Share:

কোয়ারেন্টাইনে থাকাদের সেলফি বাধ্যতামূলক!

কোয়ারেন্টাইনে থাকাদের সেলফি বাধ্যতামূলক!

নিউজ ডেস্ক

সেলফি তুলতে কে না ভালবাসে, তবে ভারতের কর্ণাটকে এই সেলফি এখন বাধ্যতামূলক। না সবার জন্য নয়, হোম কোয়ারেন্টাইনে থাকাদের জন্য এই নির্দেশনা।

হোম কোয়ারেন্টাইনে থাকাদের প্রতি ঘণ্টায় সেলফি তোলার ফরমান জারি করেছে কর্ণাটকের রাজ্য সরকার।

কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ডা. কে সুধাকর নির্দেশ দিয়েছেন, যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের সকলকে নিজের মোবাইল থেকে প্রতি ঘণ্টায় সেলফি তুলে পাঠাতে হবে রাজ্য সরকারের একটি সাইটে। এই নির্দেশিকার অমান্য করলে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের কাছে বা তাদের বাড়িতে পৌঁছে যাবে রাজ্য সরকারের নির্দিষ্ট একটি দল। তারা তখন ওই ব্যক্তিকে সরকারের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাবে।

হোম কোয়ারেন্টাইনের নাম করে যাতে কেউ বাইরে ঘুরতে না পারে বা সংক্রমণ ছড়াতে না পারে তাই পদক্ষেপ।

সোমবার দেশে মাত্র একদিনে ২২৭ জনের সংক্রমণের কথা জানা যায়। তারপরই রাজ্যের এই পদক্ষেপ।

সেলফি তুলে রাজ্য সরকারকে পাঠানোর জন্য তাদের মোবাইলে প্রথমে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর সেই অ্যাপের মাধ্যমে ছবি তুলে পাঠাতে হবে রাজ্য সরকারের উল্লিখিত দপ্তরে।

তবে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোনও সেলফি তুলতে হবে না।

সূত্র: সংবাদ প্রতিদিন

 

ঢাকা/টিপু



from Risingbd Bangla News https://ift.tt/341Lj6n
Share:

আগামী দুই-তিন সপ্তাহ সবচেয়ে কঠিন সময় হবে : ট্রাম্প

আগামী দুই-তিন সপ্তাহ সবচেয়ে কঠিন সময় হবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য করোনা মহামারিতে আগামী দুই সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) করোনাভাইরাস বিষয়ক হোয়াইট হাউজের নিয়মিত ব্রিফিংয়ে ট্রাম্প এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্টের সঙ্গে মঞ্চে ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং দুজন চিকিৎসক।

ট্রাম্প বলেন, আমাদের দেশ এখন এমন এক পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে যেমনটি আগে কখনো হয়নি। যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য করোনা মহামারিতে আগামী দুই সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে। আমি চাই এর জন্য সবাই প্রস্তুত থাকুক। 

প্রেসিডেন্ট বলেন, আশার কথা হচ্ছে যেভাবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, শেষের দিকে হয়তো কিছুটা আশার আলো দেখতে পাবো। তবে এই দুই সপ্তাহ খুবই কষ্টদায়ক হতে যাচ্ছে।

এসময় করোনা প্রতিরোধে ট্রাম্পের তৈরি টাক্স ফোর্সের অন্যতম কর্মকর্তা ডা. ডেবোরা ব্রিক্স বলেন, আমেরিকানরা যদি পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলাফেরা করে তবুও ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার মানুষ মারা যাবে। যা ভিয়েতনাম যুদ্ধে আমেরিকান নিহতের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে।

যুক্তরাষ্ট্র পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলাফেরা করার মেয়াদ আনুষ্ঠানিক ভাবে আরো তিরিশ দিনের জন্য বাড়িয়ে দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে মোট মৃতের সংখ্যা চীনের মৃতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৭৭৪ জন। যার মধ্যে এক চতুর্থাংশ মারা গেছেন একমাত্র নিউইয়র্ক শহরেই।

বিপরীতে চীনে মারা গেছেন মোট ৩ হাজার ৩০৫ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন অন্তত ৭৭০ জন। এখন পর্যন্ত এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১ লাখ ৮৭ হাজার ৩২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় ২৫ হাজারের কাছাকছি।

সূত্র :বিবিসি, সিএনএন

 

ঢাকা/জেনিস



from Risingbd Bangla News https://ift.tt/341Lizl
Share:

আপনি জানেন কি?

আপনি জানেন কি?

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটের খুঁটিনাটি অনেক রেকর্ড আমাদের অজানা। তেমন-ই এক রেকর্ডের তথ্য দেব এবার।

আপনি জানেন কি, প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি অলরাউন্ড নৈপুণ্য (১০০০০ রান ও ১০০০ উইকেট) দেখিয়েছেন কোন ক্রিকেটার?

ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার উইলিয়াম গিলবার্ট গ্রেস সংক্ষেপে ডব্লিউ জি গ্রেস এ রেকর্ডের মালিক। ব্যাট হাতে ৫৪২১১ রান করেছেন তিনি। বল হাতে উইকেট নিয়েছেন ২৮০৯। ১৮৬৫ থেকে ১৯০৮ পর্যন্ত মোট ৮৭০ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। নামের পাশে আছে ১২৪ সেঞ্চুরি। বল হাতে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি আছে ২৪০ বার।

 

ঢাকা/ইয়াসিন



from Risingbd Bangla News https://ift.tt/2R0E3Ck
Share:

করোনাভাইরাস নিয়ে অপপ্রচারের পোস্ট ডিলিট!

করোনাভাইরাস নিয়ে অপপ্রচারের পোস্ট ডিলিট!

