
টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকটাঙ্গাইলে ৪০০ পিস ইয়াবাসহ শাহ আলম মণ্ডল (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৩১ মার্চ) জেলার ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহ আলম ওই এলাকার মো. আনসার আলী মণ্ডলের ছেলে।
রাতে টাঙ্গাইল র্যাব-১২ এর মেজর আবু নাইম মো. তালাত এক ই-মেইল বার্তায় এই তথ্য জানান।
এতে জানানো হয়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ছাব্বিশা গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির সামনে থেকে শাহ আলী মণ্ডলকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মাদক বিক্রয়ে ব্যবহৃত দুটি মোবাইল ও চারটি সিম কার্ড জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে শাহ আলম জানান, তিনি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে ইয়াবা সরবরাহ করতেন। তার বিরুদ্ধে ভূঞাপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
শাহরিয়ার সিফাত/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/2w43tYw
0 comments:
Post a Comment