
ওয়ালটন ঝড়ে টি-টেন চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ানস
ক্রীড়া ডেস্কটি-টেন ক্রিকেট লিগের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে মারাঠা অ্যারাবিয়ানস।
আবুধাবিতে রোববার রাতের ফাইনালে মারাঠা অ্যারাবিয়ানসের কাছে পাত্তাই পায়নি ডেকান গ্ল্যাডিয়েটরস। চাঁদউইক ওয়ালটনের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটের বিশাল জয় পায় মারাঠা অ্যারাবিয়ানস।
আবু জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ডেকান গ্ল্যাডিয়েটরস। নির্ধারিত ১০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে করতে পারে ৮৯ রান।
সর্বোচ্চ ২৫ রান আসে আসিফ খানের ব্যাট থেকে। তার ১৭ বলের অপরাজিত ইনিংসটি সাজানো ছিল ৩টি চার ও একটি ছক্কায়। অধিনায়ক শেন ওয়াটসন, কাইরন পোলার্ড, মোহাম্মদ শাহজাদরা ফাইনালে জ্বলে উঠতে পারেননি।
২ ওভারে ১৬ রানে ২ উইকেট নিয়ে মারাঠা অ্যারাবিয়ানসের সেরা বোলার ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ডোয়াইন ব্রাভো। লাসিথ মালিঙ্গা, মিচেল ম্যাকক্লেনাগান ও কাসুন রাজিথা নিয়ন্ত্রিত বোলিংয়ে নেন একটি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় ঝড় তোলেন ওয়ালটন। ফাওয়াদ আহমেদের করা ইনিংসের প্রথম তিন বলেই দুটি চার ও একটি ছক্কা হাঁকান ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান।
ওয়ালটনের শুরুর সেই ঝড় আর থামেনি। আরেক ওপেনার ক্রিস লিনের বিদায়ে ভাঙে ২৩ বলে ৫৬ রানের উদ্বোধনী জুটি। আগের ছয় ম্যাচে চারটি ফিফটি করা লিন এদিন ১০ বলে ১৬ রানের বেশি করতে পারেননি।
এরপর অ্যাডাম লিথ দ্রুত ফিরলেও নজিবুল্লাহ জাদরানকে সঙ্গী করে ১৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন ওয়ালটন। স্বদেশী পোলার্ডকে চার হাঁকিয়ে ওয়ালটন ফিফটি পূর্ণ করেন ২৬ বলে। ছক্কায় ম্যাচ শেষ করেন নজিবুল্লাহ।
২৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫১ রান করে ম্যাচ সেরা হন ওয়ালটন। আফগান ব্যাটসম্যান নজিবুল্লাহ ৫ বলে একটি ছক্কায় ১২ রানে অপরাজিত ছিলেন।
আট ম্যাচে ৩৭১ রান করে টুর্নামেন্ট সেরা হয়েছেন মারাঠা অ্যারাবিয়ানসের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান লিন। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটিও এবারের আসরে লিনের ব্যাট থেকে এসেছে, ৩০ বলে অপরাজিত ৯১।
সংযুক্ত আরব আমিরাতে হওয়া টি-টেন ক্রিকেট লিগ তিন আসরে পেল ভিন্ন তিন চ্যাম্পিয়ন। আগের দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কেরালা কিংস ও নর্দান ওয়ারিয়র্স। এবারের আসরে তৃতীয় হয়েছে বাংলাদেশি মালিকানার দল বাংলা টাইগার্স।
ঢাকা/পরাগ
from Risingbd Bangla News https://ift.tt/2XHatE9
0 comments:
Post a Comment