আন্তর্জাতিক ডেস্ক

ফেসবুক বা টুইটার রাষ্ট্রনেতাদের পোস্ট ডিলিট করেছে এমন ঘটনা বিরল। অতীতে রাষ্ট্রনেতারা ভুয়া বিষয় প্রচার করছেন এমন প্রমাণিত হওয়ার পরও সেসব পোস্ট ডিলিট করা হয়নি।

এমনকি টুইটার বলেছিল, বিশ্বনেতারা নিয়ম ভাঙলেও তারা এসব পোস্ট ডিলিট করবে না, কারণ সাধারণ মানুষের এগুলো নিয়ে বিপুল আগ্রহ আছে।

কিন্তু করোনাভাইরাস নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো পোস্ট ডিলিট করা হচ্ছে।

ইতোমধ্যে বিভিন্ন দেশের কয়েক জন রাষ্ট্রনেতার পোস্ট ডিলিট করেছে। এসব পোস্টে করোনাভাইরাস সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল।

ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোর এরকম একটি ভিডিও ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট করেছে। পোস্টে দাবি করা হয়েছিল ‘হাইড্রোক্সিক্লোরোকুইন’ করোনাভাইরাসের চিকিৎসায় খুবই কার্যকর।

টুইটার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর টুইট ডিলিট করেছে একই কারণে। করোনাভাইরাস প্রতিরোধের একটি ঘরোয়া টোটকা চিকিৎসা টুইট করেছিলেন তিনি।

করোনাভাইরাস নিয়ে গুজব আর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে বিরাট চাপের মুখে আছে ফেসবুক আর টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো। তাই তারা পোস্ট ডিলিট করেছে।

সূত্র: বিবিসি


ঢাকা/জেনিস



from Risingbd Bangla News https://ift.tt/3dU6Su6
Share:

চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

হিলি (দিনাজপুর) সংবাদদাতা

তিন লাখ টাকার চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগের সভাপতি ময়নুল ইসলামকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) তাকে দিনাজপুর জেল-হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দিনাজপুরের ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

ময়নুল ইসলাম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণ, পুলিশকে লাঞ্চিত ও মাদকদ্রব্য বহন ও খাওয়ার অপরাধে ৮টি মামলা রয়েছে।

ডুগডুগির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান তার বিরুদ্ধে এই তিন লাখ টাকার চাঁদাদাবির মামলা দায়ের করেন। মামলায় ময়নুল ইসলামকে সোমবার ডুগডুগি হাট থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় হিলি-হাকিমপুর সার্কেল এএসপি আখিউল ইসলাম উপস্থিত ছিলেন।

ওসি আমিনুল ইসলাম জানান, ২০১৯-২০২০ সালের অর্থ বছরের ওয়াস বোলোক এর কাজের ১৪ লাখ এবং সিলিফ ক্ষুদ্র মেরামত কাজের ৩ লাখ এ নিয়ে মোট ১৭ লাখ টাকার কাজের জন্য ডুগডুগির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নানের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন ময়নুল ইসলাম। এর মধ্যে চাঁদার ৬৫ হাজার টাকা গত ১৪/০২/২০ তারিখে এবং ৭৫ হাজার টাকা গত ২০/২/২০ তারিখে গ্রহণ করেন। আর অবশিষ্ট ১ লাখ ৬০ হাজার চাঁদার টাকার জন্য গত ২০/২/২০ তারিখ সন্ধ্যায় ডুগডুগিরহাট বাবুর হোটেলের সামনে আ. মান্নান মণ্ডলকে আটক করেন ময়নুল।

পরে তিনশত টাকা মূল্যের নন-জুটিসিয়াল স্ট্যাম্পে তার ইচ্ছার বিরুদ্ধে স্বাক্ষর নেন এবং অবশিষ্ট ১ লাখ ৬০ হাজার টাকা চাঁদার জন্য মারপিট করেন।

এই ঘটনায় প্রধান শিক্ষক আ. মান্নান ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

মোসলেম/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/39AaVYU
Share:

করোনায় মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে

দুনিয়াজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় ১ এপ্রিল বুধবার সকালে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছে। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা আট লাখ ৫৮ হাজার ৭৮৫। এর মধ্যে ৪২ হাজার ১৫১ জনের... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2yjCAAs
Share:

শরণার্থীদের স্বাস্থ্য ঝুকিঁ নিয়ে উদ্বিগ্ন ইউএনএইচসিআর

করোনাভাইরাসের কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া শরণার্থীরা বড় ধরনের স্বাস্থ্য ঝুকিঁতে রয়েছে। রোহিঙ্গাসহ সব শরণার্থীদের করোনা প্রতিরোধের জন্য জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর নিয়েছে বড় ধরনের উদ্যোগ। এজন্য ২৬ মার্চ প্রায় ২৬ কোটি ডলারের তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এছাড়া শরণার্থী শিবিরগুলোর জন্য নতুন পদক্ষেপ নিচ্ছে তারা। মঙ্গলবার (৩১ মার্চ) সংস্থাটি থেকে পাঠানো সংবাদ... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/340YCDT
Share:

চোরাচালান বন্ধে গণকমিটি গঠনের নির্দেশ দিলেন বঙ্গবন্ধু

সীমান্তে চোরাচালান বন্ধে জনগণকে সঙ্গে নিয়ে গণকমিটি গঠনের আহ্বান জানান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি চট্টগ্রাম ও খুলনা সফর শেষ করে দিনাজপুরে গিয়ে এক জনসভায় এ আহ্বান জানান। দিনটি ছিল ১৯৭২ সালের ২ এপ্রিল। এর আগে চোরাচালান বন্ধ করতে উদ্যোগ নেওয়া জরুরি বলে মত দেয় ব্যবসায়ী মহল, এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সফর উপলক্ষে এ বিষয়ে একটি চুক্তির বিষয়েও আলাপ শুরু করে বলে ওই... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2USo0aU
Share:

দিনমজুরকে কুপিয়ে হত্যা

দিনমজুরকে কুপিয়ে হত্যা

মেহেরপুর সংবাদদাতা

মেহেরপুরের গাংনীতে উমর আলী (৪৮) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে তুচ্ছ ঘটনায় কেন্দ্র করে উমরের ওপর হামলা করে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান।

এ ঘটনায় নিহতের স্ত্রী পারভিনা খাতুন (৪২) গুরুতর আহত হয়েছেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি ওবাইদুর রহমান জানান, গমের নাড়া কাটা নিয়ে উমর আলীর সঙ্গে একই গ্রামের বুলু মিয়ার ছেলে জাহিদুল ইসলামের বিরোধ বাধে। এ নিয়ে রাতে জাহিদুল ইসলাম লোকজন নিয়ে উমর আলীর ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেন। তাকে ঠেকাতে এগিয়ে যান স্ত্রী। এসময় তারা স্বামী-স্ত্রীকে ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে জখম করেন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী হাসপাতালে পাঠালে চিকিৎসকরা উমর আলীকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় নিহতের স্ত্রীকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।

থানার এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার সাথে জড়িতের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

জাকির/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/2Jveqpe
Share:

টিলা কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

টিলা কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখায় টিলার মাটি কেটে পরিবহনের দায়ে ছমর উদ্দিন নামের এক ট্রাক্টর মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার কেছরিগুল এলাকায় এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক।

