
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
মেডিক্যাল প্রতিবেদকরাজধানীর ডেমরায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই কবীর হোসেন (২৫) মারা গেছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ডেমরার গলাকাটা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
কবীর হোসেন পেশায় রিক্সাচালক। তিনি ডেমরা বক্সনগরের মো. আতাউর রহমানের ছেলে।
কবীরের ছোট ভাই সবুজের (১৮) স্ত্রী সুমাইয়া জানান, সবুজের সাথে কবীরের টাকা পয়সা লেনদেন নিয়ে তর্ক হয়। তর্কের একপর্যায়ে গলাকাটা ব্রিজের কাছে সবুজ কবীরকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে কবীর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা আমাদেরকে খবর দেয়। পরে আমি ও আমার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে কবীর ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় তিনি মারা যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিহতের গলায় ও সারা শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন আছে। লাশ এখন হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
ঢাকা/বুলবুল/জেনিস
from Risingbd Bangla News https://ift.tt/2NIc8Vq
0 comments:
Post a Comment