
আপনি জানেন কি?
ক্রীড়া ডেস্কক্রিকেটের খুঁটিনাটি অনেক রেকর্ড আমাদের অজানা। তেমন-ই এক রেকর্ডের তথ্য দেব এবার।
আপনি জানেন কি, টেস্ট ক্রিকেটে মাত্র চারজন বোলার টেস্ট খেলুড়ে প্রত্যেক দেশের বিপক্ষেই এক ইনিংসে ৫টি উইকেট নিয়েছে?
ভাগ্যবান সেই চার বোলার হচ্ছেন মুত্তিয়া মুরালিধরন, রঙ্গনা হেরাথ, ডেল স্টেইন এবং সাকিব আল হাসান। এলিট এ ক্লাবে সবশেষ যোগ দেন সাকিব।
২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় ৫ উইকেট নিয়ে বৃত্তপূরণ করেন বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার। নিষেধাজ্ঞায় থাকা এ ক্রিকেটার ৫৬ টেস্টে ২১০ উইকেট নিয়েছেন। সমানসংখ্যক টেস্টে রান করেছেন ৩৮৬২।
ঢাকা/ইয়াসিন
from Risingbd Bangla News https://ift.tt/33XMfIC
0 comments:
Post a Comment