ছমর উদ্দিন উপজেলার মহুবন্দ এলাকার মৃত মঈন উদ্দিনের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান জানান, অবৈধভাবে টিলার মাটি কেটে পরিবহনের দায়ে ট্রাক্টর মালিক ছমর উদ্দিনকে জরিমানা করা হয়েছে। টিলা কাটা বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান চলবে।

 

সাইফুল্লাহ/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/2R1zuYk
Share:

হ্যারি-মেগানের সাধারণ জীবন শুরু

হ্যারি-মেগানের সাধারণ জীবন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটেনের রাজসিংহাসনের প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল রাজপরিবার থেকে বের হয়ে সাধারণ জীবনে প্রবেশ করেছেন

বুধবার (১ এপ্রিল) থেকেই শুরু হয়েছে তাদের নতুন এক সাধারণ জীবন।
মঙ্গলবার (৩১ মার্চ) ছিল তাদের রাজপরিবার থেকে বের হয়ে যাওয়ার শেষ দিন। সেদিন থেকেই রাজকীয় উপাধি ডিউক অব সাসেক্স এবং ডাচেস অব সাসেক্স পরিত্যাগ করেছেন।

সাসেক্সের এক মুখপাত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, গত জানুয়ারিতে তারা ঘোষণা দিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে রাজপরিবার ছাড়ার পর থেকে তাদের দাতব্য প্রতিষ্ঠান, ওয়েবসাইট এবং ইনস্ট্রাগ্রাম অ্যাকউন্টেও তারা রাজকীয় উপাধি ব্যবহার করবেন না। এমনকি রাজপরিবারের কোনো দায়িত্ব তারা আর পালন করবেন না।

সাসেক্সের ওই মুখপাত্র বলেন, ডিউক অব সাসেক্স এবং ডাচেস অব সাসেক্স নতুন মাস (এপ্রিল) থেকেই সাধারণ জীবনে প্রবেশ করছেন।
এর আগে হ্যারি-মেগান রাজপরিবার থেকে বের হয়ে যাওয়ার যৌথ বিবৃতি পুরো ব্রিটেনে হইচই ফেলে দেয়। ওই বিবৃতিতেই তারা জানিয়ে ছিলেন, রাজপরিবারের ব্যয়ের জন্য বরাদ্দকৃত অর্থ তারা আর নেবেন না।

বিবৃতিতে তারা আরো বলেন, আমরা রাজপরিবারের সদস্য হিসেবে পদত্যাগ করার এবং মহামান্য রানিকে সমর্থন অব্যাহত রেখে আর্থিকভাবে স্বতন্ত্র হওয়ার জন্য কাজ করার পরিকল্পনা নিয়েছি। আমরা রাজপরিবারের ‘জ্যেষ্ঠ’ সদস্যের দায়িত্ব থেকে সরে আসতে চাইছি। পাশাপাশি মহামান্য রানির প্রতি আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে।

জানা গেছে, তারা উত্তর আমেরিকায় একটি দাতব্য প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং আফ্রিকায় নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করার পরিকল্পনা করেছেন।
রাজকীয় দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর কিছুদিন কানাডায় ছিলেন এ দম্পতি। সম্প্রতি তারা কানাডা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন।

রাজপরিবার ছাড়ার কারণে কানাডা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে আর কোনো বাড়তি সুবিধা পাচ্ছেন না তারা। আনুষ্ঠানিকভাবে রাজপরিবার ছাড়ার একদিন আগেই বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি ব্রিটিশ রানি ও যুক্তরাজ্যের একজন ভালো বন্ধু ও ভক্ত। তবে যুক্তরাষ্ট্র প্রিন্স হ্যারি ও মেগানের নিরাপত্তার খরচ ওয়াশিংটন দেবে না। এর ব্যয় তাদেরই বহন করতে হবে।

হ্যারি ও মেগান দম্পতির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘যুক্তরাষ্ট্র সরকারের কাছে নিরাপত্তা চাওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।’

 

 ঢাকা/জেনিস



from Risingbd Bangla News https://ift.tt/3ay22Rb
Share:

অবশেষে হচ্ছে সেই হাসপাতাল

অবশেষে হচ্ছে সেই হাসপাতাল

জ্যেষ্ঠ প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে আকিজ গ্রুপ। স্থানীয়দের বাধার মুখে হাসপাতাল নির্মাণের কাজ বন্ধ হয়েছিল। পুলিশের হস্তক্ষেপে সে বাধা কেটেছে। ওই হাসপাতাল তৈরিতে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘এখানে যে হাসপাতাল হবে, তার কাগজপত্র আমরা কর্তৃপক্ষের কাছে দেখতে চেয়েছি। তারা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের কাগজপত্র দেখিয়েছে। জনগণের স্বার্থে হাসপাতাল নির্মাণে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে।’

তেজগাঁওয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, আকিজ গ্রুপের প্রায় দুই বিঘা জমি খালি আছে। সেখানে এ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিছুদিন নির্মাণকাজ চলার পর তা বন্ধ হয়ে যায়।

সেখানকার নিরাপত্তা প্রহরী মোফাজ্জল হোসেন বলেন, ‘এখানে হাসপাতাল নির্মাণ হবে। কিন্তু শ্রমিক সংকট বা নির্মাণ উপকরণের দোকান খোলা না থাকায় আপাতত কাজ বন্ধ আছে। শিগগিরই হাসপাতাল নির্মাণের কাজ পুনরায় শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।’

স্থানীয় কাউন্সিলর শফিউল্লহ শফিক বলেন, ‘হাসপাতাল হলে এলাকার লোকজনের সুবিধা। চিকিৎসার জন্য দূরে যেতে হবে না। এখানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল করা হবে না কি অন্য কিছু, তা নির্মাণ হলেই বোঝা যাবে।’

হাসপাতাল যেন না হয়, এজন্য আপনি লোকজন নিয়ে বাধা দিয়েছেন কি না? এমন প্রশ্নের জবাবে শফিক বলেন, ‘প্রশ্নই আসে না। তাহলে আমি কী করে বলছি হাসপাতাল হওয়ার কথা।?’

স্থানীয় বাসিন্দা হেদায়েত উল্লাহ বলেন, ‘এখানে করোনা রোগীদের জন্য হাসপাতাল হলে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কেননা, এটি ছোঁয়াচে রোগ। তবে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে এ ধরনের হাসপাতাল হবে না।’

স্থানীয়দের অনেকেই এখানে হাসপাতাল করার পক্ষে মত দিলেও তা যেন করোনা রোগীদের জন্য না হয়, সে দাবি তোলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতাল নির্মাণ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেটি প্রশমিত করতে স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সমঝোতা বৈঠক হয়। এর পর এখানে হাসপাতাল নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

৩০১ শয্যার এ হাসপাতাল নির্মাণের অন্যতম উদ্যোক্তা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘হাসপাতালটা হওয়ার জরুরি। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে এর কোনো বিকল্প নেই। এখানে করোনা রোগীর চিকিৎসার নামে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।’

 

ঢাকা/মাকসুদ/রফিক



from Risingbd Bangla News https://ift.tt/39BRWgG
Share:

করোনায় মৃত বেড়ে ৪২,১৩০

করোনায় মৃত বেড়ে ৪২,১৩০

নিউজ ডেস্ক

বিশ্বের ২০২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। প্রতিদিনই হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসে। মারা যাচ্ছে হাজারে হাজারে। প্রতিনিয়তই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল, লাশের সারি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ লাখ ছাড়িয়েছে (৮,৫৭,৮৫০)। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪২ হাজার ১৩০ জন।

তার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে, ১২ হাজার ৪২৮ জন। ৮ হাজার ৪৬৪ জন মারা গেছে স্পেনে। মার্কিন যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৮৮৩। মঙ্গলবার পর্যন্ত ফ্রান্সে মারা গেছে ৩ হাজার ৫২৩ জন। ৩ হাজার ৩০৫ জন চীনে। ইরানে মারা গেছে ২ হাজার ৮৯৮ জন। যুক্তরাজ্যের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৭৮৯ জন। জার্মানিতেও বাড়ছে মৃতের সংখ্যা, ৭৭৫।

বিশ্বব্যাপী ইতিমধ্যে ১ লাখ ৭৭ হাজার ১৪১ জন করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে সেরে উঠেছেন।

 

ঢাকা/আমিনুল



from Risingbd Bangla News https://ift.tt/3bJUNFZ
Share:

চিকিৎসক ও কর্মকর্তাদের পিপিই দিলেন পরিবেশমন্ত্রী

চিকিৎসক ও কর্মকর্তাদের পিপিই দিলেন পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়, বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়লেখা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং  পুলিশকে ১০০ পিস পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দেওয়া হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন ব্যক্তিগত উদ্যোগে এগুলো সরবরাহ করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে মন্ত্রীর পক্ষে সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদের হাতে পিপিই তুলে দেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) কবিরুজ্জামান চৌধুরী ও ব্যক্তিগত কর্মকর্তা (পিও) রাজিব দেবনাথ।

এরপর বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং পুলিশ কর্মকর্তাদের হাতে পিপিই তুলে দেওয়া হয়। এ সময় মন্ত্রীর এপিএস ও পিও ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক লিটন শরীফ।

পিপিই দেওয়ায় পরিবেশমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদসহ সংশ্লিষ্টরা।

 

মৌলভীবাজার/সাইফুল্লাহ/রফিক



from Risingbd Bangla News https://ift.tt/342tFix
Share:

অপরিকল্পিত ত্রাণ বিতরণে বিপদের শঙ্কা

অপরিকল্পিত ত্রাণ বিতরণে বিপদের শঙ্কা

এসকে রেজা পারভেজ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে লোক চলাচল, ব্যবসা-বাণিজ্যসহ অনেক কিছু স্থবির হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও ছিন্নমূল মানুষ।

এসব লোকজনের পাশে দাঁড়াচ্ছে সরকার, প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খাদ্য সংকটে পড়া ব্যক্তিদের দেওয়া হচ্ছে ত্রাণ। তবে অপরিকল্পিতভাবে খাদ্যসামগ্রী বিতরণের এই প্রক্রিয়ায় বিপদের শঙ্কা তৈরি হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে যখন জনসমাগম এড়ানোই প্রধান লক্ষ্য, তখন এই ত্রাণ বিতরণকে কেন্দ্র করে হাজারো মানুষের জমায়েত নিজের পায়ে কুড়াল মারার মতো বলে মনে করা হচ্ছে।

গত ২৬ মার্চ ‘ঘরে থাকুন’ স্লোগান নিয়ে যে ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা ও সব ধরনের গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে তার প্রধান উদ্দেশ্য গণজমায়েত এড়ানো। পরিস্থিতি বিবেচনায় সরকার ১১ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়িয়েছে। যেহেতু করোনাভাইরাসের প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি, তাই ঘরে থাকাকেই প্রধান প্রতিরোধ ব্যবস্থা হিসেবে মানা হচ্ছে বিশ্ববব্যাপী।

করোনা প্রতিরোধে সমাজের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের পরই বিভিন্ন প্রতিষ্ঠান ও মানুষ এগিয়ে এসেছেন। দিনমজুর ও ছিন্নমূল অসহায় মানুষদের জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এতে কিছুটা হলেও উপকৃত হচ্ছেন নিম্ন আয়ের মানুষগুলো।

গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন জায়গায় এসব খাদ্যসামগ্রী বিরতণ হয়েছে। কিন্তু ত্রাণ বিতরণ করতে গিয়ে গণজমায়েতের বিষয়টি মাথায় রাখছেন না তারা। মঙ্গলবার বিভিন্ন স্থানে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) গাড়ির সামনেও ঘা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে পণ্য নিতে দেখা গেছে।

গত কয়েকদিনে ঢাকা উত্তর সিটি করেপারেশনের পক্ষ থেকে পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু ও ১ লিটার করে তেল বিতরণ করা হয়। সংকট থাকা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ৫৪টি সাধারণ ওয়ার্ড ও ১৮টি সংরক্ষিত ওয়ার্ডেও একই পরিমাণে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। কিন্তু প্রতিদিনই ত্রাণ বিতরণ করতে গিয়ে ব্যাপক গণজমায়েত হচ্ছে।

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ছিন্নমূল ৫০ হাজার মানুষের মাঝে খাদ্যবিতরণ কর্মসূচি শুরু করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গত শনিবার মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। তবে এখানেও একই অবস্থা—গণজমায়েত ঘটিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অন্যান্য প্রতিষ্ঠান এবং সংস্থার ত্রাণ বিতরণেও একই চিত্র দেখা গেছে।

ঢাকার দুই সিটি করেপারেশসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান যারা গত কয়েকদিনে খাদ্যসামগ্রী বিতরণ করেছে, তার প্রায় সবক্ষেত্রে ব্যাপক লোকসমাগম হয়েছে। ত্রাণ নিতে কাড়াকাড়ির কারণে এক পর্যায়ে দক্ষিণ সিটি করপেোরেশন এ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তারা ওয়ার্ড ভিত্তিতে নিম্ন আয়ের মানুষের তালিকা করে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ সিদ্ধান্ত নিলেও অন্যরা গণজমায়েত ঘটিয়েই খাদ্যসামগ্রী বিতরণ করছেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল।

এভাবে খাদ্যসামগ্রী বিতরণ কতটা নিরাপদ, জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন রাইজিংবিডিকে বলেন, এভাবে আসলে ত্রাণ বিতরণ করা ঠিক নয়, যেখানে গণজমায়েত হয়। তবে আমরা চেষ্টা করেছি, দূরত্ব বজায় রেখে এই কার্যক্রম পরিচালনা করতে। কিন্তু বিশৃঙ্খলা দেখা দেওয়ার পরই আমরা তা বন্ধ করে দিয়েছি।

তিনি বলেন, ‘এখন আমরা মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণের জন্য ওয়ার্ডভিত্তিক কমিটি করছি। ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৪৯টির তালিকা তৈরি হয়েছে। আমরা ছিন্নমূল কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিতে চাই।’

হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, এভাবে জমায়েত ঘটিয়ে খাদ্যসামগ্রী বিতরণে হয়তো নিম্ন আয়ের মানুষের উপকার হবে, তবে সেই সাথে চরম বিপদের আশঙ্কাও তৈরি হবে। কারণ, এখন এমন এক মুহূর্ত যেখানে সামাজিক দূরত্ব তৈরি করাই করোনা প্রতিরোধের প্রধান এবং একমাত্র উপায়। সুতরাং পেটের ক্ষুধা নিবারণ করতে গিয়ে বিপদ ডেকে আনা মানে জীবন বিপন্ন হওয়া।

তিনি বলেন, ‘যারা কর্মহীন অসহায় মানুষকে খাবার বিরতণ করছেন, তাদের উচিত খোঁজ-খবর নিয়ে তালিকা করে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া। এক্ষত্রে স্থানীয় কাউন্সিলর বা জনপ্রতিনিধি যারা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। কারণ, এলাকায় কারা সংকটে আছেন তারা ভালো জানবেন। সিটি করপোরেশনেরও এভাবে ত্রাণ বিতরণ করা উচিত।’

 

ঢাকা/পারভেজ/রফিক



from Risingbd Bangla News https://ift.tt/2WWtWSG
Share:

স্বাস্থ্যকর্মীদের জন্য ২ হাজার পিপিই দিলেন মেয়র

স্বাস্থ্যকর্মীদের জন্য ২ হাজার পিপিই দিলেন মেয়র

নরসিংদী প্রতিনিধি

করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের জন্য ২ হাজার ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) দিয়েছেন নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল।

মঙ্গলবার (৩১ মার্চ) নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন তিনি।

আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দৃঢ় মনোবল নিয়ে করোনা মোকাবিলায় চিকিৎসক ও নার্সদের প্রতি আহ্বান জানিয়েছেন কামরুজ্জামান কামরুল।

এ বিষয়ে চিকিৎসকদের সার্বিক সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন নরসিংদী পৌরসভার মেয়র।


হানিফ/রফিক/নাসিম 



from Risingbd Bangla News https://ift.tt/3aEIavO
Share:

করোনার সময়েও ঘরছাড়া দেড় শতাধিক পরিবার

করোনার সময়েও ঘরছাড়া দেড় শতাধিক পরিবার

ঠাকুরগাঁও সংবাদদাতা

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে লোকজনকে ঘরে থাকতে বলা হচ্ছে। অথচ এ সময়ে ঘরছাড়া হয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার শিববাড়ী গ্রামের দেড় শতাধিক পরিবারের সদস্যরা।

একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পুলিশি আতঙ্কে এখন বাড়িতে থাকতে পারছেন না গ্রামবাসী। গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন তারা। আজ এখানে তো কাল ওখানে অবস্থান করছেন তারা।

গত ১০ মার্চ ওই এলাকায় সামসুল নামের এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন নিহতের মা জুলেখা বেওয়া।

পুলিশি আতঙ্কে থাকা ওই গ্রামের মাহমুদা, লতিফা, হোসনেআরাসহ কয়েকজন বলেন, ‘সামসুল হত্যা মামলায় যে সাতজনের নাম উল্লেখ আছে তাদের গ্রেপ্তার করুক পুলিশ, তাতে আপত্তি নেই। কিন্তু মামলায় অজ্ঞাত সাত-আটজনকে আসামি করায় পুরো গ্রামের দেড় শতাধিক পরিবার হয়রানির শিকার হচ্ছে। পুলিশ দিন-রাত এ এলাকায় অভিযান চালাচ্ছে। হয়রানি ও গ্রেপ্তার আতঙ্কে পুরো গ্রামের নারী-পুরুষ পালিয়ে বেড়াচ্ছেন। সম্প্রতি পুলিশ হাসেন আলী নামের এক ভ্যানচালককে ধরে নিয়ে যাওয়ায় আতঙ্ক আরো বেড়েছে।’

তারা আরো বলেন, ‘এ এলাকার বেশিরভাগ লোকই দিনমজুর, হোটেল শ্রমিক বা চাতাল শ্রমিক। একদিকে করোনার জন্য সবাইকে বাসায় থাকতে বলছে সরকার, অন্যদিকে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ফলে অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে। এছাড়া, মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে এলাকাসীর কাছে ২৫-৩০ হাজার টাকা দাবি করা হচ্ছে।’

তবে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম বলেছেন, ‘পুলিশ হয়রানি করছে না। আইন মোতাবেক যা করা প্রয়োজন, তা-ই করছি।’


হিমেল/রফিক



from Risingbd Bangla News https://ift.tt/2xzv9Vv
Share:

করোনা ও নিয়মনীতির তোয়াক্কা করছে না আল্ট্রা অর্থডক্স ইহুদিরা

করোনা ও নিয়মনীতির তোয়াক্কা করছে না আল্ট্রা অর্থডক্স ইহুদিরা

নিউজ ডেস্ক

মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েলেও। বাড়ছে সংক্রমণ। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৫৮ জন। মারা গেছে ২০ জন। করোনার সংক্রমণ ঠেকাতে দেশটি সামাজিক বিচ্ছিন্নতার উপর জোর দিয়েছে। জনসমাগমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু দেশটির আল্ট্রা অর্থডক্স ইহুদি গোষ্ঠীর লোকজন করোনাভাইরাসকে যেমন তোয়াক্কা করছে না, তেমনি করছে না করোনা সংক্রমণ রোধে সরকারের বেঁধে দেওয়া নিয়ম-নীতির।

সেগুলো উপেক্ষা করে ধর্মীয় নেতার শেষকৃত্যে অংশ নিচ্ছে শত শত মানুষ। সরকারের ঘোষণা অনুযায়ী অন্যান্য স্কুল-কলেজ বন্ধ করা হলেও আল্ট্রা অর্থডক্স ইহুদিদের ধর্মীয় বিদ্যাপিঠগুলো এখনো বন্ধ করা যায়নি। তার উপর করোনাভাইরাসের এমন মহামারির সময়ে তারা আয়োজন করছে বিয়ের অনুষ্ঠানও! আর বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে সরকারের বেঁধে দেওয়া ১০ জনের নিয়ম উপেক্ষা করে ১৫০ জন অংশ নিচ্ছে।আর এসব ক্ষেত্রে আল্ট্রা অর্থডক্স ইহুদিরা মানছে না সামাজিক বিচ্ছিন্নতা, সামাজিক দূরত্ব ও জনসমাগমের নিষেধাজ্ঞার বিষয়টি।

বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়াদের মধ্যে একজনের কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল! সেখান থেকে তাকেসহ পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করার দায়ে।

এ বিষয়ে পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেল্ড বলেছেন, ‘আল্ট্রা অর্থডক্স কমিউনিটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। তাদের ঘরে থাককে বাধ্য করার চেষ্টা করছি। জড়ো হলে বিচ্ছিন্ন করে দিচ্ছি। কোথাও কোথাও আমরা দেখছি দশজনের বেশি লোক জড়ো হচ্ছে। যেটা আইন বিরুদ্ধ। অন্যান্য স্কুল-কলেজগুলো ইতিমধ্যে বন্ধ হয়ে গেলেও ধর্মীয় স্কুলগুলো বন্ধ হয়নি।’

তবে ইসরায়েলের পুলিশ বলছে দেশের অধিকাংশ জনগণ করোনার বিষয়ে সচেতন। তারা নিয়ম-নীতিগুলো মানছে। আল্ট্রা অর্থডক্স ইহুদি জনগোষ্ঠীকে ঘরে রাখতে, নিয়মনীতি মানতে তাদের অঞ্চলে অতিরিক্ত পুলিশ রাখা হচ্ছে। মাঠে নামানো হয়েছে সোয়াত বাহিনীও। তারা আল্ট্রা অর্থডক্স ইহুদিদের নানাভাবে সতর্ক করছে। না মানলে গ্রেফতার করছে। সেই গ্রেফতারের প্রতিবাদে তারা রাস্তায়ও নেমে আসছে!

অবশ্য তারা নিয়মনীতি না মানায় তাদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণও বেশি। ইসরায়েলের মোট করোনা আক্রান্তের ৬০ শতাংশই আল্ট্রা অর্থডক্স ইহুদি!

আল্ট্রা অর্থডক্স ইহুদিরা হারেদিম নামেও পরিচিত। ইসরায়েলের মোট জনসংখ্যা ১৪ শতাংশ এই জনগোষ্ঠী।

 

ঢাকা/আমিনুল



from Risingbd Bangla News https://ift.tt/3aKa0H3
Share:

ফিলিস্তিনকে করোনা পরীক্ষার ১০ হাজার কিট দিলো চীন

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ফিলিস্তিনকে ১০ হাজার পরীক্ষার কিট ও ভেন্টিলেটর দিয়েছে চীন। বার্তা সংস্থা ওয়াফার বরাতে এখবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। চীন থেকে আসা এসব সামগ্রী গ্রহণ করেছেন ফিলিস্তিনের জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান মাজেদ ফারাজ।   নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিস্তিন কর্মকর্তা জানিয়েছেন, চীনা পরীক্ষার সামগ্রী পৌঁছানোর আগে আমাদের মাত্র কয়েকটি অবশিষ্ট ছিল। এখন উল্লেখযোগ্য... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/39tg2Kp
Share:

'১ লাখ মৃত্যুর জন্য আমেরিকা প্রস্তুত থাকো'

'১ লাখ মৃত্যুর জন্য আমেরিকা প্রস্তুত থাকো'

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের জাতীয় এলার্জি ও ছোঁয়াচে রোগ সংস্থার পরিচালক ডক্টর এন্থোনি ফাউচি বলেছেন, মহামারি করোনাভাইরাসের ছোঁবলে কমপক্ষে এক লাখ মানুষের মৃত্যুর জন্য আমেরিকার প্রস্তুত থাকা উচিত।

মঙ্গলবার দেশটিতে করোনা বিষয়ক এ কর্মশালায় তিনি এ কথা বলেন। খবর সিএনএনের।

তিনি বলেন, যেভাবে মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে আমাদের এর জন্য এখনই প্রস্তুতি নেওয়া উচিত। এমনটা করা কি খুব বেশি হয়ে যাচ্ছে? আমি মনে করি আমরা যতই পেছাতে চেষ্টা করিনা কেন, এই সংখ্যা কমিয়ে আনার সম্ভাবনা কম। বাস্তবতা হচ্ছে, সামনে যা ঘটাতে যাচ্ছে তার জন্যে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার।

সম্ভাব্য মৃতের সংখ্যা নিয়ে তিনি আরো জানান, আমরা সংখ্যাকে নিয়ে ভাবছি না। এই সংখ্যা কমিয়ে আনতে যা যা দরকার সবই করবো।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির ৫০টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। আক্রান্ত করেছে ১ লাখ ৮৫ হাজার ২৭০ জনকে। প্রাণ কেড়ে নিয়েছে ৩ হাজার ৭৮০ জনের। তার মধ্যে গেল ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ৭৭০ জন। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।


ঢাকা/নাসিম/আমিনুল



from Risingbd Bangla News https://ift.tt/3awUiPa
Share:

Monday, March 30, 2020

আপনি জানেন কি?

আপনি জানেন কি?

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটের খুঁটিনাটি অনেক রেকর্ড আমাদের অজানা। তেমন-ই এক রেকর্ডের তথ্য দেব এবার।

আপনি জানেন কি, টেস্ট ক্রিকেটে মাত্র চারজন বোলার টেস্ট খেলুড়ে প্রত্যেক দেশের বিপক্ষেই এক ইনিংসে ৫টি উইকেট নিয়েছে?

