
জর্ডানে করোনায় প্রথম মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসের কারণে দেশে প্রথম মৃত্যুর খবর জানালো জর্ডান। আম্মানের প্রিন্স হামজা হাসপাতালের প্রধান আব্দুলআজিজ আল খাসমান বলেছেন, মৃত ওই নারীর বয়স ছিল ৮৩ বছর।
জাতীয় সংবাদ সংস্থা পেত্রা ওই হাসপাতাল পরিচালকের বরাত দিয়ে জানায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ওই নারী। রক্তে সংক্রমণজনিত রোগে ভুগছিলেন। করোনায় গুরুতর অসুস্থ হওয়ার পর একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে ওই হাসপাতালে আনা হয়।
স্বাস্থ্যমন্ত্রী সাদ জাবের নিশ্চিত করেছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৩ জন। এনিয়ে ২৩৫ জনের শরীরে কোভিড-১৯ ধরা পড়লো।
করোনার সংক্রমণ রুখতে গত ২১ মার্চ থেকে কারফিউ ঘোষণা করা হয় জর্ডানে। সব ধরনের বিমান চলাচল ও সীমান্ত পুরোপুরি বন্ধ আছে।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে উত্পত্তি হওয়া ভাইরাস এ পর্যন্ত ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯৪ হাজারের বেশি। মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে ২৭ হাজার।
ঢাকা/ফাহিম
from Risingbd Bangla News https://ift.tt/2yhR8kl
0 comments:
Post a Comment