
যশোরে মধ্যরাতে হতদরিদ্রদের মধ্যে পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদকসারা দেশে করোনাভাইরাস সংক্রমণরোধে যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ায় খেটে খাওয়া মানুষের পাশে মধ্যরাতে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হলেন যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
সোমবার দিবাগত রাতে তিনি প্রায় ৫০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এ নিয়ে দুই দিনে শহরের ইসাহাক সড়ক, নাজির শংকরপুর, বারান্দিনাথপাড়া ও আশপাশের এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করলেন।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল এবং সাবান। পুলিশ সুপার বলেন, তাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।
সমাজের বিত্তবান মানুষের এই দুর্যোগের সময় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি।
খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিটন/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/3bxdtse
0 comments:
Post a Comment