ভাগ্যবান সেই চার বোলার হচ্ছেন মুত্তিয়া মুরালিধরন, রঙ্গনা হেরাথ, ডেল স্টেইন এবং সাকিব আল হাসান। এলিট এ ক্লাবে সবশেষ যোগ দেন সাকিব।

২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় ৫ উইকেট নিয়ে বৃত্তপূরণ করেন বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার। নিষেধাজ্ঞায় থাকা এ ক্রিকেটার ৫৬ টেস্টে ২১০ উইকেট নিয়েছেন। সমানসংখ্যক টেস্টে রান করেছেন ৩৮৬২।

 

ঢাকা/ইয়াসিন



from Risingbd Bangla News https://ift.tt/33XMfIC
Share:

করোনায় সৌদি আরবে এক বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এক বাংলাদেশি মারা গেছেন। তার বাড়ি সাভারে। গত ২৪ মার্চ তিনি মদিনার আল জাহরা হাসপাতালে মারা যান। সোমবার (৩০ মার্চ) হাসপাতাল থেকে এ বিষয়ে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটকে জানানো হয়। মৃত ব্যক্তির কোনও আত্নীয়-স্বজন এখন পর্যন্ত জেদ্দা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেনি। তার পাসপোর্টে যে জরুরি নম্বর দেওয়া আছে সেটিতে প্রথমে ফোন করে সংযোগ পাওয়া যায়নি। অনেক চেষ্টার পরে যখন... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2xzZ3ck
Share:

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় ৩১ মার্চ মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৩ হাজার ৮০৭। এর মধ্যে তিন হাজার আট জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ৮৪৬ জন। দেশটিতে এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। সেখানে ইতোমধ্যেই মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2xARRg5
Share:

১২ কোটি টাকা অনুদান দিলো বিজিবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১২ কোটি ৫২ লাখ টাকার অনুদান দিয়েছে। বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম রবিবার (২৯ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের টাকা প্রদান করেন। বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৩০ মার্চ) একথা জানিয়েছে। এতে বলা হয়েছে, বিজিবি’র সর্ব স্তরের সদস্যদের একদিনের বেতনের... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2V1EzBp
Share:

সকাল ১০টায় ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

দেশের ৬৪ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার (৩১ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক ছাড়াও দেশের ৮ বিভাগীয় কমিশনাররাও এই ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন। সকাল ১০টায় গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স শুরু হওয়ার কথা রয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ প্রশাসন কীভাবে কাজ করছে তা খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের দিকনির্দেশনা দেবেন বলে গনভবন... বিস্তারিত



from Bangla Tribune https://ift.tt/2UMCxVv
Share:

ভয় বাড়াচ্ছে কৌতূহলী মন

ভয় বাড়াচ্ছে কৌতূহলী মন

এসকে রেজা পারভেজ

আড্ডা প্রিয় আর চায়ের কাপে ঝড় তোলা বাঙালিকে ঘরে আটকে রাখার এক ‘বিরক্তিকর’ সমীকরণে দাঁড় করিয়ে দিয়েছে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো নভেল করোনাভাইরাস।

সচেতন মানুষ এই ভাইরাসের সংক্রমণের ব্যাপকতা আন্দাজ করে ঘরে থাকলেও অপেক্ষাকৃত কম সচেতন আর অতিউৎসাহী মানুষঘরে থাকার বিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নানা অজুহাতে অপ্রয়োজনে রাস্তায় আসছে। শহরের অলিগলিতে এই চিত্র দেখা গেলেও গ্রামে তা আরো ব্যাপক। মফস্বল এলাকায় দিব্বি হাটবাজারে আড্ডা দিচ্ছে সেখানকার অনেকেই ।

প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে এসে মাইকিং করে, কোনো কোনো ক্ষেত্রে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলেও তাদের অনুপস্থিতিতে আবারো পুরোনো চেহারায় ফিরছে মানুষ।

জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মধ্যে দুই শ্রেণির মানুষ রাস্তায় বের হচ্ছেন। এর মধ্যে এক শ্রেণির কোনো কাজই নেই। এলাকার পরিস্থিতি দেখতে কৌতূহলী মন তাদের ঘরের বাইরে টেনে আনছে। আর একটি শ্রেণি নিম্ন আয়ের মানুষ, যারা দিন আনে দিন খায়। দেশ সবকিছু বন্ধ থাকায় অসহায় মানুষ এখন খাবার সংকটে রয়েছেন। অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছেনি। তাই বাধ্য হয়ে অনেকে রাস্তায় নামছে কর্মের সন্ধানে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে না থাকা। অনেক এলাকায় প্রবাসীরা সরকারি নির্দেশ না মেনে ঘুরে বেড়াচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ।

রাজধানীর রামপুরা এলাকার একটি গলি উলন বাজার রোড। করোনা সংক্রমণে ভয় থাকায় এখানে আর আগের মতো জটলা থাকে না। তবে ছোট ছোট আড্ডা দেখা গেছে। সোমবার সেখানে দেখা গেছে, অপ্রয়োজনে কেউ কেউ এক জায়গায় হয়ে গল্প করছে। তাদের দু—একজনের মুখে মাস্ক থাকলেও বেশিরভাগেরই নেই। করোনাভাইরাসের এই প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের ঘরে থাকা কর্মসূচি স্মরণ করিয়ে দিলে তারা জানান, বাসায় থাকতে থাকতে তারা হাঁপিয়ে ওঠেছেন। এজন্য পরিচিতরা মিলে একটু আড্ডা দিচ্ছেন। মাঝে মাঝে আইনপ্রয়োগকারী সংস্থার লোকজনের উপস্থিতি টের পেলে কিছুক্ষণের জন্য তারা চলে যান।

রাজধানীর মতো মফস্বল এলাকায় এতো লুকোচুরি নেই। তবে গ্রামের মানুষ এখন পর্যন্ত অপেক্ষাকৃত কম সচেতন। করোনা এখনও তাদের মনে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। এজন্য সংকোচ ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন এখানে সেখানে।

