
কোয়ারেন্টাইনে থাকাদের সেলফি বাধ্যতামূলক!
নিউজ ডেস্কসেলফি তুলতে কে না ভালবাসে, তবে ভারতের কর্ণাটকে এই সেলফি এখন বাধ্যতামূলক। না সবার জন্য নয়, হোম কোয়ারেন্টাইনে থাকাদের জন্য এই নির্দেশনা।
হোম কোয়ারেন্টাইনে থাকাদের প্রতি ঘণ্টায় সেলফি তোলার ফরমান জারি করেছে কর্ণাটকের রাজ্য সরকার।
কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ডা. কে সুধাকর নির্দেশ দিয়েছেন, যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের সকলকে নিজের মোবাইল থেকে প্রতি ঘণ্টায় সেলফি তুলে পাঠাতে হবে রাজ্য সরকারের একটি সাইটে। এই নির্দেশিকার অমান্য করলে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের কাছে বা তাদের বাড়িতে পৌঁছে যাবে রাজ্য সরকারের নির্দিষ্ট একটি দল। তারা তখন ওই ব্যক্তিকে সরকারের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাবে।
হোম কোয়ারেন্টাইনের নাম করে যাতে কেউ বাইরে ঘুরতে না পারে বা সংক্রমণ ছড়াতে না পারে তাই পদক্ষেপ।
সোমবার দেশে মাত্র একদিনে ২২৭ জনের সংক্রমণের কথা জানা যায়। তারপরই রাজ্যের এই পদক্ষেপ।
সেলফি তুলে রাজ্য সরকারকে পাঠানোর জন্য তাদের মোবাইলে প্রথমে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর সেই অ্যাপের মাধ্যমে ছবি তুলে পাঠাতে হবে রাজ্য সরকারের উল্লিখিত দপ্তরে।
তবে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোনও সেলফি তুলতে হবে না।
সূত্র: সংবাদ প্রতিদিন
ঢাকা/টিপু
from Risingbd Bangla News https://ift.tt/341Lj6n
0 comments:
Post a Comment