খুলনা থেকে প্রতিনিধি জানিয়েছেন, খুলনা নগরীতে বেশির ভাগই শ্রমজীবী ও দিনমজুরের রুটি রুজির জন্য ঘরের বাইরে বের হচ্ছেন। আর এক শ্রেণির উঠতি বয়সী তরুণ ও যুবকরা শুধুমাত্র আড্ডা দিতেই শহরের বিভিন্ন মোড়ে বের হচ্ছে। তবে, সামরিক বাহিনী, জেলা-উপজেলা প্রশাসন, পুলিশ-ম্যাজিস্ট্রেট জনগণকে ঘরে থাকতে সব ধরনের সচেতনতামুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আমাদের সিলেট প্রতিনিধি জানিয়েছেন, সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় হোম কোয়ারেন্টাইন না মেনে বিয়ের আয়োজন করেন এক প্রবাসী। এজন্য জরিমানাও হয়েছে। এ ঘটনা ছাড়াও প্রবাসীদের মাঝে হোম কোয়ারেন্টাইন অমান্য করার প্রবণতা বেশিই। এ কারণ হিসেবে তাদের খামখেয়ালিপনাকেই দায়ী করছেন স্থানীয়রা। প্রবাসীরা মূলত নিজে ‘পূর্ণ সুস্থ’ এমন আত্মবিশ্বাস থেকেই ঘরে না থেকে বাইরে ঘোরাফেরা করছেন। তাদের কোনভাবেই হোম কোয়ারেন্টাইনে রাখা যাচ্ছে না।

সাভার প্রতিনিধি জানান, নিজেকে সুস্থ দাবি করে হোম কোয়ারান্টাইনে থাকছেন না সেখানকার বিদেশফেরত প্রবাসীরা। প্রশাসনের খুব বেশি তৎপরতা নেই। স্থানীয় পর্যায়েও প্রশাসনের শক্ত তৎপরতার অভাবে গণজমায়েত এড়ানো যাচ্ছে না। বিভিন্ন এলাকা ঘুরে এ পরিস্থিতি দেখা গেছে। বিদেশফেরতরা নিয়মিত চায়ের দোকান, বাজার, মসজিদে যাতায়াত করছে। এলাকার মানুষের মধ্যে কিছুটা ভীতি থাকলেও বিভিন্ন জায়গায় গণজমায়েত তা ম্লান করে দিচ্ছে।

নড়াইল প্রতিনিধি জানান, মফস্বল শহরে সরকারি নির্দেশ মেনে চলার প্রবনতা দেখা গেলেও গ্রামে সেই সচেতনার অভাব রয়েছে। নড়াইলের বিভিন্ন গ্রামে গ্রামে স্থানীয় পুলিশ প্রশাসন মাইকিং করে জনগণকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করলেও তা মানছে না। পুলিশ মাঝে মাঝে ঝটিকা সপরে এসে লোকজনতে ঘরে তুলে দিচ্ছেন।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রশাসনের কঠোর নির্দেশ থাকার পরও জেলার কাঁচাবাজারগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নিয়ম। জেলার বিভিন্ন উপজেলার সাপ্তাহিক হাটগুলো বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও সেখানে ক্রেতা-বিক্রেতাদের সমাগম হচ্ছে। পাশাপাশি জেলার প্রধান সড়কগুলোতে সাধারণ জনগণের অপ্রয়জনীয় চলেফেলা ঠেকাতে আইনশৃঙ্খলা  বাহিনীরপদক্ষেপ দেখা গেলেও, মহল্লাগুলোতে জন সমাগম রয়েছে। বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও অলি-গলির চা স্টলগুলো খুলা হচ্ছে।

এদিকে হোম কোয়ারেন্টাইনে আসা প্রবাসফেরত ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিয়ম মানতে বলা হলেও তাদের বেশিরভাগই মানছেন না সেই নিষেধাজ্ঞা। তবে ঢাকাসহ দেশব্যাপী হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সেনাবাহিনীসহ আইনপ্রয়োগকারী সংস্থা কাজ করছে। নির্দেশ অমান্যকারীকের বুঝিয়ে করোনা সম্পর্কে সচেতন করে ঘরে পাঠাচ্ছেন।

অবাধ্য নাগরিকদের ঘরে থাকতে বাধ্য করতে কী ধরনের কৌশল নেওয়া হচ্ছে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন রাইজিংবিডিকে জানান, এ ক্ষেত্রে আমরা মোটিভিশনকে গুরুত্ব দিচ্ছি। যারা হোম কোয়ারেন্টাইন মানছেন না, তাদের আমরা করোনা সংক্রমণ  সম্পর্কে অবহিত করছি। কারণ বাসায় থাকাই এখন এই ভাইরাস প্রতিরোধের একমাত্র উপায়।    

বিশ্বব্যাপী করোনাভাইরাসের অপ্রতিরোধ্য সংক্রমণের পরও মানুষ কেন বাইরে বের হয়— এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহফুজা খানম রাইজিংবিডিকে বলেন, ‘এটি মূলত সচেতনতার অভাব। করোনাভাইরাস সম্পূর্ণ একটি নতুন কনসেপ্ট। এ ভয়াবহতা সম্পর্কে আমাদের দেশের মানুষ এখনও ধারণাই করতে পারছে না।কারণ আমাদের দেশে ভাইরাসটি এখন সেই অর্থে সংক্রমণ ঘটাতে পারেনি। সেজন্য মানুষ মনে করছে এ আর এমন কি। আমরা তো ভালো আছি। কিন্তু এই অজ্ঞতা আমাদের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে।’

গ্রামের মানুষ করোনা নিয়ে একেবারেই অবেহলা করছে উল্লেখ করে সেখানে আরো বেশি প্রচার এবং ভাইরাসটির ভয়াবহতা তুলে ধরা দরকার বলে মনে করেন এই মনোবিজ্ঞানী।

‘মানুষ আসলে বুঝতে পারছে না। সেজন্য প্রচারটা সেভাবে নিতে হবে। তাদের বোঝাতে হবে আমরা যেটা করছি সেটা প্রতিরোধ প্রতিকার নয়। এর কোনো ওষুধ এখনো আবিস্কৃত হয়নি। অসুখটা যাতে না ছড়ায় সেজন্য সচেতন হতে হবে।  প্রয়োজনে কড়াকড়িভাবে হলেও বাধ্যতামূলক করার পদক্ষেপ নিতে হবে’, বলেন অধ্যাপক মাহফুজা খানম।

নোট: প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ফরহাদ খান (নড়াইল প্রতিনিধি),  মুহাম্মদ নুরুজ্জামান (নিজস্ব প্রতিবেদক, খুলনা), আবদুল্লাহ আল নোমান (নিজস্ব প্রতিবেদক,সিলেট), আরিফুল ইসলাম সাব্বির (সাভার প্রতিনিধি), শাহরিয়ার সিফাত (টাঙ্গাইল প্রতিনিধি)।

 

পারভেজ/সাইফ



from Risingbd Bangla News https://ift.tt/2ULpXpq
Share:

Popular Posts

Recent Posts

Unordered List

Text Widget

Pages

Blog Archive

3i Template IT Solutions. Powered by Blogger.

Text Widget

Copyright © ভান্ডার 24 | Powered by 3i Template IT